মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশান 2024

Madhyamik Life Science suggestion 2024

মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশান 2024 : 2 নম্বরের প্রশ্ন

1. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো :

✶ উদ্দীপকের সঙ্গে সম্পর্ক ✶ অক্সিন হরমোনের প্রভাব

2. হরমোন এবং স্নায়ুর একটি কার্যগত ও একটি গঠনগত পার্থক্য লেখো |

অথবা, DNA ও RNA এর মধ্যে নিম্নলিখিত বিষয়ে বৈশিষ্ট্যের ভিত্তিতে তুলনা করো।
MP 22
• শর্করা প্রকৃতি • পিরিমিডিন ক্ষারকের প্রকৃতি

3. নীচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রত্যাহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে | এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখো |

✶ যখন শ্বাসনালিতে খাদ্যকণা ঢুকে পড়ে |

✶ যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে |

4. মানুষের গমনের সঙ্গে সংশ্লিষ্ট দুজোড়া বিপরীতধর্মী পেশির কাজ লেখো |

অথবা, নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে যুক্ত উদ্ভিদ/প্রাণী হরমোন গুলির নাম তালিকাভুক্ত করো :
উদ্ভিদের পাতার ক্লোরোফিলের বিনষ্টকরণ রোধ, অগ্ৰস্থ প্রকটতা বৃদ্ধি, BMR নিয়ন্ত্রণ, বৃক্কীয় নালিকায় জলের পুনঃবিশোষণ।

5. পায়রার ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকার সার্থকতা কী ?

অথবা, চোখে ক্ষেত্রে অ্যাকুয়াস হিউমর ও ভিট্রিয়াস হিউমরকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো।
অবস্থান, কাজ।

6. ক্রোমোজোম ও ক্রোমাটিডের দুটি পার্থক্য |

অথবা, নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশগুলির নাম লেখো : ঘর্ম নিঃসরণ, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ,
স্পর্শ নিয়ন্ত্রণ, শ্বাসক্রিয়া।

7. স্নায়ুকোশ , স্নায়ু ও স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক লেখো |

অথবা, গাড়ির চালককে গাড়ি চালানোর সময় চোখের কী কী উপযোজন করতে হয় তা বিবৃত করো।

9. আগাছা দমনে ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো।

অথবা,ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও।

10. কোশবিভাজনে সেন্ট্রোজোম ও মাইক্রো- টিবিউলের ভূমিকা তালিকাবদ্ধ করো।

অথবা, স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লিপিবদ্ধ করো।

11. থ্যালাসেমিয়া রোগের উপসর্গ লেখো।
MP 17

অথবা, “X” ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগগুলির প্রকাশ স্ত্রী অপেক্ষা পুরুষদের বেশি হয়”—এটি কেন ঘটে তা ব্যাখ্যা
করো।
12. মেন্ডেলের স্বাধীনবিন্যাস সূত্রটি বিবৃত করো।
অথবা,ল্যামার্কের মতবাদের ভিত্তিতে “অঙ্গের ব্যবহার ও অব্যবহার” সূত্রটি ব্যাখ্যা করো।

13. নিম্নলিখিত বিষয়ের ওপর ভিত্তি করে সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
• উৎপত্তি • কাজ
14. মানবজীবনে জলদূষণের দুটি ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো।
অথবা, রেড পান্ডা বিপন্নতার দুটি কারণ শনাক্ত করো।
15. হটস্পট নির্ধারণের শর্তগুলি বিবৃত করো।
অথবা,জীববিবর্ধন কীভাবে ঘটে তা একটি উদাহরণের সাহায্যে দেখাও।

16. নীচের কোন্‌গুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন্ কোন্ অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা লেখো |

মূত্র নিগর্মন, চোখে ধুলোবালি পড়লে চোখ মুদে যাওয়া, গরম-ঠান্ডা অনুভূতি গ্রহণ, বমন ও লালা ক্ষরণ নিয়ন্ত্রণ।

17. মায়োটোম পেশি মাছের গমনে কীভাবে সাহায্য করে তা বিশ্লেষণ করো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক

18. নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সম্পর্কিত মানব চোখের অংশগুলির নাম তালিকাভুক্ত করো—
• অক্ষিগোলকের কলাস্তরে পুষ্টি উপাদান ও O2 সরবরাহ করা• বস্তুর প্রতিবিম্ব গঠন ও বর্ণানুভূতি সৃষ্টি • উপযোজন • আলোক প্রতিসরণ

19. “স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ অধিকতর উন্নত” উক্তিটির যথার্থতা বিচার করো।

20. “প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদাই বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়” ব্যাখ্যা করো।

অথবা, বংশগতি বিদ্যায় ‘বিশুদ্ধ’ ও ‘সংকর’ বলতে কী বোঝো?

