মাধ্যমিক 2018 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান

Madhyamik Physical Science Solved Questions 2018

1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : 1×15 =15

প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে । যেটি ঠিক সেটি লেখো ।

1.1 গ্রীন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি ?

(a) N2O
(b) CH4
(c) CO2
(d) H2O বাষ্প

Ans. CO2

1.2 বয়েল সূত্র অনুযায়ী PV -P লেখচিত্র কোনটি ?

Ans.




1.3 কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে ?

(a) CO2
(b) C2H4
(c) C2H6
(d) C2H2

Ans. C2H2

1.4 কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল—

(a) m

(b) m−1
(c) ∘C−1
(d) ∘C

Ans. ∘C−1

1.5 একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে । বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি ?

(a) সদ ও অবশীর্ষ (b) অসদ ও অবশীর্ষ (c) সদ ও সমশীর্ষ (d) অসদ ও সমশীর্ষ

Ans. অসদ ও সমশীর্ষ |

1.6 কোনো আলোকরশ্মির একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুতি কোণ কত হবে ?

(a) 0° (b) 180° (c) 30° (d) 90°

Ans. 0°

1.7 নীচের এককগুলির মধ্যে কোনটি রোধের SI একক ?

(a) ভোল্ট (b) অ্যাম্পিয়ার (c) কুলম্ব (d) ওহম

Ans. ওহম |

1.8 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ?

(a) আর্থ লাইন (b) লাইভ লাইন (c) নিউট্রাল লাইন (d) লাইভ ও নিউট্রাল উভয় লাইন

Ans. লাইভ লাইন |

1.9 তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত β
-রাশি হল—

(a) ইলেকট্রনের স্রোত (b) প্রোটনের স্রোত (c) নিউটনের স্রোত (d) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

Ans. ইলেকট্রনের স্রোত |

1.10 দীর্ঘ পর্যায়-সারণিতে শ্রেণিসংখ্যা কত ?

(a) 7 (b) 8 (c) 9 ( d) 18

Ans. 18

1.11 নীচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না ?

(a) NaCl (b) LiH (c) KCl (d) CaO

Ans. LiH |

1.12 নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে ?

(a) গলিত NaCl (b) তরল HCl (c) কঠিন NaCl (d) গ্লুকোজের জলীয় দ্রবণ

Ans. গলিত NaCl |

1.13 কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে ?

(a) হলুদ (b) সবুজ (c) গাঢ় নীল (d) বাদামি

Ans. গাঢ় নীল |

1.14 নীচের কোন ধাতু সংকরে জিংক বর্তমান ?

(a) কাঁসা (b) পিতল (c) ব্রোঞ্জ (d) ডুরালুমিন

Ans. পিতল/ব্রোঞ্জ

1.15 নীচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন ?

(a) C3H6
(b) C2H4
(c) C2H2
(d) C2H6

Ans. C2H6

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 1×21=21

2.1 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো । অথবা ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO -এর ভূমিকা কী ?

Ans. বাযোগ্যাসের ব্যবহার: রান্নার কাজে জ্বালানি হিসেবে বায়োগ্যাস ব্যবহৃত হয়।

অথবা , ওজোন স্তরে ওজোন অণুর সাথে NO নিম্নলিখিতরূপে বিক্রিয়া করে: NO+O2→NO2+O2
।এর ফলে ওজোন স্তরে ওজোনের বিয়োজন ঘটে।

2.2 কাঠ কয়লা, পেট্রোল ও ইথানলের এর মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি ?

Ans. প্রদত্ত জ্বালানিগুলির মধ্যে পেট্রোল জীবাশ্ম জ্বালানি |

2.3 স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ?

Ans. স্থির চাপে –273°C উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে।

2.4 PV=WMRT
সমীকরণটিতে M -এর একক কি ? (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)

Ans. PV=WMRT
সমীকরণটিতে M-এর একক g (বা গ্রাম)।

2.5 নীচের বিবৃতি সত্য না মিথ্যা ?

কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে । অথবা, লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির ?

Ans. কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে—উক্তিটি মিথ্যা।।

অথবা,লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইনভারের।।

2.6 আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো ?

Ans. আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বডো হয়।

2.7 মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় ?

Ans. মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।

2.8 উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয় ?

Ans. উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়।।

2.9 ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ?

Ans. ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপনান্তরিত হয়।

2.10 α,β, ও γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উর্ধ্বক্রমে সাজাও । অথবা, কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সূর্যের শক্তির উৎস ?

Ans. α < β < γ

অথবা, সূর্যের শক্তির উৎস হল নিউক্লীয় সংযোজন বিক্রিয়া।


2.11. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো । 1×4=4

2.11.1) একটি ক্ষারধাতু —- iii) K

2.11.2) যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়া তরান্বিত করে —- iv) Cl

2.11.3) হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় – – ii) Fe

2.12.3) সর্বাধিক তড়িৎ ঋনাত্মক মৌল–i) F

———————————————————

2.12 CaO -তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ?

Ans. CaO-তে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন বর্তমান।

2.13 তামার চামচের ওপর রুপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয় ? অথবা, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎবিশ্লেষ্য ।

Ans. ক্যাথোড হিসেবে তামার চামচ ব্যবহার করা হয়।

অথবা, অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH
) -এর জলীয় দ্রবণ মৃ্দু্ তড়িবিশ্লেষ্য।

2.14 তড়িদবিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় ?

Ans. তড়িবিশ্লেষণের সময় ঋণাত্মক (-ve) তড়িদ্বারকে ক্যাথোড বলা হয়।

2.15 তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো । অথবা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।

Ans. তরল অ্যামোনিয়ার ব্যবহার: এটি কোল্ড স্টোরেজে হিমায়করূপে ব্যবহৃত হয়!

অথবা, অধঃক্ষেপটির সংকেত Al(OH)3


2.16 নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় ?

Ans. N2
(g) এর পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর যে যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় সেটি হল সোডিয়াম নাইট্রাইট (NaNO2
)।

2.17 CH3CH2CHO
-এর IUPAC নাম লেখো । অথবা, CH3CH2CHO
-এর একটি অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত লেখো ।

Ans. CH3CH2CHO
-এর IUPAC নাম প্রোপান্যাল (propanal)

অথবা, CH3CH2CH2OH
-এর একটি অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত হল

2.18 পলি (টেট্রাফ্লুয়োরোইথিলিন)- এর একটি ব্যবহার উল্লেখ করো ।

Ans. পলি(টেট্রাফ্লুরোইথিলিন)-এর একটি ব্যবহার: এটি নন-স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয়।

Comments 1

Rlearn Education