মগ্নচড়ার বৈশিষ্ট্য ও গুরুত্ব

মাধ্যমিক ভূগোল সাজেশান

মগ্নচড়ার সংজ্ঞা :

উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সাথে বয়ে আসা হিমশৈল গলে যায় এবং হিমশৈলের মধ্যে থাকা নুড়ি, কাঁকর, বালি ও কাদা প্রভৃতি অগভীর সমুদ্রে ক্রমাগত সঞ্চয়ের ফলে যে চড়া সৃষ্টি করে, তাকে মগ্নচড়া বলে।

• মগ্নচড়া গুলি বাণিজ্যিক মৎস্যচরণ ক্ষেত্র হিসাবে বিশ্বব্যাপী জনপ্রিয় |


মগ্নচড়ার বৈশিষ্ট্য :

a) উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে সৃষ্টি হয়।
b) বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র হিসেবে শ্রেষ্ঠ।
c) এখানে প্লাংটন জন্মায় ও মাছের আগমন ঘটে।
d) অগভীর হওয়াই মৎস্য শিকারে সুবিধা এখানে |

মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্ব :

a) মগ্নচড়া অঞ্চলে সামুদ্রিক মাছের সমাবেশ ঘটে।
b) অগভীর হওয়ায় মৎস্য আহরণে সুবিধা।
c) বিশাল মৎস্য চারণ ক্ষেত্র গড়ে ওঠে।
d) বাণিজ্যিক ক্ষেত্রে মৎস্যের গুরুত্ব বৃদ্ধি পায়।
e) মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন।

* মগ্নচড়ার উদাহরণ :

আটলান্টিক মহাসাগরের সৃষ্ট ‘গ্র্যান্ড ব্যাংক’ পৃথিবীর একটি বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়া।
(MP-2023) গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া টি নিউ ফাউন্ডল্যান্ড এর পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত, যার গভীরতা 90 মিটার, ক্ষেত্রমান 96 হাজার বর্গ কিমি। শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের
মিলনস্থলে ‘গ্র্যান্ড ব্যাংক’ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয়েছে।

Key Note :

  • গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। 
  • ‘গ্র্যান্ড ব্যাংক’ মগ্নচড়াটি সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে। 
  • গ্র্যান্ড ব্যাংক হল পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য চারণক্ষেত্র।
  • গ্র্যান্ড ব্যাংক কড মাছ শিকার কেন্দ্র হিসেবে বিখ্যাত।
  • ‘ডগার্স ব্যাংক’ মগ্নচড়াটি আছে-উত্তর সাগরে।

গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণে বিখ্যাত কেন ? মগ্নচড়াতে মৎস্য চারণ ক্ষেত্র গড়ে ওঠার কারণ

অগভীর মহীসোপান: মগ্নচড়া অঞ্চলে জলের গভীরতা (200 মিটারের কম) হওয়ায় মৎস্যাহরণে সুবিধা হয়।

সূর্যের আলো প্রবেশ: জলের গভীরতা কম থাকায় সহজে সূর্যের আলো প্রবেশ করতে পারে।

প্লাংটন জন্মায়: মগ্নচড়া অঞ্চলে পর্যাপ্ত গভীরতা ও অনুকূল তাপমাত্রায় মাছের প্রিয় খাদ্য প্লাংটন প্রচুর জন্মায়।

মাছের খাদ্যের যোগান: মগ্নচড়াতে প্লাংটন ছাড়াও হিমশৈল বাহিত পদার্থে মাছের খাদ্যের যোগান মেলে।

ডিম পাড়ার আদর্শ জায়গা: পর্যাপ্ত গভীরতা ও উষ্ণতা থাকায় মগ্নচড়া গুলি মাছের ডিম পাড়ার উপযুক্ত স্থান।

Comments 4

Rlearn Education