ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ | মাধ্যমিক ভূগোল

ভারতে তথ্যপ্রযুক্তি শিল্প : Madhyamik Geography Suggestion

কম্পিউটার ও টেলি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ ও গৃহীত তথ্যের বিশ্লেষণ , গবেষণা , পরিবর্তন এবং পরিমার্জন যখন ব্যাবসায়িক ভিত্তিতে করা হয় , তখন তাকে তথ্যপ্রযুক্তি শিল্প বলা হয় |

ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতি কারণগুলি হল—


দক্ষ ও মেধাবী কর্মী:

বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষায় ভারতীয়রা সবসময়ই এগিয়ে থাকে। দেশে বিখ্যাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, অসংখ্য সরকারি ও বেসরকারি প্রযুক্তি শিক্ষাকেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্র থেকে আসা দক্ষ এবং মেধাবী কর্মীরা তথ্যপ্রযুক্তি শিল্পে নিযুক্ত হচ্ছেন।

বিশ্ব বাজার:

ইউরোপ এবং আমেরিকার দেশগুলির বিভিন্ন
কাজ ভারত থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হয়। এ ছাড়া দেশে ব্যাংকিং, রেল, টেলিকম ও অন্যান্য ক্ষেত্রে কাজের পরিধি বেড়েছে। সুতরাং, বিশ্ব বাজারে তথ্য প্রযুক্তির যথেষ্ট চাহিদা রয়েছে।

জমির সমস্যা কম:

অন্যান্য শিল্পের মতো তথ্যপ্রযুক্তি শিল্পে বিশাল জমির প্রয়োজন নেই। একই বাড়িতে অনেকগুলি কোম্পানি তাদের কাজ করতে পারে।

পরিকাঠামো:

তথ্যপ্রযুক্তি শিল্প শহরকেন্দ্রিক। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, কলকাতা প্রভৃতি ভারতের বড়ো বড়ো শহরগুলিতে এই শিল্প গড়ে উঠেছে। ভালো রাস্তাঘাট, পর্যাপ্ত জল, বিদ্যুৎ, ইনটারনেট, ওয়াইফাই এবং আরও আধুনিক সুবিধা থাকায় শহরগুলিতে এই শিল্পের দ্রুত উন্নয়ন ঘটছে।

সরকারি উদ্যোগ:

রাজ্য সরকারগুলি এই শিল্পের উন্নয়নে সবরকম সহায়তা করে। এজন্য বিভিন্ন রাজ্যে নানা রকম তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে। এ ছাড়া স্পেশাল ইকোনমিক জোন (SEZ) গঠন, নানা ক্ষেত্রে সরকারি ভরতুকি এই শিল্পের উন্নতিতে সহায়তা করেছে।

Rlearn Education