দাঁড়িয়ে প্রস্রাব করা মোটেই উচিত নয় ! হতে পারে বিরাট সমস্যা |

দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যা ক্ষতি হয়?

দাঁড়িয়ে প্রস্রাব করাকে ক্ষতিকর বলা হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যায়। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সব মারাত্মক ক্ষতি হয় আসুন তা জেনে নেই।

দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোনও চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু বের হতে পারে না। বরং তা উপর দিকে উঠে যায়। ফলে অস্থিরতা বাড়ে, রক্তচাপ বাড়ে, হৃদস্পন্দনও বেড়ে যায়। বার বার হেঁচকি উঠতে থাকে।

☞ প্রস্রাবের দূষিত পদার্থগুলো মূত্রথলির নীচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে মূত্রথলিতে চাপ লাগে ফলে সহজেই ওসব দূষিত পদার্থ বের হয়ে যায়।

☞ যারা নিয়মিত দাড়িয়ে প্রস্রাব করেন, তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস, কিডনির রোগ হবেই।

☞ এর কারণে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয়।

☞ দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে।

Rlearn Education