মাধ্যমিক ইতিহাস : কংগ্রেসে বামপন্থী মনোভাবের উদ্ভবের কারণ
কংগ্রেসে বামপন্থী মনোভাবের উদ্ভবের কারণ ও ফলাফল কী ছিল?
উত্তর :
ভূমিকা :
জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কেননা বহুদিন ধরে কংগ্রেস যেমন দেশকে নেতৃত্ব দিয়েছিল তেমনি আবার দেশ কংগ্রেসের নেতৃত্ব মেনে নেয়। তবে বিংশ শতকের প্রথম দিকেই। কংগ্রেসের মধ্যে বামপন্থী মনোভাবের জন্ম হয়। তাই জাতীয় রাজনীতিতে আইন অমান্য আন্দোলনের পরবর্তীকালে যে শূন্যতার সৃষ্টি হয় তারই ফলস্বরূপ বামপন্থী মনোভাবে জন্ম হয়েছিল। এ ছাড়াও কংগ্রেসের মধ্যে বামপন্থী মনোভাবের উদ্ভবের জন্য নিম্নলিখিত কারণগুলি কাজ করেছিল যেমন—
কারণ :
(a) অহিংস অসহযোগ আন্দোলনের ব্যর্থতা :
- (i) চৌরিচৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে গেলে নেতাদের মধ্যে এক হতাশা নেমে আসে।
- (ii) তারা নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রতি আস্থা হারায় এবং সক্রিয় আন্দোলন করতে চায়।
- (iii) তারা বামপন্থী চিন্তাভাবনার দিকে ঝুঁকে পড়ে।
(b) কমিউনিস্ট পার্টি গঠন :
- (i) ১৯২৫ খ্রিস্টাব্দতে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় যারা শ্রমিক কৃষকদের স্বার্থের কথা চিন্তাভাবনা করতে শুরু করে।
- (ii) কমিউনিস্ট পার্টির নেতারা জাতীয় কংগ্রেসের অনান্য নেতাদের শ্রমিক কৃষকদের কথা ভাবতে বাধ্য করে।
(c) পূর্ণ স্বাধীনতার প্রস্তাব :
- (i) ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে সর্বপ্রথম পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। যা শ্রমিক-কৃষককে অনেক বেশি সচেতন করে।
- (ii) পূর্ণ স্বাধীনতা দাবির জন্যই কংগ্রেসেরে মধ্যে বামপন্থী মানসিকতার উন্মেষ ঘটে।
(d) জওহরলাল নেহরুর ভূমিকা :
- (i) জাতীয় কংগ্রেসের মধ্যে জওহরলাল নেহরু প্রথম থেকে সমাজতান্ত্রিক চিন্তাভাবনায় বিশ্বাসী ছিলেন যা শ্রমিক-কৃষকের মধ্যে রাজনৈতিক সচেতনতা আনতে সাহায্য করে।
- (ii) সমাজতান্ত্রিক চিন্তাভাবনার জন্যই শ্রমিকদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
(e) সুভাষচন্দ্র বসুর ভূমিকা :
- (i) তরুণ কংগ্রেস নেতাদের মধ্যে সুভাষচন্দ্র বসু ছিলেন পুরোপুরি বামপন্থী মনোভাবাপন্ন বা শ্রমিকদের সুবিধা দেয়।
- (ii) তিনি সমাজতান্ত্রিক ভারতবর্ষ গঠনের স্বপ্ন দেখতেন।
- (iii) অসহযোগ ও আইন অমান্য আন্দোলন প্রত্যাহর করে নেওয়া হলে তিনিই একমাত্র গান্ধিজির সমালোচনা করেননি।
উপসংহারঃ সুতরাং দেখা যাচ্ছে, জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী মনোভাবের উদ্ভব ও প্রসারের ফলস্বরূপ ১৯৩৮ খ্রিস্টাব্দে গঠিত হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল।