Best Suggestion For Madhyamik 2025
মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত Jewel Sir অন্যতম বিখ্যাত শিক্ষক | Ahmed Jewel Sir বর্তমানে সরকারি বিদ্যালয়ে কর্মরত একজন শিক্ষক | তিনি ছাত্র-ছাত্রীদের জন্য সর্বদা নিয়োজিত থাকেন | মানিকচক থানার বিভিন্ন গ্রামের ছেলেমেয়েরা উনার কাছে পড়াশোনা করে বর্তমানে বিভিন্ন চাকুরীতে নিয়োজিত হয়েছে | তিনি মূলত নবম, দশম , একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অত্যন্ত যত্ন সহকারে পড়ান | উনার কাছে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করে | উনার একটা অত্যন্ত ভালো গুণ হল দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ানো | তিনি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জন্য যে সাজেশান পেপার তৈরি করেন তার প্রায় 90% কমন আসে | এছাড়া তিনি স্বপ্নের দিশা কোচিং সেন্টারেও পড়ান | স্বপ্নের দিশা কোচিং সেন্টার মানিকচক থানায় অবস্থিত | সেখানে বিভিন্ন চাকুরীর পরীক্ষার কোচিং দেওয়া হয় | সেই কোচিং সেন্টারে Jewel Sir এর যথেষ্ট সুনাম আছে | আপনারা Sir এর সাথে যোগাযোগ করতে পারেন অনায়াসে |
যোগাযোগ : Rafi Ahmed
Mob No: 7908427044 & 8900284299
Vill+P.O- Enayetpur
P.S – Manikchak
Pin No- 732202