21. শিম্পাঞ্জিদের সমস্যা সমাধানের উপায়গুলি লিপিবদ্ধ করো।

অথবা, সুন্দরী গাছের লবণ সহন অভিযোজন প্রক্রিয়া ব্যাখ্যা করো। MP 19

22. ল্যামার্কের মতবাদের ভিত্তিতে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র ব্যাখ্যা করো

অথবা, অস্তিত্বের জন্য জীব যে বিভিন্ন প্রকার সংগ্রামের সম্মুখীন হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো।

23. মিথোজীবী জীবাণুর দ্বারা নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।

24. ইউট্রফিকেশনের সংজ্ঞা ও কারণ লেখো।

অথবা,স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে (PBR) এর পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার যে-কোনো দুটি ভূমিকা আলোচনা করো।

25. দক্ষিণ ভারতের দুটি জীববৈচিত্র্যের হটস্পটের নাম লেখো।

অথবা,সমবেদী এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের মধ্যে একটি করে উৎপত্তিগত এবং কার্যগত পার্থক্য লেখো।
26. অপরিণত ফলের মোচন রোধ এবং বীজবিহীন ফল সৃষ্টিতে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ব্যবহার লেখো।
27. ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনগুলির পারস্পরিক দুইটি বিপরীতধর্মী ক্রিয়া উল্লেখ করো।
অথবা, “ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া পরস্পরের বিপরীতধর্মী”— বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক
28. পীতবিন্দুর অবস্থান এবং কার্য ব্যাখ্যা করো।
29. মিয়োসিস কোশবিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কীভাবে ধ্রুবক রাখতে সাহায্য করে। MP 22

30. ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে রঞ্জন ধর্ম এবং কার্যগত পার্থক্য উল্লেখ করো।

অথবা, পত্রমোচন বিলম্ব ও পার্শ্বমুকুল গঠনে সাইটোকাইনিনের ভূমিকা লেখো।

31. রেণু উৎপাদন অযৌন জননের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি–সংক্ষেপে ব্যাখ্যা করো।
অথবা, হিমোফিলিয়া রোগটিতে মহিলাদের তুলনায় পুরুষদের অধিক আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কেন?

32. অঙ্গের ব্যবহার ও অপব্যবহার এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ—ল্যামার্কের তত্ত্বের এই প্রতিপাদ্য বিষয় দুইটি সম্পর্কে সংক্ষেপে লেখো। MP 19
অথবা, রুই মাছের পটকা হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদস্থৈতিক অঙ্গ – বুঝিয়ে লেখো।
MP’18

33. নিম্নলিখিতগুলি কী ধরনের প্রতিবর্ত ক্রিয়া তা নিরুপণ করো।
(i) তীব্র আলোয় চোখের পাতা বন্ধ হওয়া।
(ii) সাঁতার কাটা।
(iii) কম্পিউটার কি বোর্ড ব্যবহার।
(iv) উইকেট কিপারের বল ধরা।
অথবা, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। [মডেল অ্যাক্টিভিটি টাস্ক ]

34. অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির ওপর পার্থক্য নিরূপণ করো—(a) গ্যামেট উৎপাদন, (b) বিবর্তন।
অথবা, গমনের যে-কোনো দুটি চালিকা শক্তির ব্যাখ্যা প্রদান করো।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশান : প্রশ্নের মান- 5

1. একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো |

✫ অ্যাক্সন ✫ ডেনড্রন ✫ মায়েলিন সিদ ✫ স্বোয়ান কোশ ✫ র‍্যানভিয়ারের পর্ব |

অথবা, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের পরিচ্ছন্ন চিত্র

অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো | 3+2=5 [MP ’18]

(a) সেন্ট্রোমিয়ার (b) টেলোমিয়ার (c) NOR (d) ক্রোমাটিড |

অথবা, একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো
3+2=5 [ MP 17 ]
(a) সংজ্ঞাবহ স্নায়ু (b) চেষ্টীয় স্নায়ু (c) গ্রাহক (d) স্নায়ুকেন্দ্র

2. মানব বিকাশের বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলি তালিকাভুক্ত করো। নিম্নলিখিত বিষয়ের উপর ভিত্তি করে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো।
• জিনের সক্রিয়তা • ঘনীভবনের মাত্রা
3+2=5

অথবা, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো।MP ’17

• জননকোশ বা গ্যামেট উৎপাদন • নিষেক • ভ্রুণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন।
ক্রসিংওভার বলতে কী বোঝো?

3. একজন স্বাভাবিক পুরুষ, একজন হিমো – ফিলিয়ায় আক্রান্ত মহিলাকে বিবাহ করলে, তাদের পুত্র সন্তানদের শতকরা কতভাগ হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মানবদেহে বংশানু – ক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 3+2=5

অথবা, নিম্নলিখিতগুলির ক্ষেত্রে মেন্ডেল দ্বারা নির্বাচিত বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি লেখো।3+2=5
• ফুলের অবস্থান • বীজত্বকের বর্ণ • বীজের আকার
নীচের শব্দ দুটি ব্যাখ্যা করো :
• অ্যালিল • অসম্পূর্ণ প্রকটতা

4. মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ডের গঠনের কীভাবে পরিবর্তন ঘটেছে তা ব্যাখ্যা করো। ক্যাকটাসের অঙ্গসংস্থানগত অভিযোজনের সংক্ষিপ্ত ধারণা দাও।
3+2=5
অথবা, ঘোড়ার বিবর্তনে যে যে পরিবর্তন ঘটেছে তা লিপিবদ্ধ করো। অঙ্গসংস্থানগত অভিযোজনে পায়রার বায়ুথলির ভূমিকা লেখো। 3+2=5

5. পশ্চিমবঙ্গে অবস্থিত একটি করে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের নাম ও সেখানে সংরক্ষিত হয় এমন একটি করে প্রাণী প্রজাতির নাম লেখো। ক্রায়োসংরক্ষণ বলতে কী বোঝো? 3+2=5

অথবা, নিম্নলিখিত ক্ষেত্রে অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করো ৷ 3+2=5 MP 18

মৃত্তিকার ওপর প্রভাব • গাছপালার ওপর প্রভাব • মানব স্বাস্থ্যের প্রভাব
“মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে”—দুটি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো।

6. বর্তমানে জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে তার প্রভাব মারাত্মক। নিম্নলিখিত ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব
আলোচনা করো।
• অরণ্য • কৃষিজমি • মিষ্টি জল • জলাভূমি • জীবাশ্ম জ্বালানি |

অথবা, নিম্নলিখিত ক্ষেত্রে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো।
• খাদ্য উৎপাদন • ড্রাগ ও ঔষধ প্রস্তুতিতে • বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়।
ভারতের কোথায় কোথায় কুমির প্রকল্প গড়ে উঠেছে তার তালিকা প্রস্তুত করো।
3+2=5

7. নিম্নলিখিত ক্ষেত্রে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব আলোচনা করো।

• কৃষিজমির হ্রাস • বিশ্ব উষ্ণায়ন • জলাভূমি ধ্বংস
জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ লেখো।

অথবা, ইন্দোবার্মা হটস্পটের দুটি এন্ডেমিক প্রাণীর নাম করো। পশ্চিমবঙ্গে নিম্নলিখিত প্রাণীগুলির সংরক্ষণ কেন্দ্রগুলির
নাম লেখো।
• বাঘ • গন্ডার • কুমির।

8. জীববৈচিত্র্যের তিনটি গুরুত্ব লেখো। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কীভাবে স্থানীয় জীববৈচিত্র্য ধ্বংসের জন্য দায়ী, তার দু-টি উদাহরণ দাও।
অথবা, ইনসিটু সংরক্ষণ ও এক্সসিটু সংরক্ষণের মধ্যে তিনটি পার্থক্য লেখো। বায়োস্ফিয়ার রিজার্ভের চারটি উদ্দেশ্য লেখো। 3+2=5

9. মানুষের ক্রিয়াকলাপ নাইট্রোজেন চক্রকে কীভাবে প্রভাবিত করছে তা সংক্ষেপে লেখো। ক্যানসার সৃষ্টির দু-টি মনুষ্য সৃষ্ট কারণ বিশ্লেষণ করো।

অথবা, “ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ণ” পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে, তার সারসংক্ষেপ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়— এরূপ দু-টি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। 3+2=5

10. মাইক্রোপ্রোপাগেশন বলতে কী বোঝো? শব্দ ছকের সাহায্যে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি উল্লেখ করো।

অথবা, কেমোজেনি মতবাদের সপক্ষে মিলার ও উরের পরীক্ষাটি (1953) উপকরণ, পরীক্ষা পদ্ধতি, সিদ্ধান্তসহ বর্ণনা করো। ডারউইনের মতবাদের দুটি ত্রুটি লেখো। 3+2

11. N2 সংবন্ধনে সাহায্যকারী সায়ানোব্যাকটেরিয়া, মিথোজীবী ব্যাকটেরিয়া ও স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার একটি করে উদাহরণ দাও। N2 চক্রের দুটি গুরুত্ব লেখো।

অথবা, জলদূষণে কৃষিজ বর্জ্যের ভূমিকা লেখো। মানবজীবনে বায়ুদূষণের কু-প্রভাব গুলি লেখো। 2+3

12. ভারতে যে-কোনো দুটি হটস্পট অঞ্চলের একটি করে প্রাণী ও একটি করে উদ্ভিদের নাম লেখো। বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ার তিনটি কারণ উল্লেখ করো। 2+3

অথবা, সুন্দরবন অঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি কী কী? বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি বৈশিষ্ট্য লেখো। 3+2

13. “মারবেল নির্মিত সৌধের সাপেক্ষ ও তৎসহ পরিবেশের সাপেক্ষে অম্লবৃষ্টি এক- প্রকার ভয়াবহ সমস্যা”—ব্যাখ্যা করো। মানুষের ওপর শব্দদূষণের দুটি প্রভাব আলোচনা করো। 3+2=5
অথবা, “মানুষের কার্যকলাপ জীববৈশিষ্ট্য হ্রাসের প্রধান কারণ”—ব্যাখ্যা করো। ক্যানসার সৃষ্টির যে-কোনো দুটি কারণ লেখো। 3+2=5

Rlearn Education