মাধ্যমিক 2020 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান | Rlearn

Physical Science Solved Questions 2020

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : 1×15

1.1 নীচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না ?

(a) NO (b) NO2
(c) CFC (d) CO2

Ans. (d) CO2

1.2 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান কত ?

(a) 2 RT (b) RT (c) 0.5 RT (d) 11.2 RT

Ans. (c) 0.5 RT

1.3 নীচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী

CH4+2O2⟶CO2+2H2O

10 মোল CH4
পোড়াতে STP তে কত আয়তন O2
লাগবে ?

(a) 448 L (b) 224 L (c) 44.8 L (d) 22.4 L

Ans. (a) 448 L

1.4 নীচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক ?

(a) রূপা (b) হীরা (c) তামা (d) অ্যালুমিনিয়াম

Ans. (b) হীরা |

1.5 একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে r ও v প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নীচের কোনটি ঠিক ?

(a) r = v (b) r = 1/v (c) r > v (d) r < v

উঃ- r < v
1.6 একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল । এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল

(a) 0° (b) 180° (c) 90° (d) 360°

Ans. (b) 180°


1.6 একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল । এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল

(a) 0° (b) 180° (c) 90° (d) 360°

Ans. (b) 180°

1.7 তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের

(a) একটি বিন্দু, একটি গোলাকৃতি (b) দুটিই গোলাকৃতি (c) একটি বিন্দু, অন্যটি বিস্তৃত (d) দুটিই বিন্দু

Ans. (d) দুটিই বিন্দু |

1.8 ফিউজ তারের বৈশিষ্ট্য হল—

(a) রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ (b) রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন (c) রোদ নিম্ন, গলনাঙ্ক উচ্চ (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন

Ans. (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন |

1.9 α -কণায় উপস্থিত

(a) একটি প্রোটন, একটি নিউট্রন (b) একটি প্রোটন (c) দুটি প্রোটন, দুটি নিউট্রন (d) একটি ইলেকট্রন

Ans. (c) দুটি প্রোটন, দুটি নিউট্রন |

1.10 নীচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় ?

(a) ঘনত্ব (b) গলনাঙ্ক (c) স্ফুটনাঙ্ক (d) তেজস্ক্রিয়তা

Ans. (d) তেজস্ক্রিয়তা |

1.11 নীচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই ?

(a) হাইড্রোজেন ক্লোরাইড (b) ক্যালশিয়াম অক্সাইড (c) মিথেন (d) অ্যামোনিয়া

Ans. (b) ক্যালশিয়াম অক্সাইড |

1.12 Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4
দ্রবণের তড়িৎবিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক ?

(a) ক্যাথোডের ভর কমে

(b) অ্যানোডের ভর বাড়ে

(c) দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কমে

(d) দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে

Ans. (d) দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে |

1.13 সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S
গ্যাস চালনা করলে কী রঙ উৎপন্ন হয় ?

(a) বেগুনি (b) কমলা (c) গাঢ় নীল (d) সবুজ

Ans. (a) বেগুনি |

1.14 লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হল

(a) FeO (b) Fe2O3
(c) Fe2O4
(d) FeCO3

Ans. (b) Fe2O3

1.15 নীচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3
এর বিক্রিয়ায় CO2
উৎপন্ন হয় ?

(a) CH3CH2OH
(b) CH3CHO
(c) CH3COCH3
(d) CH3COOH

Ans. (d) CH3COOH

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : 1×18=18

2.1 কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় ?

অথবা

বায়ুতে উপস্থিত কোন গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে ।

Ans. কোল বেড থেকে জ্বালানি গ্যাস মিথেন আহরণ করা হয়।

অথবা, বায়ুতে CO2
এর পরিমাণ বাড়লে বিশ্বউম্নয়ন ঘটে।

2.2 একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায় ।

Ans. সৌরশক্তি হল এমন একটি শক্তি উৎস যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়।

2.3 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :

নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান ।

Ans. উক্তিটি সত্য।

2.4 চার্লস সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী ?

Ans. চার্লস সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি হল মূলবিন্দুগামী সরলরেখা।

2.5 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :

তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন ।

অথবা

আয়তন প্রসারণ গুনাঙ্কের একক কী ?

Ans. উক্তিটি মিথ্যা, কারণ—তামা, ইনভার ও লোহার মধ্যে ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন।

অথবা, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক ∘C−1 বা k−1
|

2.6 গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায় ?

Ans. গোলীয় দর্পণের মেরু—গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে।

2.7 X-রশ্মির একটি ব্যবহার লেখো ।

Ans. X রশ্মির একটি ব্যবহার—শল্য চিকিৎসায় X রশ্মি ব্যবহার করা হয়।

2.8 এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ।

Ans. বৈদ্যুতিক মোটরে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

2.9 গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ?

Ans. গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি দুটি তার হল আর্থিং তার ও নিউট্রাল তার।

2.10 পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় ?

অথবা, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও ।

Ans. পারমাণবিক চুল্লিতে নিউক্লীয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়।

অথবা, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হল ইউরেনিয়াম (U)।

2.11 বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 1×4

———————————————————

2.11.1 একটি ইউরেনিয়ামোত্তর মৌল—(b) নেপচুনিয়াম |

2.11.2 একটি অভিজাত মৌল—
(a) ক্রিপটন |

2.11.3 ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়—(d) জিঙ্ক |

2.11.4 ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি—(c) কপার |

———————————————————

2.12 ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ?

Ans. ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না।

2.13 তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম করো ।

অথবা

পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ- লেপনে অ্যানোডটি কী ?

Ans. তড়িবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম সোডিয়াম (Na)।

অথবা,

পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ- লেপনে অ্যানোড হল বিশুদ্ধ সিলভারের পাতা।

2.14 তড়িৎবিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ?

Ans. তড়িবিশ্লেষণের সময় তড়িৎশক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়।

2.15 উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির ।

অথবা

শূন্যস্থান পূরণ করো :

NaOH+H2S⟶ ————– H2O

Ans. এক্ষেত্রে লাল লিটমাস কাগজ অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ডোবালে নীল হয়ে যাবে। এভাবে প্রমাণ করা যাবে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির

অথবা,

NaOH+H2S→NaHS+H2O

2.16 ইউরিয়ার একটি ব্যবহার লেখো ।

Ans. জমিতে সার হিসেবে ইউরিয়া ব্যবহার করা হয়।

2.17 প্রোপানোন (propanone) এর গঠন সংকেত লেখো ।

অথবা

ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন । জৈব যৌগটি কী ?

Ans. প্রাোপানোন-এর গঠন সংকেত হল:

অথবা, জৈব যৌগটি হল ইউরিয়া।

2.18 একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও ।

Ans. একটি বায়োডিগ্রেডেল প্রাকৃতিক পলিমার হল প্রাোটিন।

Comments 1

Rlearn Education