স্নায়ুতন্ত্র : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশান


Check Point: ১. স্নায়ুতন্ত্র কাকে বলে ২. স্নায়ুতন্ত্রের কাজ ৩. মেনিনজেস ও CSF ৪. আদর্শ নিউরোনের চিত্র ৫. লম্বচ্ছেদে অক্ষিগোলকের চিত্র |

প্রশ্ন : স্নায়ুতন্ত্র কাকে বলে ? স্নায়ুতন্ত্রের প্রধান কাজ গুলি কী কী ?

উত্তর : স্নায়ু কোশ দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ , উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় হয়, তাকে স্নায়ুতন্ত্র বলে ।

স্নায়ুতন্ত্রের কাজ : ১) দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় হয় ২) প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ , উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা।

প্রশ্ন : দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলাবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও ।

উত্তর : দরজার ঘন্টা বাজার শব্দ শুনে আমি দরজা খুললাম তার স্নায়বিক পথটি হল –

গ্রাহক(শ্রুতি যন্ত্র) ➪ সংজ্ঞাবহ স্মায়ু ➪ স্নায়ুকেন্দ্র ➪ আজ্ঞাবহ স্নায়ু ➪ কারক (হাতের পেশি)

প্রশ্ন : মেনিনজেস ও CSF এর অবস্থান বিবৃত করো।

উত্তর : মেনিনজেস : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড ) – কে বেষ্টন করে অবস্থান করে।

CSF : কেন্দ্রীয় স্মায়ুতন্ত্রের (মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড) গহ্বরে এবং সাব-অ্যারকনয়েড স্থানে অবস্থান করে।

প্রশ্ন : কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি কি কি?

উত্তরঃ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র : মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড

প্রান্তীয় স্নায়ুতন্ত্র : 12 জোড়া করোটিক স্নায়ু ও 31 জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত।

প্রশ্নঃ কেন্দ্রীর স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ কোন কোন কার্য নিয়ন্ত্রন করে তা লেখো ।

উত্তরঃ পশ্চাদ্ মস্তিষ্কের পনস্ : মূত্র নির্গমন । অগ্র মস্তিষ্কের থ্যালামাসঃ চোখে ধুলো বালি পড়লে চোখ মুদে যাওয়া । অগ্র মস্তিষ্কের হাইপোথ্যালামাস : গরম ঠান্ডা অনুভূতি গ্রহণ । পশ্চাদ মস্তিষ্কের সুষুম্না শীর্ষক : বমন ও লালা ক্ষরণ ।

প্রশ্নঃ মস্তিষ্কের অগ্রভাগে আঘাত লাগলে কী কী কাজ ব্যাহত হতে পারে তা লেখো।

উত্তর : ১) চিন্ত, বুদ্ধি, স্মৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ ব্যাহত হতে পারে। ২) আবেগজনিত প্রতিক্রিয়া , ক্ষুধা , তৃষ্না , হাসি, কান্না , উত্তেজনা প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ ব্যাহত হতে পারে ৷


পার্থক্য লেখোঃ (ক) মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড (খ) ধূসর বস্তু ও শ্বেত বস্তু (গ ) অন্ধবিন্দু ও পীত বিন্দু (ঘ) রড কোশ ও কোন কোশ ( ঙ) মায়োপিয়া ও হাইপার- মেট্রোপিয়া (চ) গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্ক ( ছ) সিমপ্যাথেটিক ও প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র (জ) একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টি ।

টেক্সট বই থেকে এই পার্থক্য গুলি করবে ।

প্রশ্ন : সোয়ান কোশ কোথায় থাকে ?

উত্তর : মেডুলারি আবরণ এবং নিউরোলেমার মধ্যে সোয়ান কোশ থাকে ।


প্রশ্ন : স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একক কী নামে পরিচিত ?

উত্তর : নিউরোন বা স্নায়ুকোশ ।

চিত্র : নিউরোন বা স্নায়ুকোশ | MP 2024

অক্ষিগোলকের চিত্র –

চিত্র : অক্ষিগোলক

প্রতিবর্ত চাপের চিত্র –

চিত্র – প্রতিবর্ত চাপ
Rlearn Education