মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশান
মৌল সমূহের পর্যাবৃত্ত ধর্ম :
Q . মৌলের ধর্মের পর্যাবৃত্ততা কাকে বলে ? উদাহরণ দাও | (Periodicity of elements)
অথবা,
মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝো ? একটি উদাহরণসহ লেখো | (মাধ্যমিক পরীক্ষা- 2017 )
Ans : আধুনিক পর্যায় সূত্রানুসারে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে এক মৌল থেকে অন্য মৌলে কয়েকটি ধর্মের পরিবর্তন ঘটে এবং নিয়মিত একটি সংখ্যার ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি লক্ষ করা যায় অর্থাৎ, মৌলগুলির ধর্মের পরিবর্তন পর্যায়নুক্রমিক হয় | এই ঘটনাকে মৌলগুলির পর্যাবৃত্তি বলে এবং এই ধর্মগুলিকে মৌলগুলির পর্যাবৃত্ত ধর্ম বলে |
উদাহরণ : পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ হল পরমাণুর আকার, তড়িৎ ঋনাত্মকতা, জারণ-বিজারণ ধর্ম, আয়নন বিভব বা আয়োনাইজেশন শক্তি, ধাতব – অধাতব চরিত্র প্রভৃতি |
Q. মৌলের ধর্মের পর্যাবৃত্ততার কারণ কী ? একটি ধর্মের উল্লেখ করো যা পর্যায়গত ধর্ম নয় | MP -2017
উত্তর : মৌল সমূহের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্কের নিয়মিত ব্যবধানে তাদের যোজ্যতা কক্ষের বিন্যাসের সদৃশতা ঘটে বলে পর্যাবৃত্তি সৃষ্টি হয় |
তেজস্ক্রিয়তা ধর্ম মৌলের পর্যায়গত ধর্ম নয় |
Q. নীচের কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয় ? MP 2020
i) ঘনত্ব ii) গলনাঙ্ক iii) স্ফুটনাঙ্ক iv) তেজস্ক্রিয়তা |
Q. পর্যায় – সারণিতে মৌলের আয়নীভবন বিভবের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো |
উত্তর : i) কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে আয়নন বিভব বৃদ্ধি পায় |
ii) কোনো শ্রেণির নীচের দিকে গেলে আয়নীভবন বিভাবের মান হ্রাস পায় |
Q. পর্যায় – সারণিতে মৌলের তড়িৎ- ঋনাত্মকতার পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো |
উত্তর : i) পর্যায়- সারণির কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির তড়িৎ-ঋনাত্মকতা ক্রমশ বাড়তে থাকে |
ii) পর্যায়- সারণির কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে মৌলগুলির তড়িৎ- ঋনাত্মকতা ক্রমশ কমতে থাকে |
Q. পর্যায় – সারণিতে মৌলের জারণ- বিজারণ ধর্মের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা লেখো |
উত্তর : i) পর্যায়- সারণির কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির জারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিজারণ ক্ষমতা হ্রাস পায় |
ii) পর্যায়- সারণির কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে মৌলগুলির বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং জারণ ক্ষমতা হ্রাস পায় |