মরু অঞ্চলের প্রসারণ বা মরুকরণ |Expansion of desert

মরু বিস্তারণ বা মরু অঞ্চলের সম্প্রসারণ বা মরুকরণ : মাধ্যমিক ভূগোল

মরু অঞ্চলের প্রসারণ বা মরুকরণ (Expansion of desert) :

যে প্রক্রিয়ায় পৃথিবীর উষ্ণ মরুভূমির প্রান্তভাগে পার্শ্ববর্তী এলাকাসমূহে বা মরু- সংলগ্ন অঞ্চলে অবস্থিত প্রায় শুষ্ক অঞ্চলগুলি মরুভূমিতে রূপান্তরিত হয়ে মরুভূমির আয়তন বৃদ্ধি হয়, সেই প্রক্রিয়াকে মরুকরণ বলে । কোথাও প্রাকৃতিক কারণে, আবার কোথাও মানুষের ক্রিয়াকলাপে মরুভূমির সম্প্রসারণ ঘটে ।

মরুভূমির সম্প্রসারণ বলতে বোঝায় মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চল জমির উর্বরতা হারিয়ে মরুতে রূপান্তর।

মরু সম্প্রসারণের কারণ :

  • বিশ্ব উষ্ণায়ন মরু সম্প্রসারণের অন্যতম প্রধান কারণ।
  • অত্যধিক পশুচারণ (পশ্চিম সাহারা অঞ্চলে এই কারণে সম্প্রসারণ হচ্ছে)।
  • নির্বিচারে অরণ্য ধ্বংস।
  • কৃষিজমিতে অবৈজ্ঞানিক জলসেচ ও কর্ষণসহ নানা কারণে সাহারা, থরসহ পৃথিবীর বিভিন্ন মরুভূমির আয়তন বৃদ্ধি পাচ্ছে।

মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায় :

জলাশয় ও চেক ড্যাম সংরক্ষণ :
মরুভূমিতে সামান্য বৃষ্টি ধরে রাখার জন্য জলাশয় ও চেক ড্যামের সংরক্ষণ প্রয়োজন।

আস্তরণ সৃষ্টি : মরুভূমির বালির ওপর প্লাস্টিকের চাদরের মতো আবরণ সৃষ্টি করা প্রয়োজন, যাতে বালি মরুভূমির আশপাশের এলাকা গ্রাস করতে না পারে।

অগভীর কর্ষণ : মরু অঞ্চলে কৃষিকাজ করার জন্য মৃত্তিকার ওপর হালকা করে কর্ষণ করতে হবে। এতে মৃত্তিকাক্ষয় কম হয়।


খরা প্রতিরোধী উদ্ভিদের চাষ: মরুভূমির সর্বত্র খরা প্রতিরোধী উদ্ভিদ (মুথা ঘাস, শুঁটি জাতীয় গাছ) ব্যাপক আকারে চাষ করতে হবে।

সবুজ অরণ্য প্রাচীর : মরুভূমি ও তার প্রান্তভাগে দীর্ঘ শিকড়যুক্ত গাছ লাগানো দরকার। সাহারা মরুভূমিতে এরূপ একটি সবুজ অরণ্য প্রাচীর গড়ে তোলার কাজ চলছে। ভারতের কেন্দ্রীয় মরু গবেষণাগার এই ব্যাপারে উল্লেখযোগ্য কাজ করছে |

Rlearn Education