পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ

পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ | মাধ্যমিক ভূগোল সাজেশান

ভারতে এই শিল্পের সর্বাধিক বিকাশ ঘটেছে পশ্চিমাঞ্চলের মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে। পশ্চিম ভারতের উল্লেখযোগ্য পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গুলি হল–
মহারাষ্ট্র: ট্রম্বে, থানে, চেম্বুর, নাগোথেন প্রকৃতি।
গুজরাট: জামনগর, হাজিরা, কয়ালি, ভাদোদরা, দাহেজ ,গান্ধার প্রভৃতি।


পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ:
পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ গুলি হল–

1. কাঁচামালের প্রাচুর্য: পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল (ন্যাপথা প্রোপেন বিউটেন বেনজিন প্রভৃতি) গুলির উৎস হল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। গুজরাটের আঙ্কেলেশ্বর, কাম্বে, নুনেজ, আমেদাবাদ ও কোসাম্বা এবং মহারাষ্ট্রের বোম্বে হাই, দমন দরিয়া, গান্ধার ও রত্না প্রভৃতি তৈলখনি ও গুজরাটে সুরাটের প্রাকৃতিক গ্যাস প্রভৃতি এই অঞ্চলের পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামালের উৎস।

2. তৈল শোধনাগার: মহারাষ্ট্রের ট্রম্বেতে দুটি এবং গুজরাটের জামনগর, কয়ালি তৈল শোধনাগার থেকে প্রাপ্ত উপজাত দ্রব্য সহজে কাঁচামাল হিসেবে পাওয়া যায়।

3. বন্দরের সুবিধা: মহারাষ্ট্রের মুম্বাই, নবসেবা ও গুজরাটের কান্ডালা, সুরাট বন্দর দিয়ে মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান ও সৌদি আরব থেকে অপরিশোধিত খনিজ তেল ও আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানি ফ্রান্স থেকে উন্নত যন্ত্রপাতি আমদানি এবং উৎপন্ন পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করার সুবিধা রয়েছে।

4. বিদ্যুতের সরবরাহ: এই শিল্পের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র গুলি হল–
তাপবিদ্যুৎ: ট্রম্বে, আমেদাবাদ, ধুবারন প্রভৃতি।
জলবিদ্যুৎ: উকাই, কয়না, ভিরা প্রভৃতি।
পারমাণবিক বিদ্যুৎ: তারাপুর, কাকরাপাড়া ও কোটা প্রভৃতি।

5. উন্নত পরিকাঠামো: মহারাষ্ট্র ও গুজরাট ভারতের প্রধান শিল্পোন্নত রাজ্য হওয়ায় পেট্রোরসায়ন শিল্প বিকাশের জন্য উন্নত পরিকাঠামো রয়েছে।

6. পর্যাপ্ত জলসম্পদ: নর্মদা তাপ্তি সবরমতী মাহি প্রভৃতির নদী ও বিভিন্ন জলাধারা এবং ভূগর্ভস্থ জলের বিপুল যোগান রয়েছে।

7. উন্নত পরিবহন: পশ্চিম ও মধ্য রেলওয়ে এবং 3, 4, 5, 6, 7,15,17 প্রভৃতির জাতীয় সড়কের মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গলি থেকে উৎপন্ন পণ্য সহজে পরিবহন করা যায়।

8. সুলভ ও দক্ষ শ্রমিক: ভারতের পশ্চিমাঞ্চলে ঘনবসতি এবং কারিগরি ও প্রযুক্তি শিক্ষা কেন্দ্র গুলি থাকায় সুদক্ষ শ্রমিক সহজে পাওয়া যায়।

9. উন্নত প্রযুক্তিবিদ্যা: মহারাষ্ট্র গুজরাট কারিগরি ও প্রযুক্তি বিদ্যায় উন্নত হওয়ায় উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক পেট্রোরসায়ন শিল্প স্থাপনে সুবিধা হয়।

10. মূলধনের জোগান: রিলায়েন্স, মফতলাল ও বম্বে ডাইং প্রকৃতির মত বৃহৎ শিল্প গোষ্ঠী এবং বিভিন্ন বহুজাতিক সংস্থার এই শিল্পে অর্থলগ্নি করেছে। মুম্বাই ভারতের মূলধনের রাজধানী হওয়ায় বিভিন্ন ব্যাংক, বীমা সংস্থা ও অর্থলগ্নিকারী সংস্থা থেকে শিল্পের জন্য স্বল্প সুদে ঋণ পাওয়ার সুবিধা রয়েছে।

11. সরকারি নীতি: গুজরাট ও মহারাষ্ট্রের সরকারের অনুকূল শিল্প, শুল্ক, বাণিজ্য নীতি এবং শিল্প স্থাপনের জন্য উৎসাহ প্রদান করায় শিল্পটির দ্রুত প্রসার ঘটেছে।

12. বিপুল চাহিদা: পশ্চিম ভারত জনবহুল ও সমৃদ্ধ বাজার সম্পন্ন হওয়ায় বস্ত্র, প্লাস্টিক, রং, ওষুধ, রাবার, সার, মোটরগাড়ি ও ইঞ্জিনিয়ারিং প্রকৃতি অনুসারে শিল্পে পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের বিপুল চাহিদা রয়েছে।

উপরিউক্ত কারণ গুলির জন্য পশ্চিম ভারতে মহারাষ্ট্র ও গুজরাটের ট্রম্বে, থানে, ভাদোদরা, কয়ালি ও জামনগরকে কেন্দ্র ক

Rlearn Education