এক নজরে ভারত | GK

ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য


1.) প্রাচীন নাম ➟ জম্বুদ্বীপ

2.) অবস্থান ➟ এশিয়া মহাদেশের দক্ষিণ গোলার্ধে

3.) অক্ষাংশ অনুসারে ➟ উত্তর গোলার্ধে

4.) দ্রাঘিমা অনুসারে ➟ পূর্ব গোলার্ধে

5.) অক্ষাংশ ➟ 8°4′- 37°6′ উত্তর

6.) দ্রাঘিমা ➟ 68°7′- 97°25′ পূর্ব

7.) আয়তন ➟ 32,87,263 বর্গকিমী

8.) আয়তনে স্থান ➟ সপ্তম (রাশিয়া, ক্যানডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অষ্ট্রেলিয়া, ভারতবর্ষ)

9.) লোকসংখ্যায় স্থান ➟ দ্বিতীয় (চিন প্রথম)

10.) লোকসংখ্যা ➟ 132 কোটি (2016)

11.) সংবিধানে স্বীকৃত ভাষা ➟ 22 টি

12.) রাজ্য ➟ 28 টি

13.) কেন্দ্রশাসিত অঞ্চল ➟ 8 টি

14.) রাজধানী ➟ দিল্লী

15.) প্রমান দ্রাঘিমা ➟ 82°30′ পূর্ব

16.) প্রমান দ্রাঘিমা গিয়েছে ➟ এলাহাবাদ শহরের উপর দিয়ে

17.) কর্কটক্রান্তি রেখা গিয়েছে ➟ 8 টি রাজ্যর মধ্যে দিয়ে (গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম)

18.) জাতীয় প্রতীক ➟ অশোকস্তম্ভ

19.) জাতীয় সংগীত ➟ জনগন মন অধিনায়ক

20.) জাতীয় স্তত্র ➟ বন্দেমাতরম

21.) জাতীয় পশু ➟ বাঘ

22.) জাতীয় পাখি ➟ ময়ূর

23.) জাতীয় ফুল ➟ পদ্ম

24.) জাতীয় নদী ➟ গঙ্গা

25.) জাতীয় বৃক্ষ ➟ বট

26.) জাতীয় নীতিবাক্য ➟ সত্যমেব জয়তে

27.) প্রধান নদী ➟ গঙ্গা

28.) জনঘনত্ব ➟ 382 জন প্রতি বর্গ কিমিতে

29.) শিক্ষার হার ➟ 74.4%

30.) একমাত্র মরুভূমি ➟ থর

31.) ভারতের প্রবেশদ্বার ➟ মুম্বাই

32.) ভারতের মঞ্চেস্টার ➟ আমেদাবাদ

33.) মূলধনের রাজধানী ➟ মুম্বাই

34.) বিজ্ঞান নগরী ➟ বাঙ্গালোর

35.) মশলার বাগান ➟ কেরেলা

36.) গোলাপি শহর ➟ জয়পুর

37.) উদ্দ্যান নগরী ➟ লক্ষ্ণৌ

38.) একই রাজ্যর দুটি রাজধানী ➟ হিমাচল প্রদেশ (শিমলা, ধর্মশালা)

39.) দুটি রাজ্য ও একটা কেন্দ্রশাসিত অঞ্চল এর একটি রাজধানী ➟ চণ্ডীগড়

40.) সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ➟ বাঙ্গালোর

41.) পৃথিবী এর ভূস্বর্গ বলা হয় ➟ কাশ্মির কে

42.) প্রতিবেশি দেশের সংখ্যা ➟ 9 টি (চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান )

43.) ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ➟ অন্ধ্রপ্রদেশ

44.) প্রজাতন্ত্র দিবস ➟ 26 জানুয়ারি (1950)

45.) স্বাধীনতা দিবস ➟ 15 আগষ্ট (1947)

46.) ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়েছে ➟ পক্ প্রণালী দ্বারা

47.) ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা ➟ রাডক্লিফ

48.) ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা ➟ দুরান্দ লাইন

49.) ভারত ও চীনের মধ্যে সীমারেখা ➟ মাকমোহন লাইন

50.) সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ➟ চীন

51.) সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ ➟ মালদ্বীপ

52.) সবচেয়ে বেশী বাউণ্ডারি শেয়ার করেছে ➟ বাংলাদেশের সঙ্গে

53.) সবচেয়ে কম বাউণ্ডারি শেয়ার করেছে ➟ আফগানিস্তানের সঙ্গে

54.) প্রধান কৃষিজ ফসল ➟ ধান

55.) পুরুষ : স্ত্রী ➟ 1000:940 (2011 সাল অনুযায়ী)

56.) প্রাচীন সড়ক পথ ➟ গ্র্যাণ্ড ট্রঙ্ক রোড

57.) প্রথম সূর্য দেখা যায় ➟ অরুণাচল প্রদেশ

58.) শেষ সূর্য দেখা যায় ➟ গুজরাত |

Rlearn Education