পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা : মাধ্যমিক ভৌতবিজ্ঞান

পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements) অংশের কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তরঃ-

1. কোনো পর্যায়ের বামদিক থেকে ডানদিকে অগ্রসর হলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ
(A) কমে (B) বাড়ে ( C) একই থাকে (D) প্রথমে বাড়ে তারপর কমে ৷

উত্তর : (A) কমে ৷

2. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটি হল
(A) O (B) Cl (C ) F (D) Ne
উত্তর- সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটি হল ( C) F বা ফ্লোরিন।

প্রশ্ন : তড়িৎ ঋনাত্মকতার ক্রমানুসারে সাজাও : O, Te , Se , S

উত্তর : Te < se < S < O

3. কোন মৌলটির জারণ ধর্ম সবচেয়ে বেশি- O / F / N / B.
উঃ- F
4. কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ- O / H / Cl / N
উঃ- O
5. কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়- পরমানুর ব্যাসার্ধ / গলনাঙ্ক / জারণ-বিজারণ/ তড়িৎ ঋণাত্মকতা।
উঃ- গলনাঙ্ক

6. চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা- 30 / 14 / 28 / 10.
উঃ- 10.
7. তৃতীয় পর্যায়ের চ্যালকোজেন মৌলটি হল- As / S / Ge / Sc.
উঃ- S.
8. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা- 14 / 12 / 15 / 13
উঃ- 14

9. কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম- F / Cl / Br / I.
উঃ- I.

10. কোনটি সন্ধিগত মৌল নয়- Fe / Co / Ca / Cr .
উঃ- Ca

11. কোনটি ক্ষার ধাতুর শ্রেণী- IA / IIA / VII B / 0 .
উঃ- IA

12. কোনটি ক্ষার ধাতু নয়- Cs / Rb / K / Al
উঃ- Al

13. দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা- 9 / 13 / 18 / 19 [MP-22]
উঃ- 18

14. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 এর অন্তর্গত Cl (17), I (53), F (9), Br (35) এর জারণ ধর্মের ক্রম হল- [MP-22]
F<Cl<Br<I / Cl>I>F>Br / Cl>F>Br>I / F>Cl>Br>I

উঃ- F>Cl>Br>I

প্রশ্ন : সর্বোচ্চ আয়নন শক্তিসম্পন্ন মৌলের নাম লেখো |

উত্তর : হিলিয়াম (He) |

প্রশ্ন : সর্বাধিক তড়িৎ ঋনাত্মক মৌল কি ? MP 2016 ,MP 2018

উত্তর : ফ্লুরিন (F) |

প্রশ্ন : তীব্রতম তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল কি ?

উত্তর : সিজিয়াম (Cs) |

প্রশ্ন : Li , Rb , K এবং Na কে আয়নাইজেশান শক্তির উর্দ্ধক্রমে সাজাও | মাধ্যমিক 2018

উত্তর : Rb < K < Na < Li

প্রশ্ন : Li , Be , B , N কে তড়িৎ ঋনাত্মকতার ক্রম অনুসারে সাজাও |

উত্তর : Li < Be < B < N

প্রশ্ন : Cl , Br , I , F – হ্যালোজেন মৌলগুলিকে আয়নাইজেশন শক্তির ক্রম অনুসারে সাজাও |

উত্তর : F > Cl > Br > I

পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements) অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ-

1. দীর্ঘ পর্যায়-সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো।
উত্তর: দীর্ঘ পর্যায়-সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম হিলিয়াম(He)।

2. জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম লেখো।
উত্তর – জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম হল সোডিয়াম।

3. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
উত্তর – সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস He।

4. দ্বিতীয় পর্যায়ের তীব্রতম জারক পদার্থটির নাম কী?
উত্তর: দ্বিতীয় পর্যায়ের তীব্রতম জারক পদার্থটির নাম ফ্লোরিন।

5. ‘দুষ্ট মৌল’ (rogue element) কাকে বলে?
উত্তর: হাইড্রোজেন মৌলটিকে ‘দুষ্ট মৌল’ বলে।

6. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম কি?
উত্তর: তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম হল রেডন (Rn)।

7. সাধারণ উষ্ণতায় তরল একটি অধাতব মৌলের নাম লেখো।
উত্তর: সাধারণ উষ্ণতায় তরল একটি অধাতব মৌলের নাম হল ব্রোমিন।

8. একটি হ্যালোজেন মৌলের নাম লেখো।
উত্তর: একটি হ্যালোজেন মৌলের নাম হল ক্লোরিন।

9. পর্যায়-সারণির দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিস্ক্রিয় মৌলটি কি?
উত্তর: পর্যায়-সারণির দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিস্ক্রিয় মৌলটি নিয়ন (Ne)।

10. মেন্ডেলিফের পর্যায় -সারণিতে কটি পর্যায় ও কয়টি শ্রেণি আছে?
উত্তর: মেন্ডেলিফের পর্যায়-সারণিতে সাতটি পর্যায় ও আটটি শ্রেণি আছে।

11. ক্ষার ধাতু গুলিকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত?
উঃ- গ্রুপ- 1
12. মৌল গুলিকে তড়িৎ ঋণাত্মকতার অধঃক্রমে সাজাও- Mg / Cl / Al / P.
উঃ- Cl>P>Al>Mg
13. “ দ্রাব্যতা একটি পর্যায়গত ধর্ম ”- সত্য / মিথ্যা ।
উঃ- মিথ্যা ।
14. O , N ,‌ C , F মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম লেখো।
উঃ- F > O > N > C
15. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কত নম্বর শ্রেণীতে তিনটি ভৌত অবস্থার মৌল একসাথে থাকে ?
উঃ- গ্রুপ- 17
16. দ্বিতীয় পর্যায়ে থাকা ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটি ?
উঃ- Be
17. কোন ক্ষারীয় মৃত্তিকা মৌলটি তেজস্ক্রিয় ?
উঃ- রেডিয়াম (Ra)
8. সন্ধিগত মৌলের একটি বৈশিষ্ট্য লেখো।
উঃ- সন্ধিগত মৌলগুলির সবচেয়ে বাইরের দুটি কক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে না।
9.মৌলের আয়নন শক্তির একক কি ?
উঃ- ইলেকট্রন ভোল্ট (eV) ।
10. কোনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 18 হলে, মৌলটির যোজ্যতা কত ?
উঃ- শূন্য ।
11. অতি দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ সংখ্যা কটি ?
উঃ- 18 টি ।
12. I, Br, Cl, F ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। [MP-22]
উঃ- F>Cl>Br>I
13. হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোণটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক ?
উঃ- ফ্লোরিন (F) ।
14. একটি মুদ্রা ধাতুর নাম লেখো।
উঃ- কপার (Cu)
15. কোন মৌলকে ‘দুষ্ট মৌল’ বলা হয় ?
উঃ- হাইড্রোজেন (H) ।
16. সবচেয়ে হালকা নিস্ক্রিয় গ্যাস কোনটি ?
উঃ- হিলিয়াম (He)
17. পারমানবিক ব্যাসার্ধের ঊর্দ্ধক্রমে সাজাও- Be , F , C , Li .
উঃ- F<C<Be<Li
18. O , Ne , C , Li আয়নীয় শক্তির বৃদ্ধির ক্রম লেখো।
উঃ- Li < C < O < Ne.
19. পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের উল্লেখ করো।
উঃ- তেজস্ক্রিয়তা ।

20. হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলের একটি বৈসাদৃশ্য লেখো।
উঃ- হাইড্রোজেন তীব্র বিজারক কিন্তু হ্যালোজেনগুলি তীব্র জারক।

21. দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান? [MP-22]
উঃ- শ্রেণি 17।

22. ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত? [MP-22]
উঃ- গ্রুপ- 1



পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements) অংশের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরঃ-

***1. আয়নীয় বিভব কাকে বলে ? পর্যায় ও শ্রেনী বরাবর কিভাবে পরিবর্তিত হয় ?
উঃ- সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমানু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দূর্বল্ভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণ রূপে অপসারিত করে পরমানুটিকে একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় নুন্যতম শক্তিকে আয়নীয় বিভব বলে।
একই পর্যায়ের ডান দিক থেকে বাম দিকে গেলে আয়নীয় বিভব ক্রমাগত বৃদ্ধি পায়।
আর, একই শ্রেণী বরাবর উপর থেকে নীচে গেলে আয়নীয় বিভব হ্রাস পায়।

2. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।
উঃ- মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি মৌল গুলির ক্রমবর্ধ্মান পরমানু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।

3. মেণ্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো।
উঃ- মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি মৌল গুলির ক্রমবর্ধ্মান পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।

***4. মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায় ।
উঃ- অন্য কোনো মৌলের পরমানুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায়, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমানুর নিজের দিকে আকর্ষন করার ক্ষমতাকে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলে।


5. ‘পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত’ – কেন ?
উঃ- পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত বিষয়। কারন গ্রুপ-I এর ক্ষারধাতু এবং গ্রুপ-17 এর হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনের ধর্মের অনেক সাদৃশ্য আছে।
ক্ষারধাতুর সঙ্গে সাদৃশ্যঃ-১) ক্ষারধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা 1.
২) হাইড্রোজেন ক্ষারধাতুর মতো বিজারক দ্রব্য এবং উভয়ই অধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে।
৩) হাইড্রোজেন ক্ষারধাতুর মতো একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়।
হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্যঃ- ১) হ্যালোজেনের মতো হাইড্রোজেন ও দ্বি- পরমানুক।
২) হ্যালোজেনের মতো হাইড্রোজেনও ক্ষারধাতুর সঙ্গে বিক্রিয়ায় যৌগ গঠন করে।

6. সন্ধিগত মৌল বলতে কি বোঝায় ? কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমানবিক ব্যাসার্ধ কী একই থাকে ব্যাখ্যা করো।
উঃ- চতুর্থ থেকে সপ্তম পর্যায়ের যে মৌলগুলি আদর্শ মৌলের মধ্যে সন্ধি স্থাপন করে এবং যে মৌলগুলির সবচেয়ে বাইরের দুটি কক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে না, তাদের সন্ধিগত মৌল বলে। তবে কয়েকটি মৌলকে যেমন জিঙ্ক (Zn), ক্যাডমিয়াম (Cd) বিশেষ কারনে সন্ধিগত মৌল বলা হয় না।

কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার ইলেকট্রন সংখ্যা কমে যায়। অর্থাৎ নিউক্লিয়াসের আধান বেড়ে যায় এবং বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষন বৃদ্ধি পায়। ফলে মৌলের পারমানবিক ব্যাসার্ধ হ্রাস পায়।

6. মেণ্ডেলিফের পর্যায় সারণির তিনটি ত্রুটি লেখো।
উঃ- মেণ্ডেলিফের পর্যায় সারণির তিনটি ত্রুটি হলঃ-
১) পর্যায় সারণীতে হাইড্রোজেনের জন্য নির্দিষ্ঠ স্থান স্থির করা সম্ভব হয়নি।
২) কিছু কিছু সমধর্মী মৌলগুলিকে বিভিন্ন গ্রুপে স্থান দেওয়া হয়েছে এবং কিছু কিছু ভিন্ন ধর্মী মৌলকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে।
৩) পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হওয়া সত্বেও মৌলের আইসোটোপগুলিকে একই স্থানে রাখা হয়েছে।

7. মৌল সমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায় ? একটি উদাহরণ দাও।
উঃ- মৌল সমূহের যেসব ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, তাদের পর্যাবৃত্ত ধর্ম বলে। যেমন পারমানবিক ব্যাসার্ধ ।

8. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 মৌলগুলির দুটি সাদৃশ্য উল্লেখ করো। [MP-22]

উঃ- ১) হ্যালোজেনের মতো হাইড্রোজেন ও দ্বি- পরমানুক।
২) হ্যালোজেনের মতো হাইড্রোজেনও ক্ষারধাতুর সঙ্গে বিক্রিয়ায় যৌগ গঠন করে।

9. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি-16 এর প্রথম তিনটি মৌল হল O, S ও Se। এদের পারমানবিক ব্যাসার্ধের নিন্মক্রমে, তড়িৎ ঋণাত্মকতার উর্দ্ধক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিন্মক্রমে সাজাও। [MP-22]

উঃ- পারমানবিক ব্যাসার্ধের নিন্মক্রমঃ Se > S > O

তড়িৎ ঋণাত্মকতার উর্দ্ধক্রমঃ Se < S < O

আয়োনাইজেশন শক্তির নিন্মক্রমঃ O > S > Se

10. একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরন দাও। [MP-22]

