ENVIRONMENTAL STUDIES PRACTICE SET — 4
Environmental Studies MCQ in Bengali – পরিবেশ বিদ্যা MCQ, Environmental Science MCQ in Bengali, Environment Gk MCQ in Bengali, Primary Tet Environment Gk MCQ in Bengali, Environment Gk in Bengali Set একটি গুরুত্বপূর্ণ বিষয় TET পরীক্ষার জন্য। Environmental Studies বা পরিবেশ বিদ্যা MCQ পর্বটি বিশেষ করে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন টেট (WB SSC TET)এবং পশ্চিমবঙ্গ প্রাইমারি স্কুল টেট (WB PTET) পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের টেট -এর প্রতিটি পরীক্ষায় 25 শতাংশ নম্বর Environmental Science বা পরিবেশ বিজ্ঞান -এর উপর নির্ভর করে।
1) কোন কয়লার দহনে কম ধোঁয়া উৎপন্ন হয়?
[A] বিটুমিনাস
[B] অ্যানথ্রাসাইট ✓
[C] পিট্
[D] লিগনাইট |
2) স্যান্ডফ্লাই বাহিত রোগটি হল-
[A] কলেরা
[B] জন্ডিস
[C] কালাজ্বর ✓
[D] টাইফয়েড |
3) মৌমাছি ও বোলতার জন্য মারাত্বক ক্ষতিকারক কীটনাশক হল-
[A] অর্গানো সালফেট
[B] পাইরিথ্রয়েডম
[C] আর্মনেট
[D] কার্বামেটস |✓
4) কঠিন বর্জ্য পদার্থ পরিচালনের সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা হল-
[A] ডাম্পিং
[B] বার্নিং
[C] স্টকিং
[D] রিসাইক্লিং | ✓
5) প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হল-
[A] হাইড্রোজেন ও নাইট্রোজেন
[B] নাইট্রোজেন ও হাইড্রোজেন
[C] ফসজিন
[D] মিথেন ও ইথেন | ✓
6) পৃথিবীতে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত হয়-
[A] প্রাণী দেহে
[B] সমুদ্রে
[C] মরুভূমিতে
[D] উদ্ভিদ দেহে | ✓
7) ক্লোরোফ্লুরো কার্বনের (CFC) উৎস হল-
[A] রান্নার গ্যাস
[B] কল-কারখানা
[C] মাইক্রোওভেন
[D] রেফ্রিজারেটর | ✓
8) একজন সুস্থ মানুষের শ্বাসপ্রস্বাসের জন্য প্রতিদিন কতখানি বায়ুর প্রয়োজন?
[A] ৫০০ গ্রাম
[B] ১০ কেজি
[C] ১ কেজি
[D] ১৪ কেজি | ✓
9) ওজোন স্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম-
[A] CFC ✓
[B] SO2
[C] NO2
[D] NH3 |
10) বায়ুমন্ডলের ওজনস্তর সৃষ্টি হয়-
[A] আর্গন দ্বারা
[B] নাইট্রোজেন দ্বারা
[C] নিয়ন দ্বারা
[D] অক্সিজেন দ্বারা. |✓
11) রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে কত গুন্ বেশি?
[A] দশ
[B] দশ লক্ষ ✓
[C] দশ হাজার
[D] একশো
12) সিসার ক্ষতিকারক যৌগটি হল-
[A] লেড অক্সাইড
[B] লেড কার্বনেট
[C] লেড আর্মনেট
[D] সবকটি | ✓
13) নিম্নলিখিত কোন আগাছানাশক রূপে ব্যবহৃত হয়?
[A] ক্লোরডেন
[B] DDT
[C] BHC
[D] সিমাজিন | ✓
14) যে রোগের কারনে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধংসপ্রাপ্ত হয় তার নাম-
[A] কলেরা
[B] টিবি
[C] জন্ডিস
[D] এইডস | ✓
15) ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত প্রভৃতি হল-
[A] জলবাহিত রোগ
[B] বায়ুবাহিত রোগ ✓
[C] খাদ্যবাহিত রোগ
[D] বাহনবাহিত রোগ |
16) পাখির দ্বারা বিস্তার লাভ করে সেই রোগের নাম-
[A] ভাইরাল
[B] মাইকোসিস
[C] অরনিথোসিস ✓
[D] জুনটিক
17) কত সালে ‘কীটনাশক আইন’ প্রণীত হয়-
[A] ১৯২৮ সালে
[B] ১৯৬৮ সালে ✓
[C] ১৯৭৮ সালে
[D] ১৯৮১ সালে
18) পরিবেশের সম্পদগুলি রক্ষার জন্য ভারতে ২০০৩ সালে চালু হয়-
[A] বন সংরক্ষন আইন
[B] বন্যপ্রাণী সুরক্ষা আইন
[C] জলদূষণ ও নিয়ন্ত্রণ আইন
[D] জীববৈচিত্র আইন | ✓
19) ভারত সরকার কত সালে কেন্দ্রীয় “পরিবেশ মন্ত্রক” -এর গঠন করে?
[A] ১৯৮১ সালে
[B] ১৯৮৫ সালে ✓
[C] ১৯৮৪ সালে
[D] ১৯৯২ সালে |
20) পরিবেশ দূষণের মান নির্ধারণের জন্য শব্দদূষণের সূচক ধরা হয়েছে-
[A] ৬৫ ডেসিবেলের বেশি ✓
[B] ৮০ ডেসিবেলের বেশি
[C] ৮৫ ডেসিবেলের বেশি
[D] ১০০ ডেসিবেলের বেশি
Environment Gk in Bengali PDF
21) ‘পরিবেশ রক্ষা’ বিষয়টি ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে গৃহীত হয়-
[A] ৪২তম ✓
[B] ৫৮তম
[C] ৪৪তম
[D] ৬১তম |
22) ‘গ্রিন পিস্’ কি?
[A] সবুজ একখন্ড জমি
[B] সবুজ বাড়ি
[C] একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ✓
[D] পরিবেশ নিয়ে আন্দোলনের একটি সংস্থা
23) ‘ভারতের খাদ্য ভেজাল প্রতিরোধ আইন’ কত সালে প্রবর্তিত হয়?
[A] ১৯৫৪ সালে ✓
[B] ১৯৬৯ সালে
[C] ১৯৬২ সালে
[D] ১৯৭২ সালে
24) বায়ুদূষণের শতকরা ৬০ ভাগই ঘটে-
[A] তেজস্ক্রিয় পদার্থ থেকে
[B] কীটনাশক থেকে
[C] প্লাস্টিক থেকে
[D] যানবাহনের ধোঁয়া থেকে ✓
25) গৃহস্থ জ্বালানির অসম্পূর্ন দহনের ফলে তাই হয়-
[A] CO2
[B] SO2
[C] NO2
[D] CO |✓
26) মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে প্রায়-
[A] ১ মিনিট
[B] ৫ মিনিট ✓
[C] ১০ মিনিট
[D] ১৫ মিনিট |
27) মানুষ জল ছাড়া বাঁচতে পারে প্রায়-
[A] ৩ দিন
[B] ৫ দিন ✓
[C] ৭ দিন
[D] ১০ দিন |
28) মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে প্রায়-
[A] ৫ দিন
[B] ১৫ দিন
[C] ৩০ দিন
[D] ৫০ দিন |✓
29) যে শিল্প দূষণ ছড়ায় না সেটি হল-
[A] পেট্রোকেমিক্যাল শিল্প
[B] কাগজ শিল্প
[C] লৌহ শিল্প
[D] মৎস শিল্প |✓
30) পৃথিবীতে এমন কোন শক্তির চাহিদা সব চাইতে বেশি?
[A] সৌরশক্তি
[B] তড়িৎ শক্তি
[C] পারমানবিক শক্তি ✓
[D] অপ্রচলিত শক্তি |