মাধ্যমিক 2019 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান | Rlearn

Madhyamik Physical Science Solved Questions Paper 2019

1. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো :1 x 15

1.1 নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?

(a) N2
(b) O2

(c) CH4
(d) He

Ans. (c) CH4

1.2 STP -তে 2.24 L অধিকার করে

(a) 4.4gCO2
(b) 0.64gSO2
(c) 28g CO (d) 16gO2
(C=12, O=16, S=32)

Ans. (a) 4.4gCO2

1.3 1 মোল C, 1 মোল O2 -র সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2
-এর কতগুলি অণু উৎপন্ন হবে ?

(a) 6.022×1023
(b) 1.806×1024
(c) 6.022×1022
(d) 6.022×1022

Ans. (a) 6.022×1023

1.4 কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে ?

(a) এক (b) দুই (c) তিন (d) চার

Ans. (c) তিন |

1.5 নীচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ?

(a) X -রশ্মি (b) γγ -রশ্মি (c) অবলোহিত রশ্মি (d) অতিবেগুনি রশ্মি

Ans. (c) অবলোহিত রশ্মি |

1.6 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিক চ্যুতির মান হবে

(a) 75° (b) 15° (c) 7.5° (d) 37.5°

Ans. (b) 15° |

1.7 অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভবপ্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা I হলে নীচের কোনটি সত্য ?

(a) V∝I
(b) V∝I2
(c) V∝I−1
(d) V∝I−2

Ans. (a) V∝I

1.8 তড়িৎচালক বল (V), কার্য (W) ও আধান (Q) -এর মধ্যে সম্পর্কটি হলো

(a) Q=WV (b) Q=VW
(c) Q=VW2
(d) Q=W / V

Ans. (d) Q=W / V

1.9 তেজস্ক্রিয় পরমাণুর থেকে β
-কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর

(a) ভরসংখ্যা বাড়ে (b) পারমাণবিক সংখ্যা বাড়ে (c) ভর সংখ্যা কমে (d) পারমাণবিক সংখ্যা কমে

Ans. (b) পারমাণবিক সংখ্যা বাড়ে |

1.10 দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত ?

(a) শ্রেণি 1 (b) শ্রেণি 16 (c) শ্রেণি 17 (d) শ্রেণি 2

Ans. (c) শ্রেণি |

1.11 নীচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত ?

(a) সোডিয়াম ক্লোরাইড (b) হাইড্রোজেন ক্লোরাইড (c) ন্যাপথালিন (d) গ্লুকোজ

Ans. (a) সোডিয়াম ক্লোরাইড

1.12 নীচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?

(a) বিশুদ্ধ জলের

(b) চিনির জলীয় দ্রবণের

(c) তরল হাইড্রোজেন ক্লোরাইডের

(d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের

Ans. (d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের |

1.13 নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নীচের কোন যৌগটি উৎপন্ন হয় ?

(a) NO (b) NO2
(c) N2O5
(d) HNO3

Ans. (a) NO |

1.14 নীচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত ?

(a) Al2O3
(b) Al2O3⋅H2O
(c) AL2O3⋅2H2O
(d) AIF3⋅ 3NaF

Ans. (c) AL2O3⋅2H2O

1.15 নীচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ ?

(a) মিথাইল (b) ইথাইল (c) প্রোপাইল (d) আইসোপ্রোপাইল

Ans. (b) ইথাইল |

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় ):

2.1 জ্বালানির তাপন মূল্যের একক লেখো অথবা, স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে ? 1

Ans. জ্বালানির তাপন মূল্যের একক হল কিলোজুল/কেজি।

অথবা, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উয়তা বাড়ে।

2.2 ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ? 1

Ans. ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির (UV ray) ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।

2.3 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:

অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় । 1

Ans. মিথ্যা।

2.5 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :

কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহণের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় ।

অথবা, কোনো পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী ?

Ans. মিথ্যা।

অথবা, কোনো পরিবাহীর বেধ (d) এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ (R) এবং তাপ পরিবাহিতার (K) মধ্যে সম্পর্ক হবে ব্যাস্তানুপাতিক অর্থাৎ RT∝1K
(যখন, d ও A স্থির)।

2.6 একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে ?

Ans. একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ হবে 0°।

2.7 একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে ?

Ans. একটি প্রিজমের তিনটি আয়তাকার তল আছে।

2.8 একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও । 1

Ans. একটি অর্ধপরিবাহীর উদাহরণ হল সিলিকন (Si)।

2.9 একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান । একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে ?

Ans. মোটা তারটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে। কারণ, একই পরিবাহী পদার্থের একই দৈর্ঘ্যের সরু তারের চেয়ে মোটা তারের রোধ কম। আবার বিভবপ্রভেদ অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহ, রোধের ব্যাস্তানুপাতিক হয়। তাই মোটা তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে।

2.10 নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো ।

অথবা, নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমান শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে ?

Ans. নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার হল পরমাণু বোমা।

অথবা, নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা E=mc2
সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। যেখানে m হল হ্রাসপ্রাপ্ত ভর, c হল শূন্যস্থানে আলোর বেগ, E হল উৎপন্ন শক্তি।

2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 1 x 4 = 4

2.11.1) অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে— (c) Al

2.11.2) দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 1 -এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু—
(d) Li

2.11.3) ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ ধরে—(a) Cu

2.11.4) দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 -এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল— (b) Be

2.12 ) N2অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো । (N -এর পারমাণবিক সংখ্যা 7)

2.13 তড়িৎবিশ্লেষণে কোন প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয় ? 1

অথবা, প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো । 1

Ans. তড়িদবিশ্লেষণে সমতড়িৎপ্রবাহ (dc) ব্যবহার করা হয়।

অথবা, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িবিশ্লেষণে সংঘটিত ক্যাথোড বিক্রিয়া:

H++e→H; H+H→H2↑

2.14 পিতলের ওপর সোনার তড়িৎলেপন করতে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয় ? 1

Ans. পিতলের ওপর সোনার তড়িৎলেপন করতে তড়িদবিশ্লেষ্য

হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড (K[Au(CN)2])
-এর জলীয় দ্রবণ ব্যবহৃত হয়।

2.15 নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয় ?

Ans. নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে বাদামি রং উৎপন্ন হয়।

2.16 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।

অথবা, উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো ।

Ans. সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S
গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত হল Ag2S
|

অথবা, উচ্চ উয়তায় ম্যাগনেশিয়াম ধাতু ও নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের নাম ম্যাগনেশিয়াম নাইট্রাইড (Mg3N2)


2.17 মিথেন অণুতে H−C−H বন্ধন কোণের মান কত ?

অথবা, CH3CH2COOH -এর IUPAC নাম লেখো ।

Ans. মিথেন অণুতে H−C−H বন্ধন কোণের মান 109∘28′
|

অথবা, CH3CH2COOH -এর IUPAC নাম প্রোপানোয়িক অ্যাসিড।

2.18 CNG -র শিল্প উৎস কী ? 1

Ans. পেট্রোলিয়াম খনিতে তেলের ওপরে বা কয়লাখনিতে যে গ্যাসীয় পদার্থ আবদ্ধ থাকে তাই হল CNG র শিল্প উৎস।

Comments 1

Rlearn Education