Content Topic:
➤ মিথেনের উৎস ও ব্যবহার
➤ ইথিলিনের উৎস ও ব্যবহার
➤ অ্যাসিটিলিনের উৎস ও ব্যবহার
➤ LPG এর উপাদান ও ব্যবহার
➤ CNG এর উপাদান ও ব্যবহার
➤ মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া |
➤ ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন, ব্রোমিন এর বিক্রিয়া |
➤ ব্রোমিন এবং হাইড্রোজেনের সঙ্গে আ্যাসিটিলিনের যুত বিক্রিয়া |
মাধ্যমিক ভৌতবিজ্ঞান : জৈব রসায়ন (Joibo Rosayon)
মিথেনের উৎস :
1. ভূগর্ভস্থ তৈলকূপ থেকে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার প্রধান উপাদান মিথেন (45-96%) |
2. কয়লার অন্তধূর্ম পাতনে উৎপন্ন
কোল গ্যাসেও মিথেনের পরিমাণ প্রায় 50%।
250-400°C উষ্ণতায় নিকেল চূর্ণের উপর দিয়ে CO এবং H2 এর মিশ্রণকে চালনা করলে মিথেন উৎপন্ন হয়।
3. CO2 এবং H2 গ্যাসের মিশ্রণকে 300-400°C উন্নতায় নিকেল অনুঘটকের উপর দিয়ে চালনা করলে মিথেন পাওয়া যায়।
মিথেনের ব্যবহার :
1. মিথেন গ্যাস প্রধানত তাপ উৎপাদক
জ্বালানিরূপে ব্যবহৃত হয়।
2. হাইড্রোজেন গ্যাসের পণ্য উৎপাদনে
এবং কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
3. রকেটের জ্বালানি হিসেবে বিশুদ্ধ তরল মিথেন ব্যবহৃত হয়।
ইথিলিনের উৎস :
1. কোল গ্যাসে আয়তন হিসাবে 4%- 5%-এর মতো ইথিলিন থাকে।
2. পেট্রোলিয়াম খনিতে উৎপন্ন প্রাকৃতিক গ্যাসে ইথিলিন থাকে। পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়।
ইথিলিনের ব্যবহার :
1. কাঁচা ফল পাকাবার জন্য |
পলিথিন প্রস্তুতিতে |
2. শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে |
অ্যাসিটিলিনের উৎস :
1. কোলগ্যাসে অতি সামান্য অ্যাসিটিলিন থাকে |
2. সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড এবং জলের বিক্রিয়ায় অ্যাসিটিলিন পাওয়া যায় |
3. প্রাকৃতিক গ্যাসকে 1500⁰C তাপমাত্রায় বিয়োজিত করে অ্যাসিটিলিন তৈরি হয় |
অ্যাসিটিলিনের ব্যবহার :
1. কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোক
সৃষ্টির জন্য এবং ঝালাইয়ের কাজে অক্সি-অ্যাসিটিলিন শিখা সৃষ্টির জন্য অ্যাসিটিলিন ব্যবহৃত হয়।
2. প্লাস্টিক, কৃত্রিম রবার প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়।
LPG এর উপাদান :
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) হল হালকা হাইড্রোকার্বন যৌগের মিশ্রণ।এটি 48% প্রোপেন, 50% বিউটেন এবং 2% পেন্টেনের মিশ্রণ।
LPG এর ব্যবহার :
জ্বালানি হিসেবে রন্ধন কার্যে, গাড়িতে ও ভবনের তাপমাত্রা বৃদ্ধিতে (HVAC) ব্যবহৃত হয়।
CNG এর উপাদান :
CNG হল “কম্প্রেসড ন্যাচারাল গ্যাস” এর সংক্ষিপ্ত রূপ। CNG-র প্রধান উপাদান মিথেন। এটি বেশিরভাগ মিথেন দ্বারা গঠিত তবে অল্প পরিমাণে ইথেন এবং প্রোপেন দ্বারা গঠিত।
CNG এর ব্যবহার :
প্রধানত জ্বালানী হিসাবে ব্যবহার হয় ৷ বিভিন্ন যানবাহনে, বিভিন্ন শিল্পে জ্বালানী হিসাবে ব্যবহার করা হয় |
মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া :
প্রশ্ন : মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াটি উল্লেখ করো। অথবা, বিক্ষিপ্ত সূর্যলোকে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী ? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। [ME 2011, 2018]
অনুরূপ প্রশ্ন : কীভাবে পরিবর্তিত করবে?
CH4➝ CH3CI [ME 2014]
উত্তর : প্রতিস্থাপন বিক্রিয়া :বিক্ষিপ্ত সূর্যা- লোকে ক্লোরিন ধীরে ধীরে মিথেনের চারটি হাইড্রোজেন পরমাণুকে একে একে প্রতি- স্থাপিত করে সর্বশেষে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে।

ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন এর বিক্রিয়া :
প্রশ্ন : হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া লেখো | অথবা, ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ার শর্তসহ সমীকরণ লেখো | অথবা, শর্তসহ ইথিলিনের হাইড্রোজে – নেশন বিক্রিয়া কীভাবে সংঘটিত হয় বিক্রিয়া সহ লেখো | MP 2011, 2014
অথবা, কীভাবে পরিবর্তন করবে :
H2C ═ CH2 ➝ CH3 – CH3
উত্তর :

ব্রোমিনের সাথে ইথিলিনের বিক্রিয়া :
প্রশ্ন : ব্রোমিনের সাথে ইথিলিনের বিক্রিয়াটি লেখো | অথবা, কীভাবে পরিবর্তিত করবে : H2C ═ CH2 ➝BrCH2CH2Br [MP 2010,2014]
অথবা, ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত করে ঐ দ্রবণের মধ্য দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কী ঘটে ?
অথবা, শর্তসহ ইথিলিনের যুত বিক্রিয়ার উদাহরণ দাও |
অথবা, কীভাবে প্রমাণ করবে যে, ইথিলিন একটি অসম্পৃক্ত যৌগ |
অথবা, একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4 | এটি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিনের বর্ণকে বর্ণহীন করে | জৈব যৌগটিকে শনাক্ত করো | MP 2016
উত্তর :

প্রশ্ন : কীভাবে পরিবর্তিত করবে :
HC≡ CH➝Br2CHCHBr2
অথবা, HC≡ CH➝Br2HC- CHBr2
অথবা, কীভাবে প্রমাণ করবে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ |
অথবা, ব্রোমিনের সাথে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়া সমীকরণ সহ লেখো |
অথবা, তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কী চাক্ষুষ পরিবর্তন ঘটে সমীকরণ সহ লেখো | MP 2015
উত্তর :

প্রশ্ন : অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শর্ত সহ সমীকরণ লেখো | MP 17
অথবা, অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশন বিক্রিয়া কীভাবে ঘটে সমীকরণসহ লেখো |
অথবা, কীভাবে পরিবর্তিত করবে :
HC≡ CH➝H3C–CH3
উত্তর :

প্রশ্ন : বায়ুতে বা অক্সিজেনের উপস্থিতিতে মিথেনের দহনে কী উৎপন্ন হয়? বিক্রিয়ার সমীকরণ দাও। এই বিক্রিয়ার গুরুত্ব কী?
[ME 2019, 2012, 2009]
উত্তর : মিথেনের দহন : মিথেন সহজদাহ্য পদার্থ। অতিরিক্ত বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে অগ্নিসংযোগ করলে মিথেন জ্বলে উঠে কার্বন-ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে এবং প্রচুর তাপশক্তি নির্গত হয়।
CH4 + 2O2 ➙CO2 + 2H2O + 213 kcal/mol
গুরুত্ব : এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদক বিক্রিয়া তাই মিথেন তাপ উৎপাদক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।