Child Development & Pedagogy Practice Set

প্রাইমারী এবং আপার প্রাইমারী টেট প্র্যাকটিশ সেট | CDP practice set

প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর নীচে দেওয়া হলো, যা আপনাদের Upcoming Primary TET পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

সুপ্রিয় ছাত্র-ছাত্রীরা, আজকের পোস্টে প্রাইমারি টেট প্র্যাকটিস সেটটি শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক শিশু বিকাশ ও পেডাগোগী বিষয় থেকে পনেরোটি প্রশ্ন দেওয়া আছে। এটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিসের প্রশ্নগুলি দেখে নাও |

প্রাইমারী এবং আপার প্রাইমারী শিশু মনস্তত্ত্ব বিদ্যা | Child development and pedagogy Practice Set

Child Development Pedagogy Practice Set For TET EXAM

1. ছাত্রদের নিয়মিতভাবে কাজ দেওয়ার উদ্দেশ্য —

(A) বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহ তৈরি করা

(B) নিয়মিত পড়াশুনা করতে ছাত্রদের বাধ্য করা

(C) বিষয়ের গভীরতর জ্ঞানলাভে ছাত্রদের সক্ষম করে তোলা

(D) সবকটিই

Answer – সবকটিই |


2. ছাত্রদের শিক্ষাদানের ক্ষেত্রে নীতিশিক্ষা গুরুত্বপূর্ণ কারণ —

(A) বর্তমান পরিস্থিতিতে নীতিশিক্ষা প্রয়োজনীয়

(B) নীতিশিক্ষা ছাত্রদের শিক্ষাগ্রহণে উদ্দীপ্ত করে

(C) চরিত্রগঠনের জন্য নীতিশিক্ষা প্রয়োজনীয়

(D) নীতিশিক্ষা একজন মানুষকে মহান করে তোলে

Answer – চরিত্রগঠনের জন্য নীতিশিক্ষা প্রয়োজনীয় |

3. ক্লাসে আবৃত্তি করতে এবং জোরে পড়তে ছাত্রদের উৎসাহিত করা উচিত কারণ —

(A) এতে ছাত্রদের লাজুকভাব কেটে যায়

(B) শিক্ষক এবং অন্য ছাত্ররা পড়া শুনতে পারে

(C) পাঠের অর্থও এভাবে পড়ার সময় শিক্ষকের পক্ষে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়

(D) এতে উচ্চারণের ভুলত্রুটি শুধরে দেওয়া যায়

Answer – এতে উচ্চারণের ভুলত্রুটি শুধরে দেওয়া যায় |

4. ছাত্ররা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় শিক্ষক কখনই বুঝতে দেবেন না যে তিনি —

(A) উত্তর শুনে কোনো কারণে দুঃখ পেয়েছেন

(B) তাদের উত্তর সঠিক নয়

(C) তাদের উত্তর স্পষ্ট নয়

(D) শিক্ষক হলেও তিনি বিষয়টি জানেন না

Answer – উত্তর শুনে কোনো কারণে দুঃখ পেয়েছেন |

20

5. শিক্ষাদানের পরিকল্পনা প্রনয়নের সময় মনে রাখা প্রয়োজন —

(A) শিশুদের প্রাথমিক জ্ঞান কোন্ বিষয়ে আছে

(B) কোন্ শিক্ষন পদ্ধতিটি নির্বাচন করা সঙ্গত

(C) শিক্ষণকে সবসময় আকর্ষনীয় করে তোলা উচিত

(D) সবকটিই

Answer – সবকটিই |


6. শিশুর বুদ্ধি ও বিকাশ কীসের ওপর নির্ভরশীল ?

(A) পরিবেশের প্রভাব

(B) জিনগত বৈশিষ্ট্য

(C) ব্যক্তির প্রভাব

(D) সবকটিই

Answer – সবকটিই |

7. ‘A good mother is worth a hundred school master’ কে বলেছেন?

(A) স্পেন্সর

(B) হার্বাট

(C) রেমন্ট

(D) ব্যালার্ড

Answer – হার্বাট |

8. শিশুর বিকাশ আসলে –

(A) ধীর বা দ্রুত গতিশীলতা

(B) ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন একটি প্রক্রিয়া

(C) শিশুর ক্রমবৃদ্ধি

(D) স্বাভাবিক বৃদ্ধি

Abswer – ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন একটি প্রক্রিয়া |

9. শিশুর সৃজনশীলতা সম্পর্কে নীচের কোনটি সত্য নয় ?


(A) অত্যন্ত বুদ্ধিমান শিশুরা সৃজনশীল হয় কিন্তু এর বিপরীত বক্তব্যটি সঠিক নয়


(B) ব্যক্তিগত সম্পর্কে সৃজনশীল শিশুরা সামাজিকতা রক্ষা করে

(C) সৃজনশীল শিশুরা নিজেদের ধারনার প্রতিনিবেদিত প্রাণ এবং এজন্য ঝুঁকি নিতেও পিছপা হয় না

(D) সমালোচনায় তারা সহজেই বিচলিত হয়ে পড়ে

Answer – ব্যক্তিগত সম্পর্কে সৃজনশীল শিশুরা সামাজিকতা রক্ষা করে |

10. মানসিকভাবে যথেষ্ট পিছিয়ে পড়া একজন ছাত্রকে শেখানো যায়না –

(A) পড়া ও লেখার মাধ্যমে

(B) খেলাধুলোর মাধ্যমে

(C) (A) ও (B) উভয়ই

(D) এগুলির কোনোটিই নয়

Answer – পড়া ও লেখার মাধ্যমে |

11. সহজাত দক্ষতাসম্পন্ন শিশুদের মধ্যে কোন্ নেতিবাচক বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় ?

(A) তাদের জ্ঞানতৃষ্বা পরিতৃপ্ত না হলে তারা অস্থির ও বিরক্ত হয়

(B) নিম্নমানের নির্দেশের প্রতি তারা অমনোযোগী হয়

(C) হাতের লেখার প্রতি সচেতন থাকে না

(D) তারা অস্থিরচিত্ত হয়

Answer – তাদের জ্ঞানতৃষ্বা পরিতৃপ্ত না হলে তারা অস্থির ও বিরক্ত হয় |

12. শিশুদের ভাষাগত দক্ষতা বিকশিত হয়—

(A) উন্নততর আর্থ-সামাজিক পরিস্থিতিতে

(B) উন্নততর স্কুলে

(C) শিশুদের মত প্রকাশের স্বাধীনতা প্রদান করলে

(D) সবকটিই

Answer – সবকটিই |

13. শিশুরা বড়দের বহুরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। এটি কীসের দ্যোতা ?

(A) সৃজনশীলতা

(B) অনুসন্ধিৎসা

(C) (A) এবং b) দুটোই

(D) এগুলির কোনোটিই নয়

Answer – (A) এবং b) দুটোই |

14. 5 – 6 বছর বয়সের শিশুদের নীচের কোটি শেখানো উচিত নয় ?

(A) অঙ্ক, কারণ সে চিহ্ন বুঝতে পারে না

(B) গল্প কারণ তার শব্দভাণ্ডার সমৃদ্ধ নয়

(C) সোশ্যাল স্টাডিজ

(D) ভাষা

Answer – সোশ্যাল স্টাডিজ |


15. স্কিনার-এর মতে রিইনফোর্সমেন্ট হল –

(A) ধনাত্মক

(B) ঋণাত্মক

(C) শাস্তি প্রদানকারী

(D) সবকটিই

Answer – সবকটিই |

Rlearn Education