সড়কপথ ও রেলপথ পরিবহনের গুরুত্ব : মাধ্যমিক ভূগোল

Sorokpoth & Relpoth Poribohoner Gurutto : Class Ten Geography Suggestion

সড়কপথের গুরুত্ব :

ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নতিতে সড়কপথের গুরুত্ব খুব বেশি সেগুলি হল—

গ্রামীণ উন্নতিতে: ভারতের শতকরা 69 শতাংশ মানুষ গ্রামে বাস করে। কৃষিজ ফসল বিক্রয় এবং শহর থেকে সার, কীটনাশক, কৃষিযন্ত্রপাতি প্রভৃতি কৃষি ক্ষেত্রে আনা ও অন্যান্য বাণিজ্যিক কারণে সড়কপথের গুরুত্ব খুব বেশি |

কাঁচামাল সংগ্রহ: গ্রাম থেকে কৃষিজ কাঁচামাল শিল্পকেন্দ্রে নিয়ে আসা বা খনি থেকে কয়লা এবং খনিজ পদার্থ শিল্পকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা সড়কপথের মাধ্যমেই ভালো হয়। যেমন—রানিগঞ্জ, আসানসোল থেকে জাতীয় সড়কপথে কয়লা হুগলি শিল্পাঞ্চলে এসে পৌঁছায়।

পার্বত্য অঞ্চলে উন্নতির জন্য: উত্তর ভারত, উত্তর-পূর্ব ভারত বা দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চলে যেখানে রেল পরিবহণ উন্নত নয় সেখানে সড়কপথ পরিবহণের মাধ্যমেই আঞ্চলিক উন্নয়ন সম্ভব| তাই ওইসব অঞ্চলে সড়কপথে গুরুত্ব খুব বেশি।


নির্মাণ ব্যয় কম: রেলপথের তুলনায় সড়কপথের নির্মাণ ব্যয় কম। তাই ভারতের মতো দেশে সড়কপথের বিকাশ হলে অর্থনীতির ওপর কম চাপ পড়ে।

রেলপথ পরিবহনের গুরুত্ব :

রেলপথ ভারতের শ্রেষ্ঠ পরিবহণ মাধ্যম। ভারতের মতো দেশে আর্থ-সামাজিক পরিবর্তনে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে-

যাত্রী ও পণ্য পরিবহণ: অগণিত যাত্রী এবং পণ্য পরিবহণে রেলের ভূমিকা সবচেয়ে বেশি| অতি দ্রুত এবং খুব কম খরচে এই প্রকার পরিবহণ করা সম্ভব। রেলই সর্বাধিক মাত্রায় দেশের অভ্যন্তরে যাত্রী ও পণ্য পরিবহণ করে।

কৃষির উন্নতি: ভারতে কৃষির উন্নতির জন্য রেলপথের বিশেষ ভূমিকা রয়েছে। রেলপথে কৃষির প্রয়োজনীয় সার, কীটনাশক, বীজ, যন্ত্রপাতি ইত্যাদি খুব কম খরচে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়। আবার রেলপথের মাধ্যমেই উৎপাদিত ফসল খাদ্য ঘাটতি অঞ্চলে দ্রুত পাঠানো যায়।

শিল্পের উন্নতি: ভারতে শিল্পের উন্নতিতে রেলের ভূমিকা অত্যন্ত বেশি|রেলপথে শিল্পের কাঁচামাল, জ্বালানি, যন্ত্রপাতি প্রভৃতি যেমন কারখানাগুলিতে যায়, তেমনই রেলপথের মাধ্যমেই উৎপাদিত পণ্য সারাদেশের বিভিন্ন বাজারগুলিতে পাঠানো হয়। তাই রেলপথ ব্যবহারের সুবিধা থাকলে শিল্পের দ্রুত উন্নতি ঘটে।

তাপবিদ্যুৎ উৎপাদন: কয়লাখনি থেকে কয়লা রেলপথের মাধ্যমেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে সরবরাহ হয়। সুতরাং, তাপবিদ্যুৎ উৎপাদনে রেলপথের ভূমিকা যথেষ্ট।

Rlearn Education