ভারতে সবুজ বিপ্লবের সুবিধা এবং অসুবিধা : মাধ্যমিক ভূগোল
সবুজ বিপ্লব :
● সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলগ |
● ভারতে সবুজ বিপ্লবের জনক এম. এস. স্বামীনাথন |
● যে শস্যকে কেন্দ্র করে ভারতে সবুজ বিপ্লবের সূচনা ঘটেছিল তা হল গম |
● বর্তমানে সবুজ বিপ্লব কথাটি ভারতের খাদ্যশস্যের সঙ্গে যুক্ত |
● ভারতে সবুজ বিপ্লব প্রথমে পাঞ্জাব ও হরিয়ানার গম চাষের সঙ্গে যুক্ত ছিল।
সবুজ বিপ্লবের সংজ্ঞা :
1960-এর দশকে ভারতের কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ,পর্যাপ্ত জলসেচ, রাসায়নিক সার এবং আধুনিক উপকরণের প্রয়োগের মাধ্যমে অল্প কৃষিজমি থেকে বেশি ফসল উৎপাদন করাকে সবুজ বিপ্লব বলে। অর্থাৎ,
বিপ্লব কথার অর্থ হল, আমূল পরিবর্তন৷ ভারতের কৃষিকাজে ব্যাপকভাবে পরিবর্তনকে সবুজ বিপ্লব বলা হয়৷
সবুজ বিপ্লবের সুফল বা সুবিধা (advantage of Green Revolution) :
বহু-ফসলি জমি বৃদ্ধি : সবুজ বিপ্লবের ফলে উন্নত মানের সার এবং জলসেচ ব্যবস্থার উন্নতির ফলে বহু-ফসলি জমি বৃদ্ধি পেয়েছে। জমি থেকে বছরে তিন থেকে চারটি ফসল তোলা সম্ভব হয়েছে।
(ii) ফসলের উৎপাদন বৃদ্ধি : উন্নতমানের জলসেচ সার বীজ ব্যবহারের ফলে এবং জমির পরিমাণ বৃদ্ধির ফলে সবুজ বিপ্লব কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যেমন- 1960 থেকে 2019 পর্যন্ত ফসলের উৎপাদন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
(iii) কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান : ফসলের উৎপাদন বৃদ্ধির ফলে কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে এবং বহু-ফসলি জমি বৃদ্ধির ফলে শ্রমিকের অভাব পূরণের জন্য কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে।
(iv) দেশের জাতীয় উন্নয়নে সাহায্য : কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধির ফলে বিভিন্ন ফসল রপ্তানির উদ্দেশ্যে বিদেশে পাঠিয়ে অর্থ উপার্জন করা হয় ফলে দেশের আর্থিক উন্নতি ঘটে।
সবুজ বিপ্লবের ফলে অসুবিধা (Disadvantage of Green Revolution) :
(i) জমির উর্বরতা নষ্ট : অধিক রাসায়নিক
সার এবং জলসেচ করার ফলে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি কমে যায়।
(ii) ভৌমজল স্তর অবনমন : কৃষি জমিতে অধিক জলসেচ করার ফলে ভৌম জলস্তর নিচে নেমে যায়, ফলে ভৌম গহ্বর সৃষ্টি হয়।
(iii) আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি : সমস্ত অঞ্চলে সবুজ বিপ্লবের বিকাশ ঘটেনি বলে অঞ্চলভেদে কৃষিকাজ উন্নতির বৈষম্য লক্ষ্য করা যায় |