পরিমাপ : নবম শ্রেণী

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর

প্রশ্নঃ ওজনের বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5 : 2 : 2 : 1 রাখা হয় কেন ?

উত্তর- ওজন বাক্সের বাটখারাগুলি 5 : 2 : 2 :1 ভরের অনুপাতে রাখলে কোনো নির্দিষ্ট ব্যবধানে ছোটো থেকে বড়ো মানের যে কোনো ভর সবচেয়ে কম সংখ্যক বাটখারার সাহায্যে নির্ণয় করা যায় | বিভিন্ন ভর পরিমাপের জন্য আলাদা আলাদা বাটখারার প্রয়োজন হয় না |

প্রশ্নঃ তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কী অসুবিধা হত ?

উত্তর- বয়স সেকেন্ডে প্রকাশ করলে সাংখ্যমান খুব বড়ো হয়। এর জন্য বয়স সেকেন্ডে প্রকাশ করা অসুবিধা জনক। তা ছাড়া, বয়স সেকেন্ডে প্রকাশ করলে সাংখ্যমান অতিদ্রুত পরিবর্তিত হয়। ধরা যাক, কারও বয়স 15 বছর। এই বয়স সেকেন্ডে প্রকাশ করলে বয়স = 15 × 365 × 24× 60 × 60 সেকেন্ড। এক্ষেত্রে সাংখ্যমান এত বড়ো যে, ব্যবহার করা অসুবিধাজনক। এজন্য বয়স বছর ও মাসে প্রকাশ করা হয়।

প্রশ্নঃ এককের প্রয়োজনীয়তা কী ?

উত্তর – বিজ্ঞান পরিমাপ নির্ভর। কোনো ভৌত রাশির পরিমাপের জন্য এককের প্রয়োজন। একক ছাড়া কোনো এককের প্রয়োজনীয়তা প্রাকৃতিক রাশির পরিমাপ সম্পর্কে সঠিক ও পরিষ্কার ধারণা করা সম্ভব নয়। একক ছাড়া পরিমাপ অর্থহীনও হতে পারে।

উদাহরণ—(1) একটি বড়ো ঘর বললে ঘরটির সম্পর্কে কোনো সঠিক ধারণা করা যায় না। বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এর বিভিন্ন ধারণা হতে পারে। কিন্তু ঘরটির মাপ 5 মিটার × 3 মিটার বললে স্পষ্টই বোঝা যায় যে, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 3 মিটার। এখানে ঘরটির সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এক্ষেত্রে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে 1 মিটার হিসেবে দৈর্ঘ্যের একক ধরা হয় এবং এই একক ঘরটির আকার সম্পর্কে পরিষ্কার ধারণা সৃষ্টি করে |

প্রশ্ন: স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য লেখো |

উত্তর :

Rlearn Education