প্রাইমারী এবং আপার প্রাইমারী শিশু মনস্তুত্ব | CDP practice set
প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর নীচে দেওয়া হলো, যা আপনাদের Upcoming Primary TET পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।
সুপ্রিয় ছাত্র-ছাত্রীরা, আজকের পোস্টে প্রাইমারি টেট প্র্যাকটিস সেটটি শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক শিশু বিকাশ ও পেডাগোগী বিষয় থেকে পনেরোটি প্রশ্ন দেওয়া আছে। এটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিসের প্রশ্নগুলি দেখে নাও |
শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP)
1. পড়ানোর প্রতি ছাত্রদের দৃষ্টি আকর্ষন করতে—
(A) মাঝে মাঝে ছাত্রদের হাসানোর চেষ্টা করবেন
(B) ছাত্রদের গল্প শোনাবেন
(C) ক্লাস থেকে ছাত্রদের ছুটি দেবেন
(D) পড়ানোকে আকর্ষনীয় করে তোলার চেষ্টা করবেন
Answer – পড়ানোকে আকর্ষনীয় করে তোলার চেষ্টা করবেন |
2. পরীক্ষার জন্য শিক্ষক কীভাবে ছাত্রদের প্রস্তুত করবেন ?
(A) পরীক্ষার ব্যাপারে তাদের কিছু বলবেন না
(B) পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্নের উত্তর দেওয়া অভ্যাস করাবেন
(C) পরীক্ষার প্রয়োজনীয়তা ছাত্রদের বুঝিয়ে বলবেন
(D) পরীক্ষায় সফল ছাত্রদের জন্য পুরষ্কার ঘোষনা করে রাখবেন
Answer – পরীক্ষার প্রয়োজনীয়তা ছাত্রদের বুঝিয়ে বলবেন |
3. আপনি ধুমপানের অভ্যস্ত। শিক্ষক হিসাবে কী করনীয় ?
(A) ক্লাসে ধূমপান করবেন না
(B) স্কুল চত্বরে ধূমপান করবেন না
(C) শুধুমাত্র স্টাফরুমে ধূমপান করবেন
(D) স্কুলে লুকিয়ে ধূমপান করবেন
Answer – স্কুল চত্বরে ধূমপান করবেন না |
4. একজন ছাত্র বিভিন্ন শিক্ষকের ভাবভঙ্গী নকল করে দেখাতে দক্ষ। শিক্ষক হিসাবে আপনি-
(A) ছাত্রটিকে বলবেন শিক্ষকদের নকল করে দেখাতে
(B) ছাত্রটিকে নকল করে দেখাতে বারণ করে দেবেন
(C) বিষয়টিকে গুরুত্ব দেবেন না
(D) ছাত্রটিকে বহিস্কার করবেন
Answer – বিষয়টিকে গুরুত্ব দেবেন না |
5. শিক্ষণ পরিকল্পনা প্রস্তুত করার সময় মনে রাখতে হয় –
(A) ছাত্রদের অধীতজ্ঞান
(B) শিক্ষাদানের সঠিক প্রক্রিয়া
(C) পাঠদানকে আকর্ষনীয় করার বিষয়টি
(D) সবকটিই
Answer – সবকটিই |
6.ক্লাসে শিক্ষক ________ পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন।
(A) বন্ধুত্বপূর্ণ
(B) সহযোগিতার
(C) গণতান্ত্রিক
(D) সবকটিই
Answer – সবকটিই |
7. খেলাধুলোয় অনাগ্রহী একজন ছাত্রকে —
(A) খেলায় অংশ নিতে বাধ্য করবেন
(B) ছাত্রটিকে তার মতোই থাকতে দেবেন
(C) খেলাধুলোর প্রয়োজনীয়তা বুঝিয়ে বলবেন
(D) পড়াশুনোর সঙ্গে সম্পর্কিত কোনো খেলায় অংশ নিতে বলবেন
Answer – খেলাধুলোর প্রয়োজনীয়তা বুঝিয়ে বলবেন |
8. ক্লাসঘরে অত্যন্ত গরম থাকায় ছাত্ররা পড়তে না চাইলে—
(A) তাদের শাস্তি দেবেন
(B) তাদের ছুটি দিয়ে দেবেন
(C) প্রধান শিক্ষককে বিষয়টি জানাবেন
(D) তাদের মাঠে বসিয়ে পড়াবেন
Answer – প্রধান শিক্ষককে বিষয়টি জানাবেন |
9. একজন ছাত্র কোনো প্রশ্নের উত্তর দিলে শিক্ষক কখনোই তাকে বলবেন না যে –
(A) তার উত্তর শুনে তিনি দুঃখিত হয়েছেন
(B) তার উত্তরটি ভুল
(C) তার উত্তরটি অস্পষ্ট
(D) ছাত্রটির শিক্ষালাভ অসম্ভব
Answer – ছাত্রটির শিক্ষালাভ অসম্ভব |
10. শিক্ষাদানের উৎকর্ষের জন্য প্রয়োজন —
(A) মৌলিক শিক্ষণ পদ্ধতি বজায় রাখা
(B) শিক্ষাদানের যথার্থ পদ্ধতি
(C) কীভাবে শিশুরা শেখে তা বোঝা
(D) বিষয়ের জ্ঞান
Answer – কীভাবে শিশুরা শেখে তা বোঝা |
11. একজন শিক্ষক কীভাবে ছাত্রদের দক্ষতার পরিমাপ করবেন?
(A) ছাত্রদের পরীক্ষা নিয়ে
(B) ছাত্রদের প্রশ্ন করার মাধ্যমে
(C) ছাত্রদের বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনা করে
(D) ছাত্রদের অভিভাবকদের সঙ্গে কথা বলে
Answer – ছাত্রদের বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনা করে |
12. কীভাবে একজন শিক্ষক ছাত্রদের সঠিক/প্রকৃত জ্ঞানলাভ করাতে পারেন ?
(A) পাঠ মুখস্থ করানোর মাধ্যমে
(B) পাঠ ব্যাখ্যা করার মাধ্যমে
(C) ছাত্রদের নিজেদেরই চর্চা করতে উদ্বুদ্ধ করে
(D) আকর্ষনীয়ভাবে শিক্ষাদানের মাধ্যমে
Answer – আকর্ষনীয়ভাবে শিক্ষাদানের মাধ্যমে |
13. বিজ্ঞানের বিষয়গুলি ছাত্রদের কীভাবে শেখানো উচিত ?
(A) প্রশ্নোত্তরের মাধ্যমে
(B) হাতে-কলমে শিখিয়ে
(C) ছাত্রদেরই হাতে-কলমে কাজ করতে বলে
(D) আকর্ষনীয়ভাবে শিক্ষাদানের মাধ্যমে
Answer – ছাত্রদেরই হাতে-কলমে কাজ করতে বলে |
14. নীচের কীসের মাধ্যমে শিক্ষক/শিক্ষিকা সর্বাপেক্ষা বেশি শেখেন –
(A) সহশিক্ষকদের সাথে আলোচনার দ্বারা
(B) পুস্তক পাঠ করে
(C) ছাত্রছাত্রীর কাছ থেকে
(D) সংশ্লিষ্ট বিষয়ে সেমিনারে যোগ দিয়ে
Answer – ছাত্রছাত্রীর কাছ থেকে |
15. কয়েকজন ছাত্রকে কতগুলি প্রশ্ন করা হল এবং সেগুলির তারা উত্তর দিতে পারল না। শিক্ষক কী করবেন ?
(A) প্রশ্নগুলির উত্তর দিয়ে দেবেন
(B) অন্য ছাত্রদের প্রশ্নগুলি জিজ্ঞাসা করবেন
(C) ছাত্রদেরই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করতে সাহায্য করবেন
(D) ছাত্রদের শাস্তি দেবেন
Answer – ছাত্রদেরই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করতে সাহায্য করবেন |