উঃ- সন্ধিগত মৌল- কপার (Cu) এবং ইউরেনিয়া্মোত্তর মৌল- ইউরেনিয়াম (U)।

11. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি- 2 এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন? [MP-22]

উঃ- দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ-2 তে অবস্থিত Be, Mg, Ca, Sr এবং Ba ধাতুগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। কারন এই ধাতুগুলির অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে।

12. A, B, C মৌলগুলির পারমাণবিক সংখ্যা হল যথাক্রমে 6, 8, 11 । কোণটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ ? কোণটির আয়নন বিভব সর্বোচ্চ ? কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ ?
উঃ- A= কার্বন (C), B= অক্সিজেন (O), C= সোডিয়াম (Na)
তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে অক্সিজেন (O) এর বেশি।
অক্সিজেন (O) এর আয়নন বিভব সর্বোচ্চ।
সোডিয়াম (Na) এর বিজারণ ক্ষমতা সর্বোচ্চ।

13. হাইড্রোজেনকে ‘দুষ্টু মৌল’ (rogue element) কেন বলা হয়?
উত্তর- পর্যায় সারণীতে হাইড্রোজেনের সাথে ক্ষারধাতু এবং হ্যালোজেন মৌল উভয়ের সাথে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন হাইড্রোজেন ক্ষারধাতুর মতো যোজ্যতা কক্ষের 1টি ইলেকট্রন বর্জন করে তড়িৎধনাত্মক H+ আয়ন উৎপন্ন করে আবার হাইড্রোজেন ক্ষারধাতুর মতো আচরণ করলেও হাইড্রোজেন একটি অধাতু।
অপরদিকে, হাইড্রোজেন হ্যালোজেন মৌল ফ্লোরিনের মতো গ্যাসীয় এবং দ্বিপারমাণবিক। হ্যালোজেন মৌলগুলি তীব্র জারক কিন্তু হাইড্রোজেন তীব্র বিজারক অধাতু। এইরুপ বিতর্কিত অবস্থানের জন্য হাইড্রোজেনকে দুষ্টু মৌল বা Rogue element বলে অভিহিত করেন।

14. হ্যালোজেন মৌলগুলিকে প্রদত্ত ধর্মগুলির বিচারে ক্রমানুসারে সাজাও: পরমাণু আকার এবং জারণ ক্ষমতা।
উত্তর: পরমাণুর আকার বৃদ্ধির ক্রম – F<Cl<Br<ICl>Br>I>At
জারণ ক্ষমতা হ্রাসের ক্রম – F>Cl>Br>I>At

15. মৌলের ধর্মের পর্যাবৃত্ততা কাকে বলে ? উদাহরণ দাও | (Periodicity of elements)

অথবা,

মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝো ? একটি উদাহরণসহ লেখো | (মাধ্যমিক পরীক্ষা- 2017 )

Ans : আধুনিক পর্যায় সূত্রানুসারে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে এক মৌল থেকে অন্য মৌলে কয়েকটি ধর্মের পরিবর্তন ঘটে এবং নিয়মিত একটি সংখ্যার ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি লক্ষ করা যায় অর্থাৎ, মৌলগুলির ধর্মের পরিবর্তন পর্যায়নুক্রমিক হয় | এই ঘটনাকে মৌলগুলির পর্যাবৃত্তি বলে এবং এই ধর্মগুলিকে মৌলগুলির পর্যাবৃত্ত ধর্ম বলে |

উদাহরণ : পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ হল পরমাণুর আকার, তড়িৎ ঋনাত্মকতা, জারণ-বিজারণ ধর্ম, আয়নন বিভব বা আয়োনাইজেশন শক্তি, ধাতব – অধাতব চরিত্র প্রভৃতি |

16. মৌলের ধর্মের পর্যাবৃত্ততার কারণ কী ? একটি ধর্মের উল্লেখ করো যা পর্যায়গত ধর্ম নয় | MP -2017

উত্তর : মৌল সমূহের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্কের নিয়মিত ব্যবধানে তাদের যোজ্যতা কক্ষের বিন্যাসের সদৃশতা ঘটে বলে পর্যাবৃত্তি সৃষ্টি হয় |

তেজস্ক্রিয়তা ধর্ম মৌলের পর্যায়গত ধর্ম নয় |

17. নীচের কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয় ? MP 2020

i) ঘনত্ব ii) গলনাঙ্ক iii) স্ফুটনাঙ্ক iv) তেজস্ক্রিয়তা |

উত্তর : তেজস্ক্রিয়তা |

18. পর্যায় – সারণিতে মৌলের আয়নীভবন বিভবের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো |

উত্তর : i) কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে আয়নন বিভব বৃদ্ধি পায় |

ii) কোনো শ্রেণির নীচের দিকে গেলে আয়নীভবন বিভাবের মান হ্রাস পায় |

19. পর্যায় – সারণিতে মৌলের তড়িৎ- ঋনাত্মকতার পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো |

উত্তর : i) পর্যায়- সারণির কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির তড়িৎ-ঋনাত্মকতা ক্রমশ বাড়তে থাকে |

ii) পর্যায়- সারণির কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে মৌলগুলির তড়িৎ- ঋনাত্মকতা ক্রমশ কমতে থাকে |

20. পর্যায় – সারণিতে মৌলের জারণ- বিজারণ ধর্মের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা লেখো |

উত্তর : i) পর্যায়- সারণির কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির জারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিজারণ ক্ষমতা হ্রাস পায় |

ii) পর্যায়- সারণির কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে মৌলগুলির বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং জারণ ক্ষমতা হ্রাস পায় |

21. ✶✶✶✶ প্রশ্ন : আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন বা আয়নন বিভব কাকে বলে ? পর্যায় ও শ্রেণি বরাবর এটি কীভাবে পরিবর্তিত হয় ?

উত্তর : আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন বা আয়নন বিভব : গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রশম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থাকে তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগা ভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে, পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর আয়নীভবন বিভব বলে ।

পর্যায় ও শ্রেণি বরাবর পরিবর্তন :

i) কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে মৌলের আয়নন বিভব বৃদ্ধি পায় |

ii) কোনো শ্রেণির উপর থেকে নীচের দিকে গেলে আয়নীভবন এর মান হ্রাস পেতে থাকে |

22.✶✶✶ প্রশ্ন : তড়িৎ-ঋনাত্মকতা কাকে বলে ? পর্যায় ও শ্রেণি বরাবর এটি কিভাবে পরিবর্তিত হয় ?

উত্তর : তড়িৎ ঋনাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি : সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর ওই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলে। সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল ফ্লুরিন (F)।

পর্যায় ও শ্রেণি বরাবর পরিবর্তন : তড়িৎ-ঋণাত্মকতা মৌলের একটি পর্যাবৃত্ত ধর্ম।

i) পর্যায় বরাবর পরিবর্তন : পর্যায়-সারণির কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ বাড়তে
থাকে।

ii) শ্রেণি বরাবর পরিবর্তন: পর্যায় সারণির কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ কমতে থাকে।

West Bengal Madhyamik Physical Science Suggestion   porjaisaroni  | Class ten Physical Science Suggestion| Physical Science Suggestion for Madhyamik| Dosom srenir voutobiggan Suggestion| WBBSE Physical Science Suggestion| Important Questions Answer for Madhyamik Exam| Model Question paper Madhyamik Physical Science Exam | Madhyamik Physical Science  Suggestion |Madhyamik Physical Science Suggestion | Rlearn Education |Samrat Exclusive Suggestion| Ready Steady go Madhyamik Suggestion| Madhyamik Challengers Suggestion|Khan sir Suggestion| Rafi Ahmed Jewel Sir Suggestion|Rlearn Education.

Comments 4

  • I liked as much as you will get done right here. The sketch is tasteful, your writing stylish, but you command get an edginess over that you wish be delivering the following unwell unquestionably come further formerly again as exactly the same nearly very often inside case you shield this hike

  • I liked it as much as you did. Even though the picture and writing are good, you’re looking forward to what comes next. If you defend this walk, it will be pretty much the same every time.

  • I find it incomprehensible that you are not more popular than you already are, given your intelligence. I was able to look at this topic from a number of angles because of your depth of knowledge. It appears that until a conversation turns to Woman gaga, neither men nor women seem to be really interested in things related to women. Continue your fantastic work.

  • […] 7] পর্যায় – সারণী : Madhyamik 2025 Physical Science Suggestion […]

Rlearn Education