মাধ্যমিক ইতিহাস প্রশ্ন -2018

Madhyamik History 2018 Solved Questions: Short

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x২০ =২০

১.১ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি—

(ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী

Ans. (ঘ) আত্মজীবনী |

১.২ ‘সোমপ্রকাশ’ ছিল একটি—

(ক) দৈনিক পত্রিকা (খ) সাপ্তাহিক পত্রিকা (গ) পাক্ষিক পত্রিকা (ঘ) মাসিক পত্রিকা

Ans. (খ) সাপ্তাহিক পত্রিকা |

১.৩ ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন—

(ক) কালীপ্রসন্ন সিংহ (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) রেভাঃ জেমস লং

Ans. (ঘ) রেভাঃ জেমস লং |

১.৪ সতীদাহ প্রথা রদ হয়—

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে (গ) ১৮৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

Ans. (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে |

১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন—

(ক) বিজয় কৃষ্ণ গোস্বামী (খ) স্বামী বিবেকানন্দ (গ) শ্রীরামকৃষ্ণ (ঘ) কেশব চন্দ্র সেন

Ans. (গ) শ্রীরামকৃষ্ণ |

১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল—

(ক) মেদিনীপুরে (খ) ঝাড়গ্রামে (গ) ছোটোনাগপুরে (ঘ) রাঁচিতে

Ans. (গ) ছোটোনাগপুরে |

১.৭ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় —

(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

Ans. (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে |

১.৮ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন—

(ক) রমেশচন্দ্র মজুমদার (খ) সুরেন্দ্রনাথ সেন (গ) বিনায়ক দামোদর সাভারকার (ঘ) দাদাভাই নৌরজি

Ans. (গ) বিনায়ক দামোদর সাভারকার |

১.৯ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে—

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

Ans. (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে |

১.১০ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন—

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) আনন্দমোহন বসু (গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (ঘ) শিবনাথ শাস্ত্রী

Ans. (গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় |

১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল—

(ক) বর্ণপরিচয় (খ) এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাংগুয়েজ (গ) মঙ্গল সমাচার মতিয়ের (ঘ) অন্নদামঙ্গল

Ans. (খ) এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাংগুয়েজ |

১.১২ ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ -এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন—

(ক) জগদীশচন্দ্র বসু (খ) সি.ভি. রমন (গ) প্রফুল্লচন্দ্র রায় (ঘ) সত্যেন্দ্রনাথ বসু

Ans. (খ) সি.ভি. রমন |

১.১৩ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল—

(ক) বাংলার কৃষক শ্রেণি (খ) মধ্যবিত্ত শ্রেণি (গ) জমিদার শ্রেণি (ঘ) ছাত্রসমাজ

Ans. (ক) বাংলার কৃষক শ্রেণি |

১.১৪ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন—

(ক) বিহারে (খ) যুক্তপ্রদেশে (গ) রাজস্থানে (ঘ) মহারাষ্ট্রে

Ans. (খ) যুক্তপ্রদেশে |

১.১৫ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়—

(ক) মালাবার অঞ্চলে (খ) কোঙ্কন উপকূলে (গ) উড়িষ্যায় (ঘ) গোদাবরী উপত্যকায়

Ans. (ঘ) গোদাবরী উপত্যকায় |

১.১৬ ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন—

(ক) উর্মিলা দেবী (খ) বাসন্তী দেবী (গ) কল্পনা দত্ত (ঘ) লীলা রায় (নাগ)

Ans. (ক) উর্মিলা দেবী |

১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদলের নাম ছিল—

(ক) অনুশীলন সমিতি (খ) গদর দল (গ) ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি (ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স

Ans. (গ) ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি |

১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন—

(ক) জ্যোতিবা ফুলে (খ) নারায়ণ গুরু (গ) গান্ধিজি (ঘ) ড. আম্বেদকর

Ans. (গ) গান্ধিজি |

১.১৯ স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়—

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

Ans. (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে |

১.২০ গোয়া ভারতভুক্ত হয়—

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে

Ans. (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে |

২. যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) : ১x১৬=১৬

উপবিভাগ—২.১ একটি বাক্যে উত্তর দাও:

২.১.১ ‘ভারতমাতা’ চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ?

Ans. ‘ভারতমাতা’ চিত্রটি স্বদেশি আন্দোলনের বা বঙ্গভাষা বিরোধী আন্দোলনের পটভূমিকায় রচিত হয় ।

২.১.২ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয় ?

Ans. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় বোম্বাই -এ ।

২.১.৩ ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?

Ans. ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩ রা মে ।

২.১.৪ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ?

Ans. মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন শ্রী হরিচাঁদ ঠাকুর ।

উপবিভাগ—২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর ।

Ans. সত্য

২.২.২ ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন ।

Ans. মিথ্যা

২.২.৩ ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম ।

Ans. মিথ্যা

২.২.৪ বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর ।

Ans. মিথ্যা |

উপবিভাগ—২.৩ ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও :

উপবিভাগ—২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :

২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা,

২.৪.২ মুন্ডা বিদ্রোহের এলাকা,

২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র ঝাঁসি,

২.৪.৪ দেশীয় রাজ্য জুনাগড়

অথবা, (কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

শূন্যস্থান পূরণ করো:

২.৪.১ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল —— খ্রিস্টাব্দে ।

Ans. ১৮০০ খ্রিস্টাব্দে

২.৪.২ —— ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা ।

Ans. তিতুমির

২.৪.৩ প্রফুল্লচন্দ্র রায় ছিলেন —— শাস্ত্রের অধ্যাপক ।

Ans. রসায়ন

২.৪.৪ ‘মাস্টারদা’ বলা হত —— কে ।

Ans. সূর্য সেন


উপবিভাগ—২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত ।

ব্যাখ্যা-১ কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল ।

ব্যাখ্যা-2 কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে ।

ব্যাখ্যা-৩ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল ।

Ans. ব্যাখ্যা-৩ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল ।

২.৫.২ বিবৃতি: ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ‘তিন আইন’ পাস করে ।

ব্যাখ্যা-১ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রীষ্টান সমাজকে ঐক্যবদ্ধ করা ।

ব্যাখ্যা-২ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা ।

ব্যাখ্যা-৩ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা ।

Ans. ব্যাখ্যা-৩ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা ।

২.৫.৩ বিবৃতি: রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না ।

ব্যাখ্যা-১ কারণ, এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ ।

ব্যাখ্যা-২ কারণ, এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা ।

ব্যাখ্যা-৩ কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না ।

Ans. ব্যাখ্যা-৩ কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না ।

২.৫.৪ বিবৃতি: সরলা দেবী চৌধুরানি লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন ।

ব্যাখ্যা-১ বিদেশি পণ্য বিক্রির জন্য ।

ব্যাখ্যা-২ আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য ।

ব্যাখ্যা-৩ স্বদেশী পণ্য বিক্রির জন্য ।

Ans. ব্যাখ্যা-৩ স্বদেশী পণ্য বিক্রির জন্য ।

Rlearn Education