মাধ্যমিক 2017 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান

Madhyamik 2017 Physical Science Solved Questions

1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন: 1×15=15

প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে । যেটি ঠিক সেটি লেখো ।

1.1 নীচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ?

(a) মিথেন (b) জলীয়বাষ্প (c) কার্বন ডাইঅক্সাইড (d) অক্সিজেন

Ans. (d) অক্সিজেন

1.2 নীচের কোনটি চাপের SI একক ?

(a) Nm2
(b) Nm−2
(c) Nm (d) N

Ans. (b) Nm−2

1.3 একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32 । নীচের কোনটি গ্যাসটির আণবিক ওজন ?

(a) 8 (b) 16 (c) 32 (d) 64

Ans. (d) 64

1.4 নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ?

(a) উষ্ণতা (b) দৈর্ঘ্য (c) উপাদানের প্রকৃতি (d) প্রস্থচ্ছেদ

Ans. (c) উপাদানের প্রকৃতি

1.5 দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী ?

(a) f=2r (b) f=3r (c) r= 2f (d) r= 3f

Ans. (c) r= 2f

1.6 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে-বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি ?

(a) লাল (b) হলুদ (c) বেগুনি (d) সবুজ

Ans. (a) লাল

1.7 নিম্নলিখিতগুলির ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পেয়ার কোনটি ?

(a) কুলম্ব.সেকেন্ড (b) ভোল্ট.ওহম-1 (c) ভোল্ট.ওহম (d)ভোল্ট-1.ওহম

Ans. (b) ভোল্ট.ওহম-1

1.8 নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় ?

(a) পরিবাহী (b) অর্ধপরিবাহী (c) অতিপরিবাহী (d) অন্তরক

Ans. (b) অর্ধপরিবাহী

1.9 নীচের কোনটি α, ß ও γ রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম ?

(a) α > ß > γ (b) α > γ > ß (c) γ > ß > α (d) ß > α > γ

Ans. (a) α > ß > γ

1.10 নীচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক ?

(a) K (b) H (c) Li (d) Na

Ans. (a) K

1.11 নীচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান ?

(a) হাইড্রোজেন ক্লোরাইড (b) সোডিয়াম ক্লোরাইড (c) লিথিয়াম হাইড্রাইড (d) ক্যালশিয়াম অক্সাইড

Ans. (a) হাইড্রোজেন ক্লোরাইড

1.12 নীচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িদবিশ্লেষ্য ?

(a) CH3COOH
(b) NaOH (c) H2SO4
(d) NaCl

Ans. (a) CH3COOH

1.13 নীচের কোনটি আদ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় ?

(a) গাঢ় H2SO4
(b) P2O5
(c) CaO (d) CaCl2

Ans. (c) CaO

1.14 নীচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক ?

(a) বক্সাইট (b) হেমাটাইট (c) ম্যালাকাইট (d) চ্যালকোপাইরাইটস

Ans. (a) বক্সাইট

1.15 নীচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ

(a) −OH
(b) −CHO
(c) C=O
(d) −COOH

Ans. (b) −CHO

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়): 1×21=21

2.1 ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ______ । [শূন্যস্থান পূরণ করো] অথবা, ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ।

Ans. কমে; অথবা, ভূ-উয়তা বৃদ্ধির জন্য নানা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু পারব হবে, যার ক্ষতিকর প্রভাব কৃষিক্ষেত্র ও জীবজগতের ওপর পড়বে।

2.2 UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুয়োরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় ?

Ans. ক্লোরিন

2.3 একই উষ্ণতা ও চাপে সমাআয়তন CO2
ও N2
গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক । [সত্য/ মিথ্যা]

Ans. মিথ্যা

2.4 .বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো ।

Ans. p∝1/V

2.5 তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য ? অথবা, তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী ?

Ans. প্রকৃত; অথবা, W⋅m−1K−1

2.6 আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও ।

Ans. রামধনু

2.7 কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায় ?

Ans. অবতল লেন্স

2.8 যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে ?

Ans. চক্রটি বিপরীত দিকে ঘুরবে

2.9 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে ?

Ans. জুল

2.10 তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে ß -কণা নির্গত হয় ? অথবা 23892U92238U থেকে α -কণার নিঃসরণের ফলে যে-মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত ?

Ans. নিউক্লিয়াস; অথবা, 90

2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 1×4=4

Ans. [2.11.1 → (ii), 2.11.2 → (iv), 2.11.3 → (i), 2.11.4 → (iii)]

2.12 F2 তে অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো ।

2.13 বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন ? অথবা, কোনো তড়িদবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা ?

Ans. অথবা, ক্যাটায়ন ও অ্যানায়ন

2.14 Cu -তড়িদ্দার ব্যবহার করে CuSO4 -এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ?

Ans. কপার

2.15 লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের কধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো । অথবা, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয় ?

Ans. PbS; অথবা, কমলা থেকে সবুজ হয়

2.16 ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয় । একটি অ্যামোনিয়া, অপরটি কী ?

Ans. কার্বন ডাইঅক্সাইড

2.17 পলিভিনাইল ক্লোরাইড -এর একটি ব্যবহার উল্লেখ করো ।

Ans. বৈদ্যুতিক তার ও কেবলের আচ্ছাদন প্রস্তুত করতে ব্যবহৃত হয়

2.18 CH3CH2CH2OH এর IUPAC নাম লেখো । অথবা, CH3CH2OH
-এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো ।

Ans. প্রোপান-1-অল; অথবা, CH3−O−CH3

আরও দেখো :

মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2018

মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2019

মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2020

Rlearn Education