প্রতিবেদন রচনা | মাধ্যমিক বাংলা

Bangla Protibedon Rochona

তােমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হল- এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে। [ মাধ্যমিক- ২০২০]

Ans:

এনায়েতপুরে পালিত হল অরণ্য সপ্তাহ :

নিজস্ব সংবাদাতা , মালদা ,অগাস্ট ২৮:

এক হাজার চারাগাছ রোপন করে অরণ্য সপ্তাহ পালন করল মালদা জেলার ব্যবসায়ী উন্নয়ন সমিতি। সম্প্রতি জাতীয় সড়ক সম্প্রসারণের উদ্দেশ্যে এলাকার বেশ কিছু পুরোনো গাছ কাটা হয়েছিল। অবশ্য পরে সরকারি উদ্যোগে নবনির্মিত সড়কের দু’পাশে অনেক নতুন গাছ লাগানো হয়েছিল কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। ফলে সবুজের ঘাটতি রয়েই গিয়েছিল। গত ৫ই জুলাই থেকে ১১ই জুলাই পর্যন্ত এনায়েতপুর এবং আশেপাশের বিভিন্ন এলাকায় এইসব গাছ রোপন করা হয়। এলাকার বিভিন্ন ক্লাবের সদস্য ছাড়াও অনেক সাধারণ মানুষ বৃক্ষরোপন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অরণ্য সপ্তাহের সাফল্যের কথা উল্লেখ করে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশোক মিশ্র বলেন, “সাধারণ মানুষের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আগামী বছর দশ হাজার চারাগাছ রোপন করার কথা ভাবা হচ্ছে।”

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর ।

Ans :

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ :

নিজস্ব সংবাদাতা , মালদা, সেপ্টেম্বর ২৮:

অতিমারি করোনা ভাইরাসের দাপটে বিশ্ববাজারের অর্থনীতিতে এক ভয়ঙ্কর মন্দা দেখা দিয়েছে । আমাদের দেশের অর্থনীতিরও বেহাল অবস্থা । দেশের বেশিরভাগ কলকারখানা বন্ধ, যানবাহন, রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় তার প্রভাব পড়েছে । বেশি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান ঠিকমতো না থাকায় এবং অসাধু ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে নিত্যপয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে । বহু মানুষ চাকরি হারিয়েছে, বহু মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের পরিবার পরিজনদের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দেওয়ার এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে । এইরকম অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উত্তরোত্তর বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আরও অসহায় হয়ে পড়েছে । এই বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তাহলে দেশে চরম অবস্থার সম্মুখীন হবে । সুতরাং কেন্দ্র ও রাজ্য সরকারের এই বিষয়ে সজাগ দৃষ্টি আকর্ষণ করছি ।

কোনাে গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদবােধন হল- এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে। [মাধ্যমিক- ২০১৭]

উত্তর : মানিকচক গ্রামীণ হাসপাতাল উদ্বোধন

নিজস্ব সংবাদাতা , মানিকচক ,অগাস্ট ২৮:গতকাল মালদা জেলার মানিকচক গ্রামে একটি গ্রামীণ হাসপাতাল উদ্বোধন করলেন মাননীয়া স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা অনেকটাই কাটিয়ে উঠেছে। কিন্তু প্রত্যন্ত এলাকার এইসব গ্রামে এখনো ন্যূনতম স্বাস্থ্য পরিষেবাটুকুও পাওয়া যায়না। সাপে কাটা রোগী বা অন্য কোনো আপদকালীন চিকিৎসার জন্য গ্রামের মানুষকে দশ কিমি দূরে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। এইজন্য গত কয়েক বছর ধরে এলাকার মানুষ একটি গ্রামীণ চিকিৎসা কেন্দ্রের দাবি জানিয়ে আসছিল। অবশেষে তাদের সেই দাবি পূরণ হওয়াতে গ্রামবাসীরা সকলেই খুশি। গ্রামের পঞ্চায়েত সদস্য ইমরান হাসানের কথায়, “আগে প্রসূতিদের সন্তান জন্ম দেওয়ার জন্য দশ কিমি দূরের হাসপাতালে যেতে হত। রাস্তাঘাটের যা অবস্থা, পৌঁছতে প্রায় এক ঘন্টা লেগে যেত। গ্রামে নতুন হাসপাতাল হওয়াতে আমরা অনেক উপকৃত হলাম।”

Rlearn Education