সমুদ্রস্রোতের নিয়ন্ত্রক | সমুদ্রস্রোত সৃষ্টির কারণ

সমুদ্রস্রোত সৃষ্টির কারণ : মাধ্যমিক ভূগোল |Madhyamik Geography Suggestion

পৃথিবীর আবর্তন গতি, নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্র জলের লবনতা, উষ্ণতা, ঘনত্বের তারতম্যের জন্য সমুদ্রের উপরিভাগের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিকভাবে স্থানান্তরিত হওয়াকে সমুদ্র স্রোত বলে। সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি হল––

বায়ুপ্রবাহ : নিয়ত বায়ুপ্রবাহগুলি সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের ওপরের জলরাশিকে নিজের প্রবাহের দিকে চালিত করে। এইভাবে নিয়ত বায়ু প্রবাহগুলি সমুদ্রস্রোতের সৃষ্টি করে।

উদাহরণ : যেসব স্থানে আয়ন বায়ু প্রবাহিত হয় সেখানে পূর্ব থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। আবার যেসব স্থানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় সেখানে সমুদ্রস্রোত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।

সমুদ্রজলে উষ্ণতার তারতম্য: নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে বেশি উষ্ণতার জন্য সমুদ্রজল বেশি উষ্ণ হয় এবং বাষ্পায়ন বেশি হয়। এই উঘ্ন জল হালকা বলে সমুদ্রের ওপরের অংশ দিয়ে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোতরূপে শীতল মেরু অঞ্চলের দিকে বয়ে যায়। জলের এই শূন্যতা পূরণের জন্য তখন মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের তলদেশ দিয়ে নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের দিকে অন্তঃস্রোতরূপে বয়ে যায়। এভাবে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।

সমুদ্রজলের লবণতার তারতম্য: সমুদ্র জলের লবণতার পরিমাণ কোথাও বেশি, কোথাও কম | কম লবণাক্ত জল হালকা বলে সমুদ্রের ওপরের অংশ দিয়ে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত রূপে বেশি লবণাক্ত ভারী জলের দিকে বয়ে যায়| জলের এই শূন্যতা পূরণের জন্য তখন বেশি লবণাক্ত ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃস্রোতরূপে ওই কম লবণাক্ত হালকা জলের দিকে বয়ে যায়। এইভাবে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।

পৃথিবীর আবর্তন গতি: পৃথিবীর আবর্তন গতির জন্যও সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। তবে এই স্রোত সোজাপথে প্রবাহিত না হয়ে ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়। এভাবে নতুন সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।
উদাহরণ: উপসাগরীয় স্রোত আবর্তন গতির প্রভাবে ডানদিকে বেঁকে উত্তর আটলান্টিক স্রোতের সৃষ্টি করে।

উপকূলের আকৃতি: প্রবহমান সমুদ্রস্রোত মহাদেশের যে উপকূল প্রান্তে বাধা পায় সেখানকার গঠন বা আকৃতি অনুসারে তার গতিপথ পরিবর্তিত হয় বা বিভিন্ন শাখায়
বিভক্ত হয়| এভাবেও নতুন নতুন সমুদ্র স্রোতের সৃষ্টি হয়।
উদাহরণ: আটলান্টিক মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের কেপ ডি সাও রোকের উপকূলে বাধা পেয়ে ব্রাজিল স্রোত নামে একটি নতুন স্রোতের সৃষ্টি করে।

Rlearn Education