মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশান 2024

Madhyamik Physical Science Suggestion 2024

Poribeser Jonno Bhabna Madhyamik Suggestion 2024

পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের সাজেশান :

প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে । যেটি ঠিক সেটি লেখো ।

1.1 নীচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ?

(a) মিথেন (b) জলীয়বাষ্প (c) কার্বন ডাইঅক্সাইড (d) অক্সিজেন মাধ্যমিক 2017

Ans. (d) অক্সিজেন |

1.2 গ্রীন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি ? মাধ্যমিক 2018

(a) N2O
(b) CH4
(c) CO2
(d) H2O বাষ্প

Ans. CO2 |

1.3 নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ? মাধ্যমিক 2019

(a) N2
(b) O2
(c) CH4
(d) He

Ans. (c) CH4

1.4 নীচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না ? মাধ্যমিক 2020

(a) NO (b) NO2 (c) CFC (d) CO2

Ans. (d)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও |

2.1 কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় ? মাধ্যমিক 2020

অথবা

বায়ুতে উপস্থিত কোন গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে ।মাধ্যমিক 2020

Ans. কোল বেড থেকে জ্বালানি গ্যাস মিথেন আহরণ করা হয়।

অথবা, বায়ুতে CO2 এর পরিমাণ বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে।

2.2 একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায় । মাধ্যমিক 2020

Ans. সৌরশক্তি হল এমন একটি শক্তি উৎস যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়।

2.3 জ্বালানির তাপন মূল্যের একক লেখো অথবা, স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে ? মাধ্যমিক 2019

Ans. জ্বালানির তাপন মূল্যের একক হল কিলোজুল/কেজি।

অথবা, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উয়তা বাড়ে।

2.4 ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ? মাধ্যমিক 2019

Ans. ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির (UV ray) ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।

2.5 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো । অথবা ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO -এর ভূমিকা কী ? মাধ্যমিক 2018

Ans. বাযোগ্যাসের ব্যবহার: রান্নার কাজে জ্বালানি হিসেবে বায়োগ্যাস ব্যবহৃত হয়।

অথবা , ওজোন স্তরে ওজোন অণুর সাথে NO নিম্নলিখিতরূপে বিক্রিয়া করে: NO+O2→NO2+O2
এর ফলে ওজোন স্তরে ওজোনের বিয়োজন ঘটে।

2.6 কাঠ কয়লা, পেট্রোল ও ইথানলের এর মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি ? মাধ্যমিক 2018

Ans. প্রদত্ত জ্বালানিগুলির মধ্যে পেট্রোল জীবাশ্ম জ্বালানি |

2.7 ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ______ । [শূন্যস্থান পূরণ করো] অথবা, ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো । মাধ্যমিক 2017

Ans. কমে; অথবা, ভূ-উয়তা বৃদ্ধির জন্য নানা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু পারব হবে, যার ক্ষতিকর প্রভাব কৃষিক্ষেত্র ও জীবজগতের ওপর পড়বে।

2.8 UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুয়োরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় ? মাধ্যমিক 2017

Ans. ক্লোরিন |

2.9) বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

উঃ আয়নোস্ফিয়ার-এ।

2.10) বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ, ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি সৃষ্টি হয়?

উঃ ট্রপোস্ফিয়ারে।

2.11) বায়ুমণ্ডলের কোন স্তুর সবচেয়ে শীতলতম?

উঃ মেসোস্ফিয়ার।

2.12) বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন অবস্থান করে?

উঃ এক্সো স্ফিয়ারে |

2.13) ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে?

উঃ ডবসন এককে।

2.14) কে, কবে সর্বপ্রথম ওজোন স্তর লক্ষ করেন?

উঃ হেনরি বুইসন, 1913 খ্রিস্টাব্দে।

2.15) প্রধান গ্রিনহাউস গ্যাস এর নাম কী?

উঃ কার্বন ডাইঅক্সাইড।

2.16) জৈব গ্রিন হাউস গ্যাসের নাম ?

উত্তর : মিথেন |

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও |

3.1) কোনো জ্বালানির তাপনমূল্য বলতে কী বোঝায় ? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি ? মাধ্যমিক 2017

Ans. জ্বালানির তাপনমূল্য (Calorific value): 1kg ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা 1m3
আয়তনবিশিষ্ট কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যান জ্বালানির তাপনমূল্য। তাপনমূল্যের SI একক Jkg−1

কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপনমূল্য বেশি।

3.2) মিথেন হাইড্রেট কী ? মাধ্যমিক 2018

Ans. মিথেন হাইড্রেট হল কেলাসাকার কঠিন পদার্থ যেখানে মিথেন অণুগুলি জলের অণু দ্বারা সৃষ্ট কেলাস-গঠনের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে| এর সংকেত 4CH4.23H2O
| উপযুক্ত উষ্ণতা এবং চাপেই কেবল এর অস্তিত্ব বজায় থাকে।

3.3) স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী ? মাধ্যমিক 2019

Ans. স্থিতিশীল উন্নয়নের ধারণা: ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানবজাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আহরণ ও ব্যবহার করা হয়, তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। এটি হল পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদি সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা, যার মাধ্যমে একদিকে যেমন জনগণের চাহিদা মেটে ও নাগরিক সুবিধা বৃদ্ধি পায়, অপরদিকে তেমনি প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ অব্যাহত থাকে।

3.4) বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণ সহ লেখো । মাধ্যমিক 2020

Ans. বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ট্রোপোস্ফিয়ারের চাপ সবচেয়ে বেশি। এর কারণ বায়ুমণ্ডলের উপাদানের বেশিরভাগই ট্রোপোস্ফিয়ারে অবস্থান করায় এখানে চাপ সবচেয়ে বেশি হয়।

3.5) ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগগুলি কী?

উঃ ক্লোরোফ্লুরোকার্বন (CFC), নাইট্রাস অক্সাইড (N2O), হ্যালোন, কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরোইথেন প্রভৃতি।

3.6) পরিবেশের উপর ওজোন স্তর ধ্বংসের প্রভাব উল্লেখ করো।

উঃ পৃথিবীকে ঘিরে থাকা ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এই স্তরের ক্ষতি হওয়ার ফলে বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এর ফলস্বরূপ-

(i) পৃথিবীতে উষ্ণতার বৃদ্ধি ঘটবে।

(ii) চামড়ার ক্যান্সার, সান-বার্ন, চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়বে।

(iii) উদ্ভিদের ক্ষতি হবে।

(iv) জলে থাকা জীব (যেমন- অ্যালগি, অ্যারকি, ব্যাকটেরিয়া) কমে যাবে।

3.7) গ্রিনহাউস গ্যাস কাকে বলে? গ্রিনহাউস গ্যাসগুলি কী কী?

উঃ বায়ুমণ্ডলে উপস্থিত যে সমস্ত গ্যাস ভূপৃষ্ঠ থেকে নির্গত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট ইনফ্রারেড রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাদের গ্রিনহাউস গ্যাস বলে।

কয়েকটি গ্রিনহাউস গ্যাস হল- কার্বন ডাইঅক্সাইড (CO2), নাইট্রাস অক্সাইড (N2O), মিথেন (CH4), ক্লোরোফ্লুরোকার্বন (CFC) প্রভৃতি।

3.8) গ্লোবাল ওয়ার্মিং পরিবেশের উপর কী কী প্রভাব বিস্তার করতে পারে?

উঃ ভবিষ্যতে পরিবেশের উপরে বিশ্ব উষ্ণায়ন এর সম্ভাব্য প্রভাব-

১) আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটবে। প্রবল বন্যা, খরা, ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি হবে।

২) মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে উপকূলবর্তী এলাকাগুলিকে ডুবিয়ে দেবে।

৩) বিভিন্ন ধরনের জীবাণুঘটিত রোগের প্রাদুর্ভাব ঘটবে।

3.9) গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে?

উঃ গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হওয়া কমাতে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিতে হবে-

১) জীবাশ্ম জ্বালানি, যেমন- কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটার শক্তিকে কাজে লাগাতে হবে।

২) বনভূমিকে রক্ষা করতে হবে, নতুন করে বনসৃজন করতে হবে এবং কাঠের বিকল্প পদার্থের ব্যবহারকে জনপ্রিয় করতে হবে।

৩) বিভিন্ন জৈব বর্জ্য পদার্থকে জৈবসারে রূপান্তরিত করে সেগুলি ব্যবহার করতে হবে।

৪) ক্লোরোফ্লোরো কার্বন বা CFC-এর উৎপাদন বন্ধ করতে হবে।

3.10) বায়ো ফুয়েল কী?

উঃ কাঠ, কৃষিজ বর্জ্য, গোবর প্রভৃতি জৈব পদার্থ জ্বালানি রূপে ব্যবহৃত হওয়ায় এদের বায়োফুয়েল বলে।

3.11) বায়োমাস কাকে বলে?

উঃ উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বায়োমাস বলে। যেমন-কাঠ, গোবর কৃষিজ বর্জ্য প্রভৃতি।

3.12) জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? এর উপাদানগুলি কী কী?

উঃ গোবর, কৃষিজ বর্জ্য পদার্থ, পৌর আবর্জনা প্রভৃতি থেকে ব্যাকটেরিয়ার পচনের দ্বারা যে গ্যাস উৎপন্ন হয় তা বায়োগ্যাস নামে পরিচিত।

বায়োগ্যাসের প্রধান উপাদানগুলি হল মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ও হাইড্রোজেন সালফাইড।

3.13) বায়োগ্যাসের কয়েকটি ব্যবহার উল্লেখ করো।

উঃ বায়োগ্যাসের ব্যবহারগুলি হল-

১) বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়।

২) আলো জ্বালানোর জন্য বায়োগ্যাস ব্যবহার করা হয়।

৩) বায়োগ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

3.14) ওজোন স্তর ধ্বংসের কারণ আলোচনা কর।

উঃ বর্তমানে প্রচুর পরিমাণে উৎপাদিত ক্লোরোফ্লুরোকার্বুন (CFC), নাইট্রাস অক্সাইড (N2O), হ্যালোন, কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরোইথেন প্রভৃতির সংস্পর্শে ওজোন স্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এই সমস্ত যৌগগুলি উপরে উঠে ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করে। এর ফলে কুমেরু ও সুমেরু অঞ্চলের ওপরের ওজোন স্তরে বড়ো আকারের গহ্বরের সৃষ্টি হয়েছে।

CFCl3 (CFC) + অতিবেগুনি রশ্মি → Cl + CFCl2, Cl + O3 →ClO + O2, ClO + O3 → Cl + 2O2,

Comments 2

Rlearn Education