উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় : হরমোন

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর : মান- 1

1] অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন্ হরমোন ? MP 2009, 2012

উত্তর- অক্সিন হরমোন |

2] অক্সিন হরমোনের দুটি উৎস লেখো | MP 2003, 2008, 2012

উত্তর- মূল ও কান্ডের অগ্রস্থ ভাজক কলা এবং বর্ধনশীল পাতা |

3] বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরামান ? মাধ্যমিক 2008

উত্তর – অক্সিন |

4] কোশের সাইটোপ্লাজমের বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো ? Madhyamik 2012

উত্তর – সাইটোকাইনিন |

5] একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখো | MP 2009

উত্তর – IAA ( ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ) |

6] একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো | MP 2013

উত্তর- IAA ( ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ) |

7] IBA এর পুরো নাম কী ? MP 2014

উত্তর- ইন্ডোল বিউটারিক অ্যাসিড |

8] NAA এর পুরো নাম কী ? MP 2014

উত্তর- ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড |

9] IPA এর পুরো নাম কী ? MP 2014

উত্তর- ইন্ডোল প্রোপিয়োনিক অ্যাসিড |

10] উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন পদ্ধতিকে কী বলা হয় ? MP 2012

উত্তর- পার্থেনোকার্পি |

11] অগ্রমুকুলের বৃদ্ধি তরান্বিত করে কোন হরমোন ? MP 2014

উত্তর – IAA  ( অক্সিন ) |

12] উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনের নাম কি ? MP 2012, 2014, 2016

উত্তর- অক্সিন |

13] উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে কোন হরমোন ? MP 2013

উত্তর- জিব্বেরেলিন |

14] বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে কোন হরমোন ? MP 2018

উত্তর- জিব্বেরেলিন |

15] উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে কোন হয়মোন ? MP 2017

উত্তর- সাইটোকাইনিন |

16] উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন ? MP 2013

উত্তর- জিব্বেরেলিন |

17] ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন ? MP 2012

উত্তর- ফ্লোরিজেন |

18] উদ্ভিদের জরা বা বার্ধক্য বিলম্বকারী হরমোনের নাম লেখো | MP 2011

উত্তর- সাইটোকাইনিন |

19] উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় কোন হরমোন ? MP 2022

উত্তর- জিব্বেরেলিন |

20] পরিণত বীজে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায় ? MP 2015

উত্তর- জিব্বেরেলিন |

21] মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন হরমোন ? MP 2005

উত্তর- জিব্বেরেলিন |

22] পাতার ক্লোরোফিল বিনষ্টকরণে বিলম্বিত করে কোন হয়মোন্ ? অথবা, ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন ? MP 2006

উত্তর- সাইটোকাইনিন |

23] কাঁচাফল পাকাতে সাহায্য করে কোন কৃত্রিম গ্যাসীয় হরমোন ? MP 2007

উত্তর- ইথিলিন |

24] DNA রেপ্লিকেশন ত্বরান্বিত করে কোন হরমোন ? MP 2001

উত্তর- সাইটোকাইনিন |

25] পিউরিন জাতীয় ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কী ? MP 1999

উত্তর- সাইটোকাইনিন |

26] নাইট্রোজেনবিহীন একটি আম্লিক হরমোনের নাম লেখো | MP 1998

উত্তর- উত্তর- জিব্বেরেলিন |

27] নারকেল বা ডাবের জল, ভুট্টার শস্য এবং টম্যাটোর রসে কোন হরমোন পাওয়া যায় ? MP 1996

উত্তর- সাইটোকাইনিন |

28] পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি তরান্বিত করে কোন হরমোন ? MP 1995

উত্তর- সাইটোকাইনিন |

29] কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন হরমোন সংশ্লেষিত হয় ? MP 2000

উত্তর- ট্রিপটোফ্যান |

30] উদ্ভিদের বৃদ্ধি প্রতিরোধক এবং বীজের অঙ্কুরোদগমে বাধাদান করে কোন হরমোন ? MP 1997

উত্তর- অ্যাবসিসিক অ্যাসিড (ABA ) |

31] শাখাকলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে সাহায্য করে কোন কৃত্রিম হরমোন ? MP 2010

উত্তর- IBA , NAA

32] অপরিণত ফলের মোচন রোধে সাহায্য করে কোন কৃত্রিম হরমোন ? MP 2009

উত্তর- 2, 4 – D  ( ডাই -ক্লোরো ফেনেক্সি অ্যাসেটিক অ্যাসিড )

33] আগাছা নাশক হিসাবে ব্যবহার হয় করে কোন কৃত্রিম হরমোন ? MP 2008

উত্তর- 2, 4 – D  ( ডাই -ক্লোরো ফেনেক্সি অ্যাসেটিক অ্যাসিড ) | এবং MCPAA ( মিথাইল ক্লোরো ফেনেক্সি অ্যাসেটিক অ্যাসিড ) |

West Bengal Madhyamik Life Science Short type questions| Madhyamik short questions answers|WBBSE Life Science suggestion| Madhyamik Life Science Short type Questions Answer| Class Ten Life Science suggestion| Tenth Class Life Science Suggestion| Madhyamik Life Science MCQ

Rlearn Education