ইতিহাসের ধারণা : অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Class ten history suggestion | Dosom srenir itihas Suggestion | History Suggestion for Madhyamik | ইতিহাসের ধারণা অতিসংক্ষিপ্ত প্রশ্ন | মাধ্যমিক ইতিহাস MCQ | দশম শ্রেণীর মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন | Class ten History first chapter MCQ|very short type questions for Madhyamik history exam|Important Questions Answer for Madhyamik Exam | Khan sir Suggestion |Madhyamik Challengers Suggestion |Madhyamik History Suggestion | Madhyamik History Suggestion | Model Question paper Madhyamik History Exam | Rafi Ahmed Jewel Sir Suggestion | Ready Steady go Madhyamik Suggestion | Rlearn Education | Samrat Exclusive Suggestion | WBBSE History Suggestion | West Bengal Madhyamik History Suggestion
1. হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬৭ খ্রীষ্টাব্দে।
2. বিশ শতকের দুজন বাঙালী মল্লযোদ্ধাকারীর নাম লেখ।
উঃ যতীন্দ্রপ্রসাদ গুহ ও ফণীন্দ্রকৃষ্ণ গুহ।
3. বাংলার কবে, কোথায় প্রথম ফুটবলের আসর বসে?
উঃ ১৮৫৪ সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে এসপ্লানেড ময়দানে।
4. বাঙালীদের মধ্যে প্রথম কে ফুটবল খেলেন?
উঃ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।
5. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৭৯২ সালে।
6. প্রথম কোন বাঙালী ওভার হেড বল করেন?
উঃ নগেন্দ্রপ্রসাদ অধিকারী।
7. টাউন ক্লাব কে প্রতিষ্ঠা করেন?
উঃ সারদারঞ্জন রায়।
8. ‘রসগোল্লা বাংলার জগৎমাতানো আবিষ্কার’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ হরিপদ ভৌমিক।
9. মহাভারত কে রচনা করেন?
উঃ ব্যাসদেব।
10. পাণিনির রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম লেখ।
উঃ অষ্টাধ্যায়ী।
11. ‘অষ্ট্যাধ্যায়ী’ গ্রন্থে উল্লিখিত দুজন নাটাচার্যের নাম লেখ।
উঃ শিলালিন ও কৃশাশ্ব।
12. ‘নাট্যশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ভরত।
13. ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
14. ‘বাংলা নাটকের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আশুতোষ ভট্টাচার্য।
15. ‘দৃশ্যকাব্য’ পরিচয়’ গ্রন্থটি কার লেখা।
উঃ সত্যজীবন মুখোপাধ্যায়।
16. বাংলার কয়েকজন চলচিত্রকারের নাম লেখ।
উঃ ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ফারহানা মিলি।
17. পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরির কৌশল কে কত সালে আবিষ্কার করেন?
উঃ ১৮১১ খ্রীষ্টাব্দে টেলফোর্ড ও ম্যাকডম।
18. কে কত সালে বাষ্পচালিত রেল-ইঞ্জিন আবিষ্কার করেন?
উঃ ১৮১৪ সালে জর্জ স্টিভেনসন।
19. বাষ্পীয় পোত বা স্টীমার কে আবিষ্কার করেন?
উঃ ১৮১৫ তে ফুলটন।
20. ‘বৌদ্ধধর্মের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ লামা তারানাথ।
21. ফটোগ্রাফির সূচনা প্রথম কবে কোথায় হয়?
উঃ ১৮৩৯ সাল নাগাদ ইউরোপে।
22. ক্যালোটাইপ সোসাইটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৪৭ সালে লণ্ডনে।
23. কবে কোথায় রয়েল ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৩ তে লণ্ডনে।
24. জিগুরাত কী?
উঃ প্রাচীন মিশরে নগর দেবতার উদ্দেশ্যে তৈরি মন্দিরকে জিগুরাত বলে।
25. ‘যশোর-খুলনার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সতীশচন্দ্র মিত্র।
26. ‘হুগলী জেলার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সুধীরকুমার মিত্র।
27. ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রাধারমন সাহ।
28. ‘The Archaeology of Ancient India Cities’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ দিলীপ কুমার চক্রবর্তী।
29. ‘Immortal India’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জে এইচ দভে।
30. ‘মধ্যযুগের নগর’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ অনিরুদ্ধ রায়।
31. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কৌটিল্য।
32. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণিত আছে?
উঃ কাশ্মীরের।
33. ‘হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ প্রফুল্লচন্দ্র রায়।
34. ‘প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ প্রফুল্ল ঘোষ।
35. ‘বিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সমর সেন।
36. ‘প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।
37. ‘উইমেন ইন মর্ডাণ ইণ্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ নীরা দেশাই।
38. ‘দি ইণ্ডিয়ান উইমেনঃ ফ্রম পর্দা টু মডার্নিটি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জেরাল্ডিন ফোর্বেস।
39. গান্ধীজীর আত্মজীবনীটির নাম কী?
উঃ আত্মজীবনী (An Autobiography).
40. ‘এ নেশন ইন মেকিং’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
41. ‘আত্মচরিত গ্রন্থটির রচয়িতা কে?
উঃ শিবনাথ শাস্ত্রী।
42. ‘দি ইণ্ডিয়ান স্ট্রাগল’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সুভাষচন্দ্র বসু।
43. ‘জীবনস্মৃতি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
44. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সরলাদেবী চৌধুরানী।
45. মেমারিজ অব মাই লাইফ অ্যান্ড টাইমস’ – গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বিপিনচন্দ্র পাল।
46. ‘সত্তর বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বিপিনচন্দ্র পাল।
47. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ প্রবাসী পত্রিকায়।
48. ‘প্রবাসী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ রামানন্দ চট্টোপাধ্যায়।
49. ‘প্রতাপাদিত্য উৎসব’ কবে শুরু হয়?
উঃ ১৯৫৩ সালে।
50. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ – গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জওহরলাল নেহেরু।
51. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ – গ্রন্থটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
উঃ ১৯২৯ সালে।
52. জওহরলাল নেহেরু কত সালে কারারুদ্ধ হন?
উঃ ১৯৩০ সালে।
53. ‘গ্লিমপসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জওহরলাল নেহেরু।
54. কত খ্রীষ্টাব্দে ‘বেঙ্গল গেজেট’ পত্রিকাটি প্রকাশিত হয়?
উঃ ১৭৮০ খ্রীষ্টাব্দে।
55. ‘বেঙ্গল গেজেট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ অগাস্টাস হিকি।
56. কত খ্রীষ্টাব্দে ‘দিগ্দর্শন’ পত্রিকাটি প্রকাশিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
57. ‘দিগ্দর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ জল ক্লার্ক মার্শম্যান।
58. কত খ্রীষ্টাব্দে কার সম্পাদনায় ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রকাশিত হয়?
উঃ ১৮৭২ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্রের সম্পাদনায়।
59. ‘সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ দ্বারকানাথ বিদ্যাভূষণ।
60. বিপিনচন্দ্র পাল কত খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে |