Madhyamik 2025 Geography suggestion |মাধ্যমিক 2025 ভূগোল সাজেশান|Rlearn
West Bengal Madhyamik Geography Suggestion| Geography Suggestion For Madhyamik Exam | Madhyamik Geography Suggestion| Madhyamik Bhugol Suggestion| WBBSE MP Geography suggestion| Madhyamik Geography Suggestion 2025
বিভাগ- ‘ক’
বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ১৪ = ১৪
১.১ যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে—
(ক) অগ্ন্যুদ্গম্ (খ) আরোহণ (গ) সঞ্জয় কার্য (ঘ) অবরোহণ
১.২ হিমবাহ সৃষ্ট হ্রদ হল—
(ক) করি হ্রদ (খ) প্লায়া হ্রদ (গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (ঘ) উপহ্রদ
১.৩ দুটি নদী-অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে—
(ক) জলবিভাজিকা (খ) নদীমঞ্চ (গ) স্বাভাবিক বাঁধ (ঘ) দোয়াব
১.৪ বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে —.
(ক) বালিয়াড়ি (খ) হামাদা (গ) থ্রিয়ান (ঘ) লোয়েস
১.৫ সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে—
(ক) শট্স (খ) বোলসন (গ) ধান্দ (ঘ) তাল
১.৬ কেন্দ্রশাসিত অঞ্চল লাডাককে পৃথক করা হয়েছে—
(ক) তেলেঙ্গানা (খ) জম্মু ও কাশ্মীর (গ) উত্তরাখণ্ড (ঘ) ঝাড়খণ্ড
১.৭ শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে—
(ক) ভাবর (খ) খাদার (গ) কারেওয়া (ঘ) দুন
১.৮ ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি —
(ক) হিরাকুঁদ (খ) ভাকরা-নাঙ্গাল (গ) নাগার্জুন সাগর (ঘ) রাণাপ্রতাপ সাগর
১.৯ ‘মৌসুমি বিস্ফোরণ’ প্রথমে দেখা যায়—
(ক) কেরলে (খ) কর্ণাটকে (গ) মেঘালয়ে (ঘ) পশ্চিমবঙ্গে
১.১০ যে অঞ্চলে ‘চন্দন’ গাছ জন্মায় তা হ’ল—
(ক) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ (খ) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ (গ) ক্রান্তীয় মরু উদ্ভিদ (ঘ) সরলবর্গীয় উদ্ভিদ
১.১১ ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত –
(ক) জোড়হাটে (খ) বেঙ্গালুরুতে (গ) চিকমাগালুরে (ঘ) কোয়েম্বাটোরে
১.১২ পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্ৰ হল –
(ক) দুর্গাপুরে (খ) খড়গপুরে (গ) সেক্টর ৫ সল্টলেকে (ঘ) শিলিগুড়িতে
১.১৩ ভারতের আদমসুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল—
(ক) ৪০০০ (খ) ৫০০০ (গ) ৬০০০ (ঘ) ৭০০০
১.১৪ ভারতের বৃহত্তম বন্দর শহর হল—
(ক) হলদিয়া (খ) চেন্নাই (গ) কোলকাতা (ঘ) মুম্বাই
মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫| Madhyamik 2025 Geography Suggestion
বিভাগ – ‘খ’
২.১. নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১ × ৬ = ৬
২.১.১ সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে হিমশৈল বলে।
২.১.২ শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র।
২.১.৩ নদীর গতিবেগ পরিমাপের একক হ’ল কিউসেক।
২.১.৪ ভারতের আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ।
২.১.৫ লোককটাক ভারতের বৃহত্তম উপহ্রদ।
২.১.৬ দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত।
২.১.৭ ভারতের একটি বনজভিত্তিক শিল্প হল কাগজ শিল্প।
২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১ × ৬= ৬
২.২.১ দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে_______বলে।
২.২.২ নীল নদের বদ্বীপ ______আকৃতির।
২.২.৩ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হ’ল________।
২.২.৪ অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ________নামে পরিচিত।
২.২.৫ উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে
২.২.৬ জামনগর________শিল্পের জন্য বিখ্যাত।
২.২.৭ _______মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।
২.৩. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১ × ৬= ৬
২.৩.১ মেরুঅঞ্চলে কোন্ উচ্চতায় হিমরেখা দেখা যায়।
২.৩.২ নদী বাকের কোন্ দিকে ক্ষয় বেশি ঘটে?
২.৩.৩ বায়ুপ্রবাহের সমানতরালো সৃষ্ট বালিয়াড়ি গুলির নাম লোখো।
২.৩.৪ পশ্চিম হিমালয়ের “তাল”কী?
২.৩.৫. ভারতের কোন্ রাজ্যে গঙ্গানদীর নিন্নগতি দেখা যায়?
২.৩.৬ পার্বত্য টালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি-পদ্ধতির নাম লেখো।
২.৩.৭ ভারতের কোন্ রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী?
২.৩.৮ “ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল?
মাধ্যমিক ২০২৫ ভূগোল সাজেশন | Madhyamik 2025 Geography Suggestion
বিভাগ – ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ২ × ৬ = ১২
৩.১ পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো?
অথবা, তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও।
৩.২ পর্যায়ণের সংজ্ঞা দাও ।
অথবা, পলল শঙ্কু কী ?
৩.৩ ‘ময়দান’ বলতে কি বোঝো?
অথবা, ‘কচ্ছের রণ’ কী?
৩.৪ ‘পশ্চিমী ঝঞ্ঝার’সংজ্ঞা দাও ।
অথবা। কৃষি বনসৃজন বলতে কি বোঝো?
৩.৫ ধাপ চাষের সংজ্ঞা দাও ।
অথবা, বাণিজ্যিক ফসল কী?
৩.৬ ‘বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো?
অথবা, ‘উত্তর-দক্ষিণ করিডর কী?
৩.৭ উপগ্রহচিত্রের দুটি ব্যবহার লেখো | অথবা, ডিগ্রি শিট কি ?
বিভাগ – ‘ঘ’
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩ × ৪ = ১২
৪.১ সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো।
অথবা, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য উল্লেখ করো।
৪.২ উষ্ণ মরুঅঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো।
অথবা, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য করো।
৪.৩ ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো।
অথবা, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন?
৪.৪ পূর্বঘাট ও পশ্চিমঘাটের পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
অথবা, ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো।
৪.৫ বর্জ্য ব্যবস্থাপনায় 3R পদ্ধতির গুরুত্ব |
উত্তর- এখানে ক্লিক করো |
৪.৬ বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিল ও কম্পোস্টিং এর আলোচনা করো |
Madhyamik 2025 Geography suggestion
কিছু অতিরিক্ত প্রশ্ন – 2 মার্কস :
1. জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো।
2. গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য?
3. বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে ?
4. বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত লেখ?
5. মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন ?
6. পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো |
7. মালনাদ ও ময়দান কী?
8. চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কী জানো?
9. E বর্জ্য কী ?
10. ডিগ্রী শিট কী ?
বিভাগ – ‘ঙ’
৫.১ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ২ = ১০
৫.১.১ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও ।
অথবা, উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা |
৫.১.২ হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও ।
অথবা, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও |
৫.১.৩ মধ্যগতিতে নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
অথবা, বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো |
৫.১.৪ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও।
অথবা, বায়ুমণ্ডলে উষ্ণতা বা তাপমাত্রার তারতম্যের কারণগুলি লেখো |
অথবা, বায়ুমণ্ডলে বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো |
৫.১.৫ চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো | অথবা, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বা সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রক গুলি লেখো |
Madhyamik 2025 Geography suggestion
৫.২ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫ × ২ = ১০
৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো ।
৫.২.২ ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।
অথবা, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো |
৫.২.৩ ভারতে ধান / কার্পাস/ কফি/চা/ গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও ।
৫.২.৪ পূর্ব-ভারতে লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৫ উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর তুলনামূলক আলোচনা করো |
অথবা, ভারতের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো |
Madhyamik 2025 Geography suggestion| মাধ্যমিক ২০২৫ ভূগোল সাজেশন | মাধ্যমিক 2025 সাজেশান
বিভাগ – ‘চ’
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও: ১ × ১০ = ১০
৬.১ বিন্ধ্য পর্বত
৬.২ মালাবার উপকূল
৬.৩ কাবেরী নদী
৬.৪ একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
৬.৫ একটি কৃষ্ণমৃত্তিকা
৬.৬ পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল
৬.৭ পশ্চিমবঙ্গের একটি পেট্রো-রসায়ন-শিল্পকেন্দ্র |
৬.৮ একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র
৬.৯ পূর্ব-উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর
৬.১০ নতুন দিল্লি |
West Bengal Madhyamik Geography Suggestion 2025 | Class ten Geography Suggestion| Geography Suggestion for Madhyamik| Dosom srenir Geography Suggestion| WBBSE Geography Suggestion| Important Questions Answer for Madhyamik Exam| Model Question paper Madhyamik Geography Exam | Madhyamik Geography 2025 Suggestion |Madhyamik Geography Suggestion 2025| Rlearn Education |Samrat Exclusive Suggestion| Ready Steady go Madhyamik Suggestion| Madhyamik Challengers Suggestion|Khan sir Suggestion| Rafi Ahmed Jewel Sir Suggestion|Rlearn Education Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশান 2025
[…] Madhyamik Geography Suggestion 2025 By Rafi Ahmed Jewel […]
[…] Class 12 English Suggestion 2025 | HS English Suggestion 2025 | WBCHSE Class 12th HS English Suggestion 2025| HS English Suggestion […]