Samprotik Prakritik Durjog Foni

সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় : ফণী

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা হলো সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় (Samprotik Prakritik Durjog Foni) | এই রচনাটি খুব ভালো ভাবে তোমরা করবে |

একটি সাম্প্রতিক দুর্যোগ রচনা | একটি প্রাকৃতিক দুর্যোগ রচনা | সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ রচনা | বাংলা রচনা : ফণী |Samprotik Prakritik Durjog Foni

রচনা সংকেত :

  • ভূমিকা
  • সাইক্লোন ফণী
  • ফণীর প্রভাব
  • বিপর্যয় মোকাবিলা
  • উপসংহার |


বাংলা রচনা : একটি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ

ভূমিকা: বিজ্ঞানের জয়যাত্রায় নব নব আবিষ্কারে সুরভিত আজকের মানবসভ্যতা। কিন্তু প্রকৃতির রুদ্ররোষ যখন তখন এই
সাজানো বাগানকে তছনছ করে দিয়ে যায়| ধ্বংস-মৃত্যু হাহাকারে মানুষের গর্বের সভ্যতা যেন হয়ে ওঠে এক সন্ত্রস্ত উপত্যকা| ‘ফণী’
প্রকৃতির এরকমই এক বিষাক্ত ছোবল |

সাইক্লোন ফণী: ‘ফণী’ কথাটির অর্থ সাপ| সাইক্লোনের এই নামকরণ উপমহাদেশীয় রীতি মেনে করেছিল বাংলাদেশ। প্রথম অবস্থায় ভারত মহাসাগর এলাকার সুমাত্রার পশ্চিম দিকে নিম্নচাপ হিসেবে ঘনীভূত হয় ফণী। দিনটা ছিল ২৬ এপ্রিল, ২০১৯। ৩০ এপ্রিল তা অনেকটা দুর্বল মনে হলেও তারপরই তা প্রবল শক্তি সঞ্চয় করে ২ রা মে অতি শক্তিশালী সাইক্লোনে রূপান্তরিত হয়। পুরীতে ২০০ কিমি বেগে আছড়ে পড়ে এই ঝড়। গড় সর্বোচ্চ
গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিমি।

ফণীর প্রভাব: মূলত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে আংশিক ভাবে এবং বাংলাদেশের বেশ কিছুটা অংশে ফণীর
প্রলয়ংকর প্রভাব ঘটে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় উড়িষ্যা। রাজ্য সরকার দশ লক্ষ মানুষকে উপকূলবর্তী অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায়। কিন্তু তার পরেও ৬৪ জনের মৃত্যু হয়। অন্ধ্রপ্রদেশে মারা যায় ৮ জন। শুধু উড়িষ্যাতেই ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫৩৬ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশে এর পরিমাণ ৫৮.৬২ কোটি টাকা। পুরী, খুরদা, বালাসোর-সহ উড়িষ্যার একবিস্তীর্ণ অঞ্চল ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে যায়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং শ্রীকাকুলামে প্রভূত ক্ষতি হয়।

বাংলাদেশেও এই সাইক্লোন বিস্তর ক্ষয়ক্ষতি নিয়ে আসে।কিশোরগন্ডাত, নেত্রকোন্টা, নোয়াখালি, ব্রাহ্মণবেড়িয়া ইত্যাদিঅঞ্চলে ফণী জীবন ও সম্পত্তিহানি ঘটায় |সবমিলিয়ে ১৭ জন মানুষের জীবনহানি ঘটে। সাইক্লোনের প্রভাবে এক লক্ষ ষাট হাজার একর কৃষিজমি ধ্বংস হয়ে যায়| বাংলাদেশী মুদ্রায় এই
ক্ষতির পরিমাণ ৫৩৬.৬১ কোটি টাকা।

বিপর্যয় মোকাবিলা: উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ফণীকে এক বিরল সাইক্লোন বলে উল্লেখ করেছেন—“This is a rarest
of rare summer cyclone, the first such to hit Odisha in 43 years.”| আপতকালীন কর্মীরা, স্বেচ্ছাসেবী সংস্থার
প্রতিনিধিরা, বিপর্যয় মোকাবিলা দপ্তর সকলে মিলে দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন। অন্তত ন-হাজার বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করা হয়। গোটাদেশ উড়িষ্যার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।

উপসংহার: ১৯৯৯-এর সুপার সাইক্লোন-এর পরে উড়িষ্যার সবথেকে বড়ো বিপর্যয় ফণী| কিন্তু এদেশের মানুষ বারবার ভস্ম থেকে উঠে দাঁড়ানোর শক্তি দেখিয়েছে—তা সে গুজরাটের ভূমিকম্পই হোক, আর কেরলের সাম্প্রতিক বন্যা। তাই উড়িষ্যাও আবার সকলের সমবেত সাহায্যে পুনর্গঠন ও
পুনর্জাগরণের অপেক্ষায় |

Rlearn Education