সংঘবদ্ধতার গোড়ার কথা | মাধ্যমিক ইতিহাস অতিসংক্ষিপ্ত প্রশ্ন

MADHYAMIK HISTORY VERY Short Type Question Answer


1. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

উঃ লর্ড ক্যানিং।

2. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?

উঃ মঙ্গল পাণ্ডে।

3. সিপাহী বিদ্রোহের চারজন নেতার নাম লেখ।

উঃ নানাসাহেব, তাঁতিয়া টোপী, লক্ষ্মীবাঈ, মঙ্গল পাণ্ডে।

4. কত সালে ভারত শাসন আইন পাস হয়?

উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে।

5. কত সালে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়?

উঃ ১৮৫৮ সালের ১লা নভেম্বর।

6. সিপাহী বিদ্রোহের সময় মোঘল সম্রাট কে ছিলেন?

উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।

7. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ ঈশ্বরগুপ্ত।

8. ‘সংবাদ পূর্ণ চন্দ্রোদয়’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ উদয়চাঁদ আঢ্য।

9. ‘সম্বাদ ভাস্কর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ গৌরীশঙ্কর ভট্টাচার্য।

10. ‘সমাচার সুধাবর্ষণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ শ্যামসুন্দর সেন।

11. জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৩৮ খ্রীষ্টাব্দের ১২ই নভেম্বর।

12. ‘ইংলিশ ম্যান’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ উইলিয়াম কোল্ড।

13. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।

14. জমিদার সভার প্রথম সভাপতি ও প্রথম সম্পাদক কে ছিলেন?

উঃ সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর।

15. কে কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন?

উঃ ১৮৭৮ খ্রীষ্টাব্দে লর্ড লিটন।

16. কবে কোথায় ভারত সভা প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দের ২৬ শে জুলাই আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে।

17. জমিদার সভার প্রতিষ্ঠাতা কে?

উঃ দ্বারকানাথ ঠাকুর।

18. চৈত্র মেলা বা হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৬৭ খ্রীষ্টাব্দের ১২ই এপ্রিল।

19. হিন্দু মেলার প্রাণপুরুষ কে ছিলেন?

উঃ নবগোপাল মিত্র।

20. ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসের নাম লেখ?

উঃ আনন্দমঠ।

21. আনন্দমঠ উপন্যাসটির প্রকাশকাল কত?

উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দ।

22. ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?

উঃ স্বামী বিবেকানন্দ। উদ্বোধন পত্রিকায়।

23. ‘গোরা’ উপন্যাসটি কার লেখা? উপন্যাসটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ১৯১০ সালে প্রকাশিত হয়।

24. ‘ভারতমাতা’ ছবিটি কে কত সালে অঙ্কন করেন?

উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ খ্রীষ্টাব্দে।

25. ‘ঘরোয়া’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।

26. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৩৬ খ্রীষ্টাব্দে।

27. ‘বেঙ্গল ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৪৩ খ্রীষ্টাব্দের ২০ শে এপ্রিল।

28. ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৮৫ খ্রীষ্টাব্দে।

29. জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা কে?

উঃ অ্যালান অক্টাভিয়াম হিউম।

30. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

31. ‘বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৮৫ খ্রীষ্টাব্দে।

32. ‘পুণা সার্বজনিক সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৬৭ খ্রীষ্টাব্দে।

33. ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।

34. ‘ইণ্ডিয়া লীগ’ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে।

35. হিন্দু মেলার উদ্যোক্তা কারা?

উঃ রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র।

36. ‘অমৃতবাজার’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ শিশিরকুমার ঘোষ।

37. ‘ভবানী মন্দির’ গ্রন্থটির লেখক কে?

উঃ অরবিন্দ ঘোষ।

38. ঊনবিংশ শতাব্দীকে ‘সমিতির যুগ’ বলে কে অভিহিত করেছেন?

উঃ ডঃ অনিল শীল |

Comments 3

Rlearn Education