পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব | মাধ্যমিক ভূগোল

প্রশ্ন : পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। ★★ [Madhyamik Examination 2019]

উত্তর : পৃথিবীতে প্রতিদিন ক্ষতিকারক বর্জ্য পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই বর্জ্য পদার্থ যেমন পরিবেশ দূষণ ঘটায় তেমনি
জনস্বাস্থ্যেরও মারাত্মক ক্ষতিসাধন করে। যেমন—



● মৃত্তিকার ওপর বর্জ্যের প্রভাব : বিভিন্ন বর্জ্য পদার্থ মৃত্তিকাকে দূষিত করে।
যেমন—

  • (i) আমাদের ব্যবহার্য কীটনাশক, ডিটারজেন্ট, বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে মিশে মাটির গুণাগুণ নষ্ট করে।
  • (ii) শিল্পজাত পদার্থ যেমন— পারদ, সিসা, দস্তা, পটাশিয়াম, ক্রোমিয়াম, তামা প্রভৃতি দূষিত ধাতব পদার্থ মাটির উপকারী জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করে মাটির গুণমান নষ্ট করে।
  • (iii) পলিথিন, প্লাস্টিক প্রভৃতি মাটিতে জলের অনুপ্রবেশ রোধ করে।
  • (iv) বিভিন্ন তৈলজাত পদার্থ মাটিতে মিশলে বা মাটির ওপর বহুদিন ধরে বর্জ্য স্তূপ আকারে থাকলে মাটি দূষিত হয়। মাটির দূষণের প্রভাব উদ্ভিদের মাধ্যমে খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে এবং বাস্তুতন্ত্রের চরম ক্ষতিসাধন করে। জীব বিশ্লেষ্য বর্জ্যগুলি অনুজীব দ্বারা বিশ্লেষিত হয়ে মাটিতে মিশে যায় এবং মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করে।

জলের ওপর বর্জ্যের প্রভাব :

পৃথিবীর প্রায় 70% হল জল। তাই বলা যায়, জল পৃথিবীর পরিবেশকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সমুদ্র, নদী, জলাভূমি এমনকি পুকুরও হয়ে উঠেছে বর্জ্য পদার্থ জমা হওয়ার জায়গা। এর ফলে জল দূষিত হয়ে যাওয়ায় জলজ প্রাণীর অপমৃত্যু ঘটছে, তাদের বংশবিস্তার ব্যাহত হচ্ছে। এককথায় জলজ বাস্তুতন্ত্র বিপর্যস্ত হচ্ছে। তা ছাড়া মাটির দূষিত পদার্থ বা সংক্রামক তরল মাটির নীচের স্তরে ছুঁয়ে গিয়ে ভৌম জলস্তর – কেও মারাত্মকভাবে দূষিত করছে। বিভিন্ন বিষাক্ত গ্যাসীয় বর্জ্য (সালফার ডাইঅক্সাইড) অম্লবৃষ্টি সৃষ্টি করে পরিবেশের ক্ষতিসাধন করছে।

বায়ুর ওপর বর্জ্যের প্রভাব : মাটি ও জলের ন্যায় বায়ুও বর্জ্য পদার্থের জন্য চরমভাবে দূষিত হয়।

যেমন—

  • (i) বর্জ্য পদার্থের পচনের ফলে নির্গত বিষাক্ত গ্যাস (মিথেন) বায়ুদূষণ ঘটায়।
  • (ii) বর্জ্য পদার্থে আগুন লাগার ফলে উৎপন্ন গ্যাস, ধোঁয়া ও ছাই বায়ুদূষণ ঘটায়।
  • (iii) কলকারখানা ও মোটরগাড়ি থেকে নির্গত বিষাক্ত গ্যাসীয় বর্জ্য পদার্থ (কার্বন- ডাই- অক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি) বায়ুকে চরমভাবে দূষিত করে। এই দূষিত বায়ু পরিবেশ তথা জীবজগতের ওপর বিরূপ প্রভাব বিস্তার করে।

স্বাস্থ্যের ওপর বর্জ্যের প্রভাব :

বর্জ্য পদার্থের কারণে মাটি, জল, বায়ু দূষিত হওয়ার ফলে এবং বিভিন্ন সংক্রামক বর্জ্য পরিবেশে মেশার ফলে নানাধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে।

যেমন— ফুসফুসের রোগ, পেটের বিভিন্ন রোগ (আন্ত্রিক, কলেরা, আমাশয়), জন্ডিস, টাইফয়েড, টিটেনাস, হেপাটাইটিস-বি, চর্মরোগ, কৃমি, চোখের প্রদাহ প্রভৃতি।

দরিদ্র মানুষ, সাফাইকর্মী, যারা ময়লা ঘেটে জীবিকা অর্জন করে তাদের মধ্যে এই সকল রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এ ছাড়া বিভিন্ন তেজস্ক্রিয় বর্জ্য বন্ধ্যাত্ব, স্নায়ুরোগ, বিকলাঙ্গ শিশুর জন্ম, পঙ্গুতা সৃষ্টি, লিউকেমিয়া (ব্লাড ক্যানসার), ম্যালিগন্যান্ট টিউমার, আয়ুহ্রাস প্রভৃতির জন্য চরমভাবে দায়ী।

সবশেষে বলা যায়, যত্রতত্র জমা বর্জ্য পদার্থ গন্ধদূষণের সঙ্গে সঙ্গে দৃশ্যদূষণ ও ঘটায়, পরিবেশের সৌন্দর্য নষ্ট করে এবং মানুষের দেহ মনের অস্বস্তি বাড়িয়ে তোলে।

Rlearn Education