Poribeser Jonno Bhabna | Madhyamik Physical Science Suggestion
পরিবেশের জন্য ভাবনা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হল |
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. ওজোনস্তরকে ক্ষয় করে না — CO2 ( wbbse Model Question Paper,MP 2020 )
2. গ্রিনহাউস গ্যাস নয়— অক্সিজেন [ O2 ]
MP 2017
3. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসের অবদান সবচেয়ে বেশি— CO2 [MP 2018]
4. কোন্ গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে— CH4 [MP 2019]
5. বায়ুমন্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি—- ট্রপোস্ফিয়ার [MP 2022]
6. গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী রশ্মি— অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি | [ পর্ষদ নমুনা প্রশ্ন ]
7. বায়ুমন্ডলের কোন্ স্তরে ঝড় ও বৃষ্টি হয় — ট্রপোস্ফিয়ার (পর্ষদ নমুনা প্রশ্ন ) |
8. বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কী বলা হয় ? (পর্ষদ নমুনা প্রশ্ন)
উত্তর : মিথোনোজেনিক ব্যাকটেরিয়া |
9. স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতার কি হয় ? WBBSE Model Question Paper
উত্তর : বাড়ে |
10. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতার কি হয় ? [ MP 2017]
উত্তর : হ্রাস পায় |
11. . ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। [MP 2017]
Ans. হিমবাহের বরফ গলে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়।
12. UV-রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন্ পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? [MP 2017 ]
Ans. সক্রিয় ক্লোরিন (CI) পরমাণু।
13.বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।
[MP 2018]
Ans. বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহৃত হয়।
14. ওজোনস্তরে ওজোনের বিয়োজনে NO-এর ভূমিকা কী ? [MP 2018]
Ans. NO, O3-এর সঙ্গে বিক্রিয়া করে ওজোনস্তরের ঘনত্ব হ্রাস করে। NO + O3 → NO2 + O2
15. কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোন্টি জীবাশ্ম জ্বালানি? [MP 2018]
Ans. পেট্রোল।1
16. জ্বালানির তাপনমূল্যের একক লেখো। [MP 2019]
Ans. জুল/কেজি (SI) এবং ক্যালোরি/গ্রাম (CGS)।
17. স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে ? [MP 2019]
Ans. উষ্ণতা বাড়ে |
18. ওজোনস্তর সূর্য থেকে আগত কোন্ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ? [MP 2019]
Ans. অতিবেগুনি রশ্মি (UV-রশ্মি)।
19. কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? [ MP 2020 ]
Ans. মিথেন (CH4) গ্যাস।
20. বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। [ MP 2020 ]
Ans. কার্বন ডাইঅক্সাইড (CO2) |
21. একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। [MP 2020 ]
Ans. সৌরশক্তি।
22. জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো। [MP 2022]
Ans. বায়োগ্যাস।
23. বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। [MP 2022]
Ans. কার্বন ডাইঅক্সাইড (CO2) |
24. ওজোনস্তর সূর্য থেকে কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত আগত করে। [ MP 2022]
Ans. অতিবেগুনি রশ্মি।
25. বায়োগ্যাসের উপাদানগুলি লেখো। [ Test Paper ]
Ans. মিথেন, CO2, H2, এবং সামান্য পরিমাণ জলীয় বাষ্প |
26. একটি বায়োফুয়েলের উদাহরণ দাও। [Test Paper]
Ans. বায়োইথানল।
27. মিথেন হাইড্রেটের সংকেত লেখো। [Test Paper]
Ans. 4CH4. 23H2O |
28. কাঠ, LPG, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য সবচেয়ে বেশি ? [Test Paper]
Ans : LPG
29. একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো | [Test Paper]
Ans : মিথেন [CH4] |
30. সৌরকোশে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কী ? [Test Paper]
Ans : সিলিকন |
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোনস্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। WBBSE Model Question Paper
2. কোনো জ্বালানির তাপনমূল্য বলতে কী বোঝায় ? কয়লা ও ডিজেলের মধ্যে কোন্টির তাপনমূল্য বেশি? MP 2017
3. মিথেন হাইড্রেট কী ? MP 2018
4. স্থিতিশীল উন্নয়নের ধারণা কী? MP 2019
5. বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোন্টিতে চাপ সব থেকে বেশি কারণসহ লেখো।
MP 2020
6. বিশ্ব উষ্ণায়ন কী? MP 2022
7. ওজোনস্তর ধ্বংসে NO এবং NO2 এর ভূমিকা কী ?
8. ওজোনস্তর ধ্বংসে CFC-এর ভূমিকা কী? [Test Paper]