দশম শ্রেণীর জীবনবিজ্ঞান সাজেশান : প্রথম অধ্যায়
নীচের প্রশ্নগুলি দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ প্রতিটি প্রশ্নের মান-2
1. রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা লেখো।
2. স্নায়ুকোশ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তসম্পর্ক প্রতিষ্ঠা করো।
3. নীচের পেশিগুলোর সংকোচনের ফলে কী কী ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো-
• ফ্লেক্সন পেশি • এক্সটেনসর পেশি • অ্যাডাকটর পেশি • রোটেটর পেশি। MP22
4. গমনের একটি চালিকাশক্তি হল—“প্ৰজননিক কাজের জন্য একত্রিত হওয়া” দুটি উদাহরণের সাহায্যে যথার্থতা প্রমাণ করো। পর্ষদ নমুনা প্রশ্ন
5. মেনিনজেস ও CSF-এর অবস্থান ও কাজ বিবৃত করো। MP 17
6. নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া ও কোনগুলি সহজাত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো—
• সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা, • সাইকেল চালানো, • হাঁচি, • ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। MP 17
7. নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। MP 20
• কাজের প্রকৃতি • কাজের গতি • কাজের স্থায়িত্ব • পরিণতি
8. ন্যাস্টিক চলন ও ট্রপিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। MP 17
9. “ইনসুলিন হরমোন গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ করে” ব্যাখ্যা করো।
10. ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাসের নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো-
• কারণ • মূত্রের প্রকৃতি।
11. মাছের গমনে মায়াটোম পেশির ভূমিকা বিশ্লেষণ করো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক
12. “কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন ঘটে”—বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
13. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো—
• নালির উপস্থিতি ও অনুপস্থিতি • ক্ষরিত পদার্থ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক
14. মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোনে ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখো।
MP 17
15. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো। MP 17
16. নীচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো।
• যখন শ্বাসনালিতে খাদ্যকণা ঢুকে পড়ে।
• যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। MP 18
17. চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়?
MP 18
18. নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো—
• রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
• থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান
• স্ত্রীদেহে করপাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও
প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণে উদ্দীপনা প্রদান
• উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি হওয়া MP’18
19. বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো। এর চারটি সম্ভাব্য কারণ উল্লেখ করো।
MP 18
20. দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও।MP 19
21. উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। MP 19
22. অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। MP 20
23. কোনো একজন মানুষ ‘দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালো ভাবে দেখতে পান না’—এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে তা অনুমান করে লেখো।
24. কৃষির ফলনবৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। MP 20
25. ‘LH ও ICSH মানবদেহে জনন গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে’—বক্তব্যটির যথার্থতা বিচার করো। MP 20
26. নীচের কাজগুলো কোন্ কোন্ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো-
● দীর্ঘঅস্থির প্রান্তস্থিত তরুণাস্থি ধাত্রের খনিজভবন ঘটিয়ে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়
● বিদীর্ণ ডিম্বথলিকে পীতগ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে এবং ওই গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা জোগায়
• যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
• প্রসবকালে জরায়ুগাত্রের পেশির সংকোচন ঘটায় | MP 22
27. মায়োপিয়া ও হাইপারোপিয়ার কারণ ব্যাখ্যা করো। MP 22
28. কোনো এক ব্যক্তির দুর্ঘটনায় মস্তিষ্কের সুষুম্নাশীৰ্ষক অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হলে যে যে কাজ ব্যাহত হবে তার একটি তালিকা প্রস্তুত করো। পর্ষদ নমুনা প্রশ্ন
29.বয়ঃসন্ধি দশায় শুক্রাশয় ও ডিম্বাশয়ের ওপর GTH-এর প্রভাব লেখো। পর্ষদ নমুনা প্রশ্ন
30. নিম্নে উল্লেখিত কাজগুলির নিয়ন্ত্রণ করার জন্য কোন কোন প্রাণী হরমোন দায়ী বলে তুমি মনে করো-
(a) ত্বকের লোম খাড়া হওয়া, (b) রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখা, (c) BMR নিয়ন্ত্রণ, (d) জনন গ্রন্থির ৷বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ।
নীচের প্রশ্নগুলির উত্তর দাও | প্রতিটি প্রশ্নের মান-5
1. একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
• গ্রাহক • সংজ্ঞাবহ স্নায়ু • স্নায়ুকেন্দ্র • চেষ্টিয় স্নায়ু MP18
2. একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
• ডেনড্রন • র্যানভিয়ার পর্ব • মায়েলিন সিদ
• সোয়ান কোশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, MP 19, 22
3. মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত তিন জোড়া হরমোনের কাজের তুলনা করো।
• ইনসুলিন ও গ্লুকাগন
• ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন
• FSH ও LH
পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক ব্যাখ্যা করো। MP 22
4. কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত শারীরিক কাজগুলো ব্যাহত হল। কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলোর নাম লেখো। 3+2
• বাকশক্তি • ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা • দেহভঙ্গি ও দেহের ভারসাম্য • জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলাধঃকরণ |
হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। MP 22
5. কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলোর একটি তালিকা তৈরি করো। মানবদেহের গ্লুকোজ শোষণ ও বিপাকের ওপর ইনসুলিন হরমোনের প্রভাবগুলো কী কী? 2+3 MP 22
6. দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টির নিম্নলিখিত বিষয়ে তিনটি পার্থক্য লেখো। 3+2
• বস্তুর প্রতিবিম্ব গঠন • দৃষ্টিক্ষেত্র • গভীরতা
সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে নিম্নলিখিত কোনো দুটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো।
• প্রকৃতি • শর্ত • পূর্ব অভিজ্ঞতা • স্নায়ুপথ MP 22
7. পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলির ভূমিকা লেখো। ট্যাকটিক ও ট্রপিক চলনের দুটি পার্থক্য লেখো। 3+2
৪. নিউরোগ্লিয়া কোশ কাদের বলে? ওই কোশের একটি কাজ লেখো। মাছের জলের মধ্যে সাঁতারের সময় পাখনা এবং মায়োটোম পেশির ভূমিকা লেখো। 2+3
9. নিম্নলিখিত কার্যগুলি মানব মস্তিষ্কের কোন্ কোন্ অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা উল্লেখ করো। 3+2
(a) গ্রাহক থেকে আগত উদ্দীপনাকে সেরিব্রামে প্রেরণ করে।
(b) শ্বাসকার্য নিয়ন্ত্রণ এবং খাদ্য গলাধঃকরণ।
(c) নিদ্রা ও তৃষ্ণা নিয়ন্ত্রণে সাহায্য করে।
স্নায়ুকোশের দুই প্রকার প্রবর্ধকের মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। পর্ষদ নমুনা প্রশ্ন
10. নিম্নলিখিত কাজগুলি যে যে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের নাম ও ক্ষরণস্থল উল্লেখ করো। 3+2
বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ, অতিকায়ত্ব, ডায়াবেটিস মেলিটাস। অন্ধবিন্দু ও পীতবিন্দুর মধ্যে পার্থক্য উল্লেখ করো।