মানবদেহের বিভিন্ন অংশ নিয়ে প্রশ্নোত্তর | GK
◼ মানবদেহে মোট পেশির সংখ্যা — ৬৩৯ টি
◼ মানবদেহে মোট অস্থির সংখ্যা — ২০৬ টি
◼ মানবদেহে করোটি অস্থির সংখ্যা — ২২ টি
◼ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা — ১২ জোড়া
◼ মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা — ৩১ জোড়া
◼ মানবদেহে বৃহত্তম পেশি — গ্লুটিয়াস
◼ মানবদেহে ক্ষুদ্রতম পেশি — স্টেপিডিয়াস
◼ মানবদেহে দেহের দীর্ঘতম কোশ — স্নায়ুকোশ
◼ মানবদেহে দীর্ঘতম নার্ভ / স্নায়ু — সায়াটিক নার্ভ
◼ মানবদেহে সর্বাপেক্ষা হালকা অস্থি — ন্যাসো-টারবিনালস
◼ মানবদেহের সর্ববৃহৎ হার — ফিমার
◼ মানবদেহে ক্ষুদ্রতম অস্থি — স্টেপিস
◼ মানবদেহের সর্ববৃহৎ ধমনী — উদার মহাধমনী
◼ মানবদেহের সর্ববৃহৎ শিরা — নিম্ন মহাশিরা
◼ মানবদেহে সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি — থাইরয়েড
◼ মানবদেহে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি — পিনিয়াল বডি
◼ মানবদেহে সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি — যকৃৎ
◼ মানবদেহে ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি — অক্সিন্টিক গ্রন্থি (এককোশি)
◼ মানবদেহে সর্ববৃহৎ লসিকা গ্রন্থি — প্লীহা
◼ মানবদেহে সর্বাপেক্ষা পাতলা ত্বকের নাম — কনজাংটিভা
◼ পৌষ্টিক নালীর দৈর্ঘ্য — ৯ মিটার
◼ বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য — ৩৫-৫০mm.
◼ সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য — ৪২-৪৫ সেমি.
◼ ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য — ৭ মিটার
◼ বৃহদন্ত্রের দৈর্ঘ্য — ১.৫ মিটার
◼ মানবদেহে মস্তিষ্কের ওজন — ১.৩৬ কিগ্ৰা.
◼ পিট্যুইটারী গ্রন্থির ওজন — ০.৫ গ্রাম
◼ অগ্ন্যাশয়ের ওজন — ৬৫-১৫০ গ্রাম
◼ যকৃতের ওজন — ১.৫ কিগ্রা
◼ দেহে হিমোগ্লোবিনের মোট পরিমাণ — ১০০০ গ্রাম
১৪-১৮ গ্রাম / ১০০ মিলি. রক্তে (পুরুষ)
১২-১৫ গ্রাম / ১০০ মিলি. রক্তে (স্ত্রী)
◼ সর্বাপেক্ষা দেহ উষ্ণতা — ৯৮.৪°F (প্রায় ৩৭°C)
◼ জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি — ৪০-৬০ / মিনিট
◼ ৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাসগতি — ২৪-২৬ / মিনিট
◼ ১৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাসগতি — ২০-২২ / মিনিট
◼ হাঁচির গতি — ১৬০ কিমি / ঘন্টা
◼ সারাদেহে রক্ত প্রবাহের সময় — ২২ সেকেন্ড
◼ রক্ততঞ্চনের সময়কাল — ৩.৬ মিনিট
◼ মোট রক্তের পরিমাণ — ৫.৬ লিটার
◼ প্রতি মিনিটে কার্বন-ডাই-অক্সাইড নির্গতের পরিমাণ — ২০০ মিলি.
◼ ক্যালোরি অনুসারে B.M.R. —
১,০০০-২,০০০ Kcal/দিনে (পুরুষ)
১,০০০-১,৭০০ Kcal/দিনে (স্ত্রী)
◼ দেহতল অনুসারে B.M.R. — ৪০ Kcal/বর্গ মি./ঘন্টা
◼ দেহের ওজন অনুসারে B.M.R. — ১ Kcal/কেজি/ঘণ্টা |
Gk for SSC| West Bengal Police Gk|PSC Gk | Food Gk | Railway Exam Gk | West Bengal Police Exam Gk| General knowledge Practice| Kp gk|West Bengal PSC SSC exam Gk