General Studies Practice Set : 1
1. এশিয়ার রোম কাকে বলা হয়?
➟ দিল্লি
2. দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থলের নাম কী?
➟ রাজঘাট
3. FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
➟ 1904 সালে
4. কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?
➟ 76 বছর
5. জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
➟ চীন
6. চিনের প্রাচীর কে নির্মান করেন?
➟ চিনের রাজা কিন শি হুয়াং
7. হামিং বার্ড কোন দেশের জাতীয় প্রতীক?
➟ ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো
8. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
➟ গ্রিক বিজ্ঞানীরা
9. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
➟ আনাইমুদি
10. ভারতের অরণ্য গবেষনাগার টি কোথায় অবস্থিত?
➟ দেরাদুন
11. পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহন করেছিল?
➟ ইংল্যান্ড
12. বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়?
➟ 11 জুলাই
13. বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন?
➟ 90%
14. ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ কোনটি?
➟ আর্যভট্ট
15. সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি?
➟ অ্যানাবিনা, নস্টক
16. কোন ধাতুর আকরিকের নাম ‘গ্যালেনা’?
➟ সীসা
17. স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয়?
➟ ইস্পাত
18. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘ PVC ‘শব্দ টির অর্থ কি?
➟ পলিভিনাইল ক্লোরাইড
19. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
➟ শূন্য
20. দুর্গাপুর কী নামে পরিচিত?
➟ ভারতের রুঢ়
21. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?
➟ স্থিতি শক্তি
22. মুখ্য রং কোন তিনটি?
➟ লাল, নীল, সবুজ
23. ‘Art of Living’ এর প্রবক্তা কে?
➟ শ্রী শ্রী রবিশঙ্কর
24. ভারতের কোথায় ধান গবেষণাগার আছে?
➟ ওডিশার কটক শহরে
25. চারমিনার কোন শহরে অবস্থিত?
➟ হায়দ্রাবাদ
26. ‘বুল’ এবং ‘বিয়ার’ শব্দ দুটি কীসের সাথে জড়িত?
➟ শেয়ার বাজার
27. ন্যশানাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?
➟ মুম্বাই
28. SAARC কবে প্রতিষ্ঠিত হয়?
➟ 8 ডিসেম্বর, 1985
29. WHO এর সদর দফতর কোথায় অবস্থিত?
➟ জেনিভা
30. PAN এর সম্পূর্ন রূপ লেখ ।
➟ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার
31. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?
➟ নাব্রা উপত্যকা (কারাকোরাম)
32. কসমিক ইয়ার (Cosmic Year) কি?
➟ যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে
33. ওড়িশা রাজ্যের State Animal কোনটি?
➟ সম্বর হরিণ
34. শরীরের সবথেকে বড়ো অঙ্গ কী?
➟ ত্বক
35. DNS বলতে কী বোঝায়?
➟ ডোমেন নেম সিস্টেম |
I was recommended this website by my cousin I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my difficulty You are wonderful Thanks
My cousin recommended this website to me, however I’m not sure if he wrote this post because no one else has such in-depth knowledge of my problems. You are amazing, thanks.