General Knowledge questions| GK
1. সবচেয়ে বড় ফুল হল ➔ র্যাফ্লেসিয়া
2. শ্বেত হস্তী পাওয়া যায় ➔ মালয়ে
3. জাহাজের গতিবেগ মাপার একক ➔ নট
4. যে দর্পণ যানবাহনে ব্যবহৃত হয় ➔ উত্তল
5. আধুনিক বিজ্ঞানীরা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশ আবিষ্কার করেছেন, তার নাম ➔ কোয়ার্ক
6. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের লেখা কমিয়ে নিলে ➔ অবশিষ্টাংশ পূবতীরতার সঙ্গে জ্বলবে
7. বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে ➔ অক্সিন
8. অপটিকত তন্তু যে নীতিতে কাজ করে ➔ সামগ্রিক অভ্যন্তরীণ প্রতিফলন
9. যে স্নায়ু শব্দ উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায় সেটি হল ➔ গ্লসোফ্যারিঞ্জিয়াল
10. টিস্যু প্রোটিন গঠনে যে অ্যাসিডটি গুরুত্বপূর্ণ ➔ অ্যামাইনো অ্যাসিড
11. কোন প্রানীর চোখে পেকটিন থাকে ➔ পায়রা
12. বাদুড় দিক নির্ণয় করে ➔ আল্ট্রাসোনিক শব্দ তরঙ্গের সাহায্যে
13. হল্যান্ডের জাতীয় ফুল কী ➔ টউলিপ
14. সার ➔ এটি উদ্ভিদের পুষ্টি যোগায় এবং জমিতে pH এর মাত্রার সমতা বজায় রেখে শস্য উৎপাদন বৃদ্ধি করে
15. নাকের ছিদ্রে চুল ও মিউকাস মেমব্রেন থাকার কারণ ➔ নাকে ধূলিকণা যুক্ত বাতাস যেন ঢুকতে পারে না
16. বোকারো স্টীলপ্লান্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ➔ ঝারখন্ড
17. সবথেকে উৎকৃষ্ট লৌহ আকরিক ➔ ম্যাগনেটাইট
18. ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় ➔ CFC দ্বারা
19. কোনো জলাশয় থেকে শৈবাল হঠাৎ অদৃশ্য হলে ➔ মাছ, চিংড়ি, প্রোটোজোয়া প্রভৃতি মারা যাবে খাদ্য ও অক্সিজেনের অভাবে
20. কাঁচ তৈরি হয় ➔ বালি দিয়ে
21. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয় ➔ ওডিশা
22.অ্যালুমিনিয়ামের খনিজের নাম কী ➔ বক্সাইট
23. জাপানিদের প্রিয় মদ ‘সেক’ তৈরি হয় ➔ চাল থেকে
24. তারপেনটাইন তেল সংগৃহীত হয় ➔ পাইন গাছ থেকে
25. সাধারণ মাকড়সার কতগুলো চোখ থাকে ➔ 8 টি
26. যে সমস্ত জ্বালানি কম পরিবেশ দূষণ ঘটায় ➔ হাইড্রোজেন জ্বালানি
27. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ➔ এর ক্ষেত্র হল রোগ প্রতিরোধ করা ও বৃদ্ধি ঘটানো
28. সবচেয়ে বড় অক্ষরেখাটির নাম কী ➔ নিরক্ষরেখা
29. পায়রার বায়ুথলি ➔ 9 টি
30. একটি পটকাবিহীন মাছের নাম ➔ হাঙর
31. ইজরায়েলের সরকারি ভাষা ➔ হিব্রু
32. সাইবেরিয়ার সরলবর্গীয় অরণ্য কী নামে পরিচিত ➔ তৈগা
33. ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধিতিকে কী বলে ➔ পার্ল কালচার
34. পাইরোলুসাইট কী ➔ ম্যাঙ্গানিজের আকরিক
35. শ্বেত অভ্রকে কী বলে ➔ মাসকোভাইট|
Gk for SSC| West Bengal Police Gk|PSC Gk | Food Gk | Railway Exam Gk | West Bengal Police Exam Gk| General knowledge Practice| Kp gk|West Bengal PSC SSC exam Gk