WBPSC Food SI General Studies

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নোত্তর



1. মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
➥ ১৯০৬ সালে

2. কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়?
➥ আমেদাবাদ

3. ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান?
➥ রবীন্দ্রনাথ ঠাকুর

4. ঝুমর কোন রাজ্যের লোকনৃত্য?
➥ হরিয়ানা

5. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
➥ ২১ শে মার্চ

6. ভারতীয় সংবিধানের ১৫ (১)নং ধারায় কি বলা হয়েছে?
➥ শিক্ষাক্ষেত্রে নারীদের সমান অধিকার থাকবে

7. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
➥ রাজা মোহন মোহন রায়

8. সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিনত হয়?
➥ 1975 সালে

9. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত?
➥ সুন্দরবনে

10. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
➥ বিম্বিসার |

WBPSC Food SI General Studies

01. ভারতে প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি?
➥ অন্ধ্রপ্রদেশ

02. চারমিনার কোন শহরে অবস্থিত?
➥ হায়দ্রাবাদ

03. নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী?
➥ ওয়েলিংটন

04. পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
➥ পামির (তিব্বত)

05. বাস্তুবিদ্যা সংক্রান্ত বিদ্যাকে কী বলে?
➥ Ecology

06. ভারতে 26 জানুয়ারি কী পালিত হয়?
➥ প্রজাতন্ত্র দিবস

07. ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা?
➥ ডেনমার্ক

08. ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা?
➥ কিতাব-উল- রাহেলা

09. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
➥ অসম

10. ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত?
➥ 71%

WBPSC Food SI General Studies


1. আবু হোসেন চিত্রটি কার আঁকা?
➥ রবীন্দ্রনাথ ঠাকুর

2. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
➥ গুরু নানক

3. ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
➥ ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা

4. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?
➥ সিয়াচেন

5. সূর্যের সবথেকে দূরবর্তী গ্রহ কোনটি?
➥ নেপচুন

6. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
➥ ভারত ও চিন

7. ডিরোজিয়োর অনুগামীদের কী বলা হত?
➥ নব্যবঙ্গীয় গোষ্ঠী

8. “করেঙ্গে ইয়ে মরেঙ্গে” এই স্লোগানটি কোন বিখ্যাত ব্যক্তির?
➥ মহাত্মা গান্ধী

9. ফ্যারাড (F) কোন রাশির একক?
➥ ধারকত্ব

10. সেন্টিগ্রেড স্কেলে পরমশূন্য উষ্ণতার পাঠ কত?
➥ – 273°C

WBPSC Food SI General Studies

1. সর্পগন্ধা গাছের মূল থেকে কোন উপক্ষারটি পাওয়া যায়?
➥ রেসারপিন

2. কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়?
➥ আয়রন

3. ‘ডিওডিনাম’ মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ?
➥ অন্ত্র

4. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়?
➥ অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স

5. রক্তে কত শতাংশ রক্তকনিকা থাকে?
➥ 45

6. ফেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে?
➥ ল্যাকটিক অ্যাসিড

7. কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত?
➥ রেয়ন

8. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়?
➥ 5 জুন

9. কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিনত হয়?
➥ 0°C

10. Unicode-এ ক-টি bit ব্যবহার করা হয়?
➥ 16

WBPSC Food SI General Studies

1. ভারতের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়?
➥ কলকাতা

2. কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত?
➥ কম্পিউটার সফটওয়্যার

3. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী?
➥ Fortran

4. ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত?
➥ 24 ফুট

5. অলিম্পিকের আসরে প্রথম হকি খেলা কোন সালে হয়?
➥ 1908

6. ‘টি’ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
➥ গলফ

7. ওয়াটার পোলো-তে উভয়পক্ষে কতজন খেলোয়াড় থাকে?
➥ 7

8. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর সদর দফতর কোথায়?
➥ জেনিভা

9. বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়?
➥ 16 অক্টোবর

10. IMF-এর আঞ্চলিক দফতর দুটি কোথায় অবস্থিত?
➥ প্যারিস ও জেনিভা |

Comments 2

  • Wow wonderful blog layout How long have you been blogging for you make blogging look easy The overall look of your site is great as well as the content

  • I loved as much as you will receive carried out right here The sketch is attractive your authored material stylish nonetheless you command get got an impatience over that you wish be delivering the following unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike

Rlearn